বাসে ব্যাগ ছিনতাই করে পালানোর সময়ে বাধা পেয়ে ব্যবসায়ীকে গুলিতে খুন করে চম্পট দিল দুষ্কৃতী। বুধবার বিকেলে জামুড়িয়ার পেট্রোল পাম্প মোড়ের ঘটনা। পুলিশ মৃতদেহ আনতে গেলে ক্ষুব্ধ জনতা ইট-পাটকেল ছোড়ে। পরে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, নিহতের নাম মধুসূদন রায় (৩৫)। বাড়ি বীরভূমের আমোদপুরে। তিনি চাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মিনিবাসটি এ দিন জামুড়িয়া থেকে রানিগঞ্জ যাচ্ছিল। বাসের খালাসি ভানু দাস জানান, একটি ব্যাগ হাতে মধুসূদনবাবু জামুড়িয়ার বাটা মোড় থেকে বাসে চড়েন। পরের বাসস্টপ থেকে ওঠে এক যুবক। সেখান থেকে বাস ছাড়ার পরে অন্য এক যুবক পাশে পাশে মোটরবাইক চালিয়ে আসছিল।
|
পুলিশ দেখে জনতা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। ক্ষোভের মুখে পুলিশ মৃতদেহ না নিয়ে পালিয়ে যায়। ঘণ্টাখানেক পরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুনীলকুমার যাদবের নেতৃত্বে বড় পুলিশ বাহিনী গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে। দেহ উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। জামুড়িয়া বণিক সংগঠনের সভাপতি পবন মাউন্ডিয়া বলেন, “মধুসূদনবাবু ব্যবসার কাজে নিয়মিত জামুড়িয়া আসতেন। এ দিন বেশ কিছু ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার পরে বাটা মোড় থেকে বাসে চাপেন। তার পরেই এমন ঘটনা।” তাঁর অভিযোগ, “জামুড়িয়ায় পুলিশকর্মী কম রয়েছে। পরপর অপরাধের ঘটনা ঘটছে এলাকায়। পুলিশ বাড়াতে হবে। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।” জামুড়িয়ার ওসি মাধব মণ্ডল বলেন, “একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” |