শিশুমৃত্যুতে গাফিলতির নালিশ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চিকিৎসা গাফিলতিতে ফের শিশু মৃত্যুর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। গড়া হল তদন্ত কমিটিও।
এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। মৃত শিশুর আত্মীয়রা কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ওই মৃত শিশুর বাড়ির লোক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তার পরই শিশুমৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে। ডেপুটি সুপারের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটিও গড়া হয়েছে। হাসপাতাল সুপার রামনারায়ণ মাইতি বলেন, “অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। ১৫ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলেছি।” |
নিথর দেহ নিয়েই ফেরা। নিজস্ব চিত্র। |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মাঝেমধ্যেই চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। তার জেরে হাসপাতালে ভাঙুচর, বিক্ষোভও কোনও নতুন ঘটনা নয়। এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, অনেক ক্ষেত্রেই রোগীর আত্মীয়রা পরিস্থিতি না বুঝে গোলমাল বাধান। চিকিৎলায় অবহেলা না হলেও ওই একই অভিযোগ তোলেন বারবার। ফলে হাসপাতালে ভর্তি অন্য রোগী ও তাঁদের আত্মীয়রা সমস্যায় পড়েন।
জ্বর নিয়ে মঙ্গলবার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় দেড় বছরের শুভ বটব্যালকে। বাড়ি পিংলার মণ্ডলবাড়ে। শুভ’র আত্মীয় দীপক মুখোপাধ্যায়ের অভিযোগ, রাত ন’টার পর থেকে প্রায় ৪০ মিনিট শিশু ওয়ার্ডে কোনও চিকিৎসক ছিলেন না। এই সময়ই ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। কর্তব্যরত নার্সদের বলেও নাকি সুরাহা হয়নি। ওই শিশুর পরিজনদের দাবি, সন্ধে পর্যন্ত শুভ’র শারীরিক অবস্থা তেমন খারাপ ছিল না। ঠিক মতো চিকিৎসা হলে তাকে বাঁচানো যেত। চিকিৎসার অবহেলাতেই ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন শুভ’র বাবা শক্তি বটব্যাল।
এক প্রসূতির মৃত্যু ঘিরে বুধবার রাতেও উত্তেজনা ছড়ায় মেডিক্যাল চত্বরে। ওঠে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মৃতের পরিজনেরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে যায় বিশাল পুলিশ বাহিনী। |