|
|
|
|
কাজ না পেয়ে আর্জি বেকার ভাতার, শুনানি |
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
এক বছর আগে তাঁরা কাজ চেয়ে আবেদন করেছিলেন পঞ্চায়েত প্রধানের কাছে। বছরে ১০০ দিন কাজ প্রকল্পে প্রধান তাঁদের কাজ দিতে পারেননি। এই অবস্থায় ২২ জন শ্রমিক বেকার ভাতার আবেদন করেন। বছর ঘোরার পরে বুধবার মানবাজার ব্লক কার্যালয়ে সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি হল। মানবাজারের ধানাড়া পঞ্চায়েতের অন্তর্গত ভুড়াশোল গ্রামের ২২ জন শ্রমিক গত বছর ২৩ অগস্ট পঞ্চায়েত প্রধানের কাছে কাজ চেয়ে লিখিত আবেদন করেছিলেন। আবেদনপত্রে ২৮ অগস্ট থেকে সাত দিন এবং ৫ সেপ্টেম্বর থেকে আরও সাত দিনের কাজ চাওয়া হয়। আবেদনকারীদের তরফে সুধীরকুমার মুর্মু বলেন, “আবেদনের ১৫ দিনের মধ্যে পঞ্চায়েত কাজ দিতে না পারলে শ্রমিকেরা বেকার ভাতার দাবি করতে পারেন। ১০০ দিন কাজের আইনেই এই নিয়মের উল্লেখ রয়েছে। অথচ এক বছর হয়ে গেল আমরা বেকার ভাতা পেলাম না।” ধানাড়া পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ মণ্ডলের দাবি, “গত বছর ওই সময় পঞ্চায়েতের কর্মী-সহ নির্মাণ সহায়ক ছিলেন না। ফলে আবেদন অনুযায়ী তখন কাজ দেওয়া সম্ভব হয়নি।” মানবাজারের বিডিও কমলচন্দ্র দে বলেন, “এ দিন ব্লক অফিসে ২২ জন শ্রমিকের শুনানি হয়েছে। পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। শুনানির নথি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।” পঞ্চায়েত দেরি করে নথিপত্র পাঠানোর জন্যই শুনানিতে দেরি হয়েছে বলে বিডিও-র দাবি। |
|
|
|
|
|