ছাতনায় জলসঙ্কট মেটাতে রাজ্যের মউ |
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
পানীয় জলের সমস্যা মেটাতে দ্বারকেশ্বর নদের উপর একটি ‘চেকড্যাম’ নির্মাণ করতে রাজ্য সরকার ও একটি কারখানার মধ্যে মউ স্বাক্ষরিত হল। বুধবার বাঁকুড়ার সার্কিট হাউসে চুক্তি পত্রে সাক্ষর করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতরের যুগ্ম সচিব অমল ভট্টাচার্য ও ছাতনার জোড়হিড়ার ওই কারখানার এম ডি অঙ্কিত পাটনি। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। চেকড্যামটি তৈরি হবে ছাতনার কাঁকি গ্রামে। |
|
বাঁকুড়ায় জল প্রকল্প পরিদর্শনে মন্ত্রী। ছবি: অভিজিৎ সিংহ। |
পরে সুব্রতবাবু বলেন, “খুব শীঘ্রই ওই চেকড্যাম তৈরির কাজ শুরু হবে। প্রকল্প নির্মাণের দুই-তৃতীয়াংশ খরচ কারখানা কর্তৃপক্ষ বহন করবে। জমা জলের অর্ধেক কারখানা ও বাকি অর্ধেক পাইপ লাইনের মাধ্যমে ১৩৮ টি মৌজায় সরবরাহ করা হবে।” অঙ্কিতবাবু বলেন, “দ্রুত প্রকল্পটি রূপায়ণ করা হবে।” মন্ত্রী জানান, বাঁকুড়া, বড়জোড়া ও মেজিয়ায় তিনটি প্রকল্প অনুমোদন করার জন্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়েছে। পরে বাঁকুড়া শহর লাগোয়া দ্বারকেশ্বর নদে একটি পানীয় জলের প্রকল্প স্থাল মন্ত্রী পরিদর্শন করেন। |
|