সাহায্য চেয়ে রাজ্যের দ্বারস্থ জেলা পরিষদ |
বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের বীজ-সার দিয়ে সাহায্যের জন্য অতিরিক্ত ৫০ কোটি টাকা সাহায্য চেয়ে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। বুধবার জেলা পরিষদের অর্থ স্থায়ী সমিতির বৈঠকে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিনের বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, দিঘায় জেলা পরিষদের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র তথা অতিথিশালা তৈরি হবে। এর জন্য ১ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হবে। অতিথিশালার জন্য জমি দেবে রামনগর পঞ্চায়েত সমিতি। জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা বলেন, “বিগত বাম পরিচালিত জেলা পরিষদ প্রায় ২৮ কোটি টাকা দেনা রেখে গিয়েছিল। আমরা দায়িত্বে আসার পর গত তিন বছরে তার একাংশ মিটিয়েছি। এখনও প্রায় ১৭ কোটি টাকা বকেয়া রয়েছে। ওই দেনা শোধ করার জন্য রাজ্য সরকারের কাছে অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হবে।” যদিও প্রাক্তন জেলা সভাধিপতি তথা বর্তমানে জেলা পরিষদের বিরোধী দলনেতা নিরঞ্জন সিহি বলেন, “বিভিন্ন উন্নয়নের কাজে খরচ হয় ধারাবাহিক ভাবে। একে দেনা রেখে যাওয়া বলে না। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে।”
|
স্কুলের পথে দুর্ঘটনা, আহত বাবা-মেয়ে |
বাবার সঙ্গে মোটরবাইকে স্কুলে যাওয়ার পথে মিনি লরির ধাক্কায় গুরুতর আহত হল তৃতীয় শ্রেণির এক ছাত্রী। তার বাবাও মারাত্মক জখম হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কাঁথি-রসুলপুর সড়কে দারুয়াবাঁধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বুধবারও দেশপ্রাণ ব্লকের সরদার বাড়ি থেকে দিতি পাল নামে বছর আটেকের ওই ছাত্রী তার বাবা স্কুল শিক্ষক চন্দন পালের মোটরবাইকে কাঁথির স্কুলে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি মিনি লরি চন্দনবাবুর মোটরবাইকে ধাক্কা মারে। ছোট্ট দিতিকে নিয়ে ছিটকে পড়েন চন্দনবাবু। দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে লরিচালককে ধরে ফেলে গণপিটুনি শুরু করে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ দিকে, প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মোটরবাইকে আরোহী বাবা-মেয়ের কারও মাথায় হেলমেট ছিল না।
|
দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে ধৃত সিপিএম কর্মী মদন সাঁতরাকে নিরাপত্তার কারণ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সরানো হল ঘাটাল সাব-জেলে। রাজ্যে পালাবদলের পরে এই মদনকে জিজ্ঞাসাবাদ করেই জুনের গোড়ায় দাসেরবাঁধে কবরের সন্ধান মিলেছিল বলে দাবি তৃণমূল-শিবিরের। মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধারের পরেই ন’বছর আগে কেশপুরের পিয়াশালায় ঘটে যাওয়া এক ‘গণহত্যা’র মামলা নতুন করে শুরু হয়। পিয়াশালায় সিপিএমের হামলায় কয়েক জন তৃণমূল-কর্মী নিহত হয়েছিলেন বলে অভিযোগ। তাঁদেরই দেহাবশেষ দাসেরবাঁধে উদ্ধার হয় বলে দাবি তৃণমূলের।
|
বাজ পড়ে অসুস্থ চার স্কুল পড়ুয়া |
ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বাজ পড়ায় অসুস্থ হয়ে পড়ল চার পড়ুয়া। ছাদ-সহ স্কুলবাড়ির একাংশে ফাটলও ধরেছে। বুধবার দুপুরে ঝাড়গ্রামের রাধানগর অঞ্চলের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনাটি ঘটে। দুপুর দেড়টা নাগাদ প্রচণ্ড শব্দে বাজ পড়ে ওই স্কুলের ছাদে। সংজ্ঞা হারায় দ্বিতীয় শ্রেণির তিন পড়ুয়া। অসুস্থ হয়ে পড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীও। স্কুল-কর্তৃপক্ষ ও গ্রামবাসীর তৎপরতায় স্থানীয় ভাবে শুশ্রূষা করায় ৪ জনই কিছুক্ষণ পরে সুস্থ হয়ে ওঠে। অবিলম্বে ওই স্কুলবাড়িতে বজ্র-নিরোধক ব্যবস্থার দাবি জানিয়েছেন অভিভাবকেরা। প্রধান শিক্ষক উদ্দালক মহান্ত বলেন, “অভিভাবকদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।” ঝাড়গ্রাম পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র বলেন, “পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের প্রস্তাব এলে অবশ্যই বিবেচনা করা হবে।”
|
সৈকতকেন্দ্র তাজপুরের উন্নয়নের দাবিতে বুধবার তাজপুর সি-কোস্ট হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশিনের পক্ষ থেকে রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিক রানা বিশ্বাস ও পঞ্চায়েত সমিতি সভাপতি দেবব্রত দাসের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাজপুরে রাস্তাঘাটের উন্নয়ন, বিদ্যুদয়ন ও পানীয় জলের সুবন্দোবস্তের দাবি জানানো হয়। নেতৃত্ব দেন শান্তনু সাহা, শ্যামল দাস, শিবু মল্লিক, মন্টু নায়ক প্রমুখ। |