ক্ষতিপূরণ মেলেনি, অবরোধ কাশীপুরে |
দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যুর পরেও তার পরিবার ক্ষতিপূরণ পায়নি। মেলেনি জখম ছাত্রের চিকিৎসার খরচও। সেই ক্ষোভে বুধবার কাশীপুরের আমডিহা গ্রামের বাসিন্দারা কাশীপুর-হুড়া সড়ক অবরোধ করেন। শনিবার স্কুল থেকে পেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল ওই গ্রামের বাসিন্দা, স্কুলছাত্রীর মমতা কর্মকারের। জখম হয় মানিক মুখোপাধ্যায় নামে এক ছাত্র। এ দিন মৃত ছাত্রীর বাবা শান্তিরাম কর্মকার ও মানিকের মা দুলালীদেবীর ক্ষোভ, “পুলিশ ক্ষতিপূরণ ও চিকিৎসার খরচ পাওয়া যাবে বলে আশ্বাস দিলেও তা এখনও মেলেনি।” পুলিশ জানিয়েছে, গাড়ির মালিকের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ ও চিকিৎসা-খরচ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
|
প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তথা সিপিএম নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শ্যামলকুমার মিত্র নামে ওই শিক্ষক জয়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন। জয়পুরে সিপিএমের ভগলদিঘি লোকাল কমিটির সদস্য শ্যামলবাবুর অভিযোগ, মঙ্গলবার বিকেলে মোটরবাইকে তিনি বাড়ি ফেরার পথে ভগলদিঘি গ্রামের পশ্চিমপাড়ে দিঘির মোহনায় ৮-১০ জন তৃণমূল কর্মী-সমর্থক তাঁর পথ আটকায়। তাঁকে বাইক থেকে নামিয়ে লাথি, ঘুষির পাশাপাশি লাঠি ও ছাতার বাঁট দিয়ে পেটানো হয়।
পাঁজরে যন্ত্রণা নিয়ে শ্যামলবাবুকে প্রথমে জয়পুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রাতের দিকে তিনি নিজেই বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সিপিএমের জয়পুর জোনাল কমিটির সম্পাদক মদনমোহন পাত্রের অভিযোগ, “আমাদের দলের ওই নেতাকে তৃণমূলের লোকেরাই মারধর করেছে।” যদিও অভিযোগ অস্বীকার করে জয়পুর ব্লক তৃণমূল সভাপতি রবিউল মিদ্যার দাবি, “শ্যামলবাবুর মোটরবাইক কয়েক জনকে ধাক্কা মেরেছিল। সেই নিয়ে সামান্য বচসা হয়। এখন মারধরের নাটক করে উনি হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন।” অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
|
বৈদ্যুতিন সরঞ্জামের একটি দোকানে চুরি হয়েছে। বাঁকুড়া শহরের ভৈরবস্থান মোড়ের ঘটনা। মঙ্গলবার রাতে দোকানের দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা অনেক টাকার বৈদ্যুতিন সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছে বলে দোকান মালিকের অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি জানার পরে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে। অন্য দিকে, পুরুলিয়ার পুঞ্চা থানার জয়নগর প্রাথমিক স্কুলের তালা ভেঙে মিড-ডে-মিলের চাল ও সরঞ্জাম চুরি গিয়েছে বলে প্রধান শিক্ষক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। প্রধান শিক্ষক শান্তিগোপাল গোস্বামী বলেন, “শনিবার রাতে স্কুলে ঢুকে দুষ্কৃতীরা প্রায় ৯০ কুইন্ট্যাল চাল, মিড-ডে-মিলের সরঞ্জাম ও চেয়ার চুরি করে নিয়ে যায়।”
|
স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার |
পঞ্চায়েত ও প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্বেও রাস্তা সংস্কার হয়নি। তাই, বেহাল রাস্তা সংস্কার করতে স্বেচ্ছা শ্রমদান করলেন পাড়া ব্লকের বড়াহিড় গ্রামের বাসিন্দারা। পাড়া ব্লকের বড়াহিড় থেকে আনাড়া যাওয়ার কাঁচা রাস্তায় নর্দমার জমা জলে দুর্গম হয়ে পড়েছিল। সিপিএমের আনাড়া পঞ্চায়েত থেকে পাড়া ব্লক- অনুরোধ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা সজল দেওঘরিয়ার। তাই গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তাঁরা বুধবার রাস্তাটির হাল ফেরালেন। পঞ্চায়েত জানিয়েছে, ব্লক প্রশানের কাছে অনুরোধ জানানো হয়েছে। ব্লক জানিয়েছে, মঙ্গলবারই রাস্তাটি সংস্কারের অনুমোদন দেওয়া হয়েছে।
|
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া এক দুষ্কৃতীকে মোটরবাইক সমেত ধরে ফেললেন গ্রামবাসী। তার কাছ উদ্ধার হল দু’টি রিভলভারও। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে তালড্যাংরা থানার রাজপুর গ্রামে। ধৃত দুষ্কৃতীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ফুলবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, ডাকাতির জন্য ছ’জনের সশস্ত্র দুষ্কৃতী দল রাজপুরে ঢুকেছিল। গ্রামবাসীর তাড়ায় পাঁচ জন পালিয়ে যায়।
|
কৃষি ভিত্তিক শিল্প ও নতুন প্রজন্মের ‘কৃষি ভাবনা’ বিষয়ে একটি কর্মশালা হয়ে গেল পাত্রসায়রে। স্থানীয় প্রায় ২০০ জন কৃষক উপস্থিত ছিলেন। মহকুমাশাসক (বিষ্ণুপুর) সুশান্ত চক্রবর্তী, জেলা কৃষি দফতরের উপ-অধিকর্তা (প্রশাসন) অনন্ত হাজরা প্রমুখ বক্তব্য রাখেন। |