টুকরো খবর
স্কুল তালাবন্ধ
সর্বশিক্ষা মিশনের টাকায় নিম্নমানের পোশাক দেওয়া হচ্ছে অভিযোগ তুলে স্কুল ঘেরাও করে বিক্ষোভের পর তালা ঝুলিয়ে দিলেন অবিভাবক ও বাসিন্দারা। মালদহের চাঁচলের চন্দ্রপাড়া প্রাথমিক স্কুলে মঙ্গলবার ঘটনাটি ঘটে। পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকাদের সময়ে না-আসা-সহ মিড ডে মিলের রান্নার খাবারও অতি নিম্নমানের বলে অভিযোগ উঠেছে। পোশাক ও মিড ডে মিলের রান্না নিয়ে সমস্যা না-মেটা পর্যন্ত তালা খোলা হবে না বলে হুমকি দেন অভিভাবকরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ সরকার দাবি করেন, “টাকা দিলে অভিভাবক কিনবেন কি না তা নিয়ে সন্দেহ থাকায় পোশাক কেনার সিদ্ধান্ত হয়। পোশাক ও মিড ডে মিল নিয়ে অভিযোগ ঠিক নয়। পড়ুয়ার সংখ্যা ২০৯। সমস্ত ছাত্রী ও তফসিলি জাতি-উপজাতি ছাত্রদের পোশাকের জন্য ৪০০ টাকা বরাদ্দ হয়।” জেলা প্রাথমিক স্কুল পর্ষদের চাঁচল ২ চক্র স্কুল পরিদর্শক শুভঙ্কর মুখোপাধ্যায় বলেন, “সবাই যাতে পোশাক পায় তা নিশ্চিত করতে বলা হয়েছিল। পোশাক ও মিড ডে নিম্ন মানের বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

চুক্তির প্রতিবাদ
ছিটমহল বিনিময় চুক্তি নিয়ে উদ্বিগ্ন বাসিন্দারা প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রথম দিন কালো ব্যাজ পরে প্রতিবাদ করলেন। মঙ্গলবার বেলা ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত হলদিবাড়ি বিডিও অফিসের সামনে ছিটমহল বিনিময় চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ দেখান ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সমিতির সদস্যরা। পরে স্মারকলিপি জমা দেন তাঁরা। এর পর হলদিবাড়ি বাজারে একটি সভা করেন সংগঠনের সদস্যরা। এর আগে ছিট মহলের ভোট গণনার সময় প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। তাদের অভিযোগ, যাদের ভোট গণনা করা হচ্ছিল তারা বর্তমানে ছিটমহলে থাকলেও বাংলাদেশের নাগরিক। সরকার সে কথা শোনেনি। অথচ ছিটমহলের বাসিন্দা হয়েও সংগঠনের সদস্যদের অন্যত্র বসবাস করতে হচ্ছে। ছিটমহলবাসী হিসাবে তাদের স্বীকৃতি এবং সুযোগসুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা। ভারতীয় ছিট মহল উদ্বাস্তু সমিতির যুগ্ম সম্পাদক ফলিন রায় ও রফিকুল ইসলাম বলেন, “আমাদের বাদ দিয়ে চুক্তি করা যাবে না। আমরা ভারতে আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশের দুষ্কৃতীদের উৎপাতে ছিটমহল থেকে উঠে এসে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বাস করতে হচ্ছে।”

পেনশন মিলছে না
দু’মাস পেনশন না পেয়ে আন্দোলনে নামলেন এনবিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীরা। মঙ্গলবার অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন রিটায়ার্ড এমপ্লয়িজ ওয়েলপেয়ার ফোরামের তরফে সকালে তিন ঘন্টা রায়গঞ্জ ডিপো চত্বরে অবস্থান বিক্ষোভ করা হয়েছে। পরে ফোরামের কয়েকশো সদস্য ডিভিশনাল ম্যানেজার সুবীর দেবরায়কে ঘেরাও করে স্মারকলিপি দেন। আগামী এক সপ্তাহের মধ্যে পেনশন দেওয়া না হলে অনির্দিষ্ট কালের জন্য উত্তরবঙ্গ জুড়ে বাস অবরোধের হুমকি দেওয়া হয়েছে। ফোরামের সভাপতি রবীন্দ্রনাথ সাহা জানান, নিগমের বিভিন্ন ডিপোতে কর্মরত অবস্থায় ১১৪ কর্মীর স্ত্রীরা পেনশন পাচ্ছেন না। এ ছাড়াও অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন বকেয়া প্রায় ৪ বছর ধরে পাওনা। ৩৫০০ অবসরপ্রাপ্ত কর্মী গত জুলাই এবং অগস্ট মাসের পেনশন পাননি। আদালত ওই ১১৪ জনের পেনশন চালুর কথা বললেও তা হয়নি। ২০০৮ থেকে ১৫০০ অবসরপ্রাপ্ত কর্মীর গ্র্যাচুইটি, লিভ স্যালারি-সহ প্রায় ৩৫ কোটি টাকা দেওয়া হচ্ছে না। এর সমাধান না হলে বাস অবরোধ করা হবে। বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পথ অবরোধ
সরকারি নিয়ম মেনে যে ছাড় পাওয়ার কথা পড়ুয়াদের কাছ থেকে সেই মতো বাসভাড়া না নেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করেন ছাত্রছাত্রীরা। মঙ্গলবার দেওয়ানগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অবরোধ চলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.