টুকরো খবর

শুরু হল তাঁত মেলা
তাঁতমেলায় জেলা সভাধিপতি অন্তরা ভট্টাচার্য ও বিধায়ক মৃগেন মাইতি। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
আধুনিক চটকদার জামাকাপড়ের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমশই পিছিয়ে পড়ছে বাংলার সনাতন তাঁতশিল্প। অথচ ঐতিহ্যের এই শিল্পে রয়েছে নিপাট অভিজাত বাঙালিয়ানা। সেই ঐতিহ্য জনসমক্ষে তুলে ধরতে প্রতি বারের মতো এ বারও মেদিনীপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হল তাঁতবস্ত্রের প্রদর্শনী ও মেলা। উদ্যোক্তা হস্তশিল্প ও তাঁতবস্ত্র মন্ত্রক এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদর। এ বার ২৯ তম বর্ষ। বুধবার মেলার উদ্বোধন করেন সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। সবংয়ের বিধায়ক তথা সেচ, ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বস্ত্রমন্ত্রী মানস ভুঁইয়ার প্রতিনিধি হিসেবে এসেছিলেন তাঁর ভাই তথা কংগ্রেস নেতা বিকাশ ভুঁইয়া। প্রদর্শনীতে মোট ৭৪ টি স্টল রয়েছে। পিংলার পটশিল্পীরা তাঁদের হাতের তৈরি পটচিত্র নিয়ে মেলায় হাজির হয়েছেল। প্রদর্শনী ও মেলা চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

সমবায়মন্ত্রী জেলা সফরে
মেদিনীপুরে সমবায়মন্ত্রী। নিজস্ব চিত্র।
সমবায়ের মাধ্যমে কাজের সুযোগ বাড়ানোর উপর জোর দিলেন সমবায় মন্ত্রী হায়দর আজিজ সফি। বুধবার দুপুরে মেদিনীপুর পৌঁছন মন্ত্রী। মন্ত্রী হওয়ার পরে এটাই তাঁর প্রথম মেদিনীপুর সফর। এ দিন প্রথমে জেলা পরিষদের সভাকক্ষে সমবায় দফতর ও সমবায় ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রামকৃষ্ণ মাইতি, বিধায়ক মৃগেন মাইতিও। বৈঠকে সমবায়ের মাধ্যমে কাজের সুযোগ বৃদ্ধি ও সৎ ভাবে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। পরে গোয়ালতোড়ে একাধিক কৃষি সমবায় উন্নয়ন সমিতি ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো। রাতে মন্ত্রী রয়েছেন মেদিনীপুর সার্কিট হাউসে। আজ, বৃহস্পতিবার তাঁর গোপীবল্লভপুর যাওয়ার কথা।

শিক্ষণীর পুনর্মিলন
মেদিনীপুর কলেজিয়েট স্কুল ‘শিক্ষণী’-র তৃতীয় পুনর্মিলন উৎসব হল বুধবার। ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনাসভা ও রক্তদান শিবির। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ঋষি রাজনারায়ণ বসুর ১৮৫ তম জন্মদিন উপলক্ষেই এই আয়োজন। রাজনারায়াণ বসু স্মারক বক্তৃতা দেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক হরিপদ মণ্ডল, অনুত্তম ভট্টাচার্য ও শ্যামাপদ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুকুমার মাইতি, স্কুল পরিচালন সমিতির সম্পাদক অগমপ্রসাদ রায়। স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস বলেন, “প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে ‘প্রাক্তনী’ হয়েছে অনেক আগেই। তাঁরা প্রতি বছর পুনর্মিলন উৎসব করেন। সেই ধাঁচে বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষাকর্মীরা মিলে ‘শিক্ষণী’ গড়ে তুলেছেন।”

বিমা সপ্তাহ পালন
বিমা সপ্তাহের শেষ দিন, বুধবার খড়্গপুরে মোটর সাইকেল র্যালি করল এলআইসি-র ইন্দা শাখা। সংস্থার তরফে স্নেহাশিস মুখোপাধ্যায় জানান, বিমা সপ্তাহ উপলক্ষে ৭ দিন ব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর। রক্তদান শিবির, ক্যুইজ, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ছিল। ট্রাফিক নিয়ে এ দিন খড়্গপুরের ইন্দা লোকাল থানা মোড়ে সচেতনতা কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল। সহযোগিতায় ছিল খড়্গপুর ট্রাফিক পুলিশ বিভাগ ও ট্রাফিক রিক্রিয়েশন ক্লাব। পরিচালনা করেন অজিত গুপ্ত।

সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল খড়্গপুরের রবীন্দ্রপল্লিতে। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই সভায় স্থানীয় শিক্ষক, গৃহশিক্ষক ও আইআইটিতে গবেষণারত চার জনকে সংবর্ধনা জানানোর পাশাপাশি ৩০ জন দুঃস্থ পড়ুয়াকে স্কুলসামগ্রী দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় ‘স্টাডি সেন্টারে’র ছাত্রছাত্রীরা।

আবগারি অভিযান
বেআইনি মদের কেনাবেচা বন্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দফতর। গত দু’মাসে ১০ হাজার লিটার চোলাই, প্রায় দেড় লক্ষ লিটার মদ তৈরির উপকরণ নষ্ট করা হয়েছে। আটক করা হয়েছে নানা সরঞ্জাম। ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা আবগারি সুপারিনটেনডেন্ট পরিমলকান্তি দত্ত বলেন, “বেআইনি মদ বিক্রি বা তৈরির খবর পেলেই হানা দেওয়া হচ্ছে। কোথাও বেআইনি মদ বিক্রি করা যাবে না। লাগাতার তল্লাশি চলবে।”

দুর্ঘটনায় মৃত বৃদ্ধ

দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। বুধবার সন্ধ্যায় কেশিয়াড়ির হাতিগেড়িয়ায় দুর্ঘটনাটি ঘটে। মোটর সাইকেলে চেপে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষ্যামানন্দ সিংহ (৬৫)। রাস্তার কাজ চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধ মোটর সাইকেল নিয়ে মাটি কাটার মেশিনে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

শিক্ষক দিবস পালন
সোমবার শিক্ষক দিবস উপলক্ষে খড়্গপুর গ্রামীণ থানা এলাকার বলরামপুরে কস্তুরবা প্রাথমিক বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় স্কুলেরই পড়ুয়ারা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.