শিক্ষক-নেতার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
প্রয়াত হলেন চাঁচলের বামপন্থী শিক্ষক নেতা অচিন্ত্য সরকার। বুধবার নিজের বাড়িতে মারা যান তিনি। বয়স হয়েছিল ৬৩ বছর। শেষ দিন পর্যন্ত এবিটিএ-র চাঁচল মহকুমা কমিটির সভাপতি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এদিন শোকের ছায়া নেমে আসে চাঁচলে। রায়গঞ্জের মোহনবাটি হাই স্কুলে শিক্ষকতার মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু হয়। ১৯৭৭ সালে সিদ্ধেশ্বরী হাই স্কুলে যোগ দেওয়ার পর তিন বছর আগে অবসর নেন। |
বিপাকে মৃৎশিল্পীরা
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
প্লাবনে ভেসে গিয়েছে ধানের খেত। চার গুণ দাম দিয়েও মিলছে না দেবী প্রতিমার কাঠামো তৈরির মূল উপকরণ ধানের খড়। মিলছে না প্রতিমা তৈরির মাটি। দাম বেড়েছে বাঁশ, কাঁটাতার, রং-সহ অন্য সামগ্রীরও। খরচ বাড়লেও উদ্যোক্তারা সেই অনুপাতে দাম দিতে রাজি না হওয়ায় বিপাকে পড়েছেন মালদহের চাঁচল মহকুমার দুশোরও বেশি মৃ্ৎশিল্পী। লাভ হবে না জেনে ব্যস্ততায় অবশ্য ভাঁটা পড়েনি চাঁচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়ার কুমোরপাড়ায়। কেননা পেশার পাশাপাশি নেশার টানটাও তাঁদের কম নয়। আর টিঁকে থাকতে তাই চিরাচরিত পদ্ধতিটাকেই কিছুটা হলেও পাল্টে নিয়েছেন তাঁরা। কুমোরপাড়ায় ঢুঁ মারলে সেই ছবিটা সহজেই চোখে পড়ে। কেমন সেই ছবি? আগে খড় মাটি দিয়ে পরিকাঠামো গড়ার কাজ করানো হত শ্রমিকদের দিয়ে। আর রং তুলি দিয়ে প্রতিমার অবয়ব গড়তেন শিল্পীরা। খরচ বাঁচাতে এ বার সমস্ত কিছুই করছেন শিল্পীরা। তাঁদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন পরিবারের প্রায় প্রত্যেকেই। দিনরাত পরিশ্রম করে এ ভাবেই জাত ব্যবসায় টিকে থাকার লড়াই চালাচ্ছেন শিল্পীরা। |
কাচের কারুকাজ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
কয়েকদিন পরে পুজো। বাঙালির সেরা উৎসবে মেতে ওঠার আশায় প্রহর গুনছে ইসলামপুরবাসী। পুজো উদ্যোক্তারাও নতুন কিছু উপহার দিতে প্রস্তুত। মণ্ডপসজ্জা, প্রতিমা ও লোকসজ্জায় অভিনবত্ব আনতে কারিগররা ব্যস্ত। ইসলামপুর শহরে সেরা পুজোগুলির মধ্যে অন্যতম মণ্ডলপাড়া সর্বজনীন। প্রতি বছর ওই পুজোয় চমক থাকে। ভিড় উপচে পড়ে মণ্ডপে। এ বারও উদ্যোক্তারা নতুন কিছু উপহার দিতে উদ্যোগী হয়েছেন। তাঁরা কাচের কারুকাজে ভরা মণ্ডপ সজ্জার পরিকল্পনা নিয়েছেন। মণ্ডপের ভিতরে ও বাইরে থাকবে রকমারি নিখুত নক্সা। |
এলাকার সমস্ত দরিদ্র বসিন্দাদের বিপিএল তালিকাভূক্ত করার দাবিতে ব্লক ঘেরাও করে বিক্ষোভ দেখাল আরএসপি’র কৃষক সংগঠন। বুধবার চাঁচল-২ ব্লকে মালতিপুরের আরএসপি বিধায়ক আবদুর রহিম বক্সির নেতৃত্বে ওই বিক্ষোভ দেখানো হয়। ৯ দফা দাবি জানিয়ে বিডিও-র কাছে সংগঠনের তরফে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, ব্লকের বিভিন্ন এলাকায় বহু দরিদ্র বাসিন্দা রয়েছেন যাদের নাম এখনও বিপিএল তালিকায় ওঠেনি। ফলে কোনও সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। বর্ষার পর এলাকার চূড়ান্ত বেহাল হয়ে পড়া পথঘাটও সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। বিধায়ক এই দিন বলেন, “সমস্যা না মিটলে এরপর বৃহত্তর আন্দোলনে নামা হবে।” |
মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীর মাথায় পাইপগান ঠেকিয়ে গুলি করে ফেরার হল স্বামী। বুধবার বিকেলে কালিয়াচক থানার সুজাপুর বিশ্বাসপাড়ায় ঘটনাটি ঘটে। নিহতের নাম কাশ্মীরা বেগম (৩৫)। |