প্রশাসকের মেয়াদ ফুরিয়েছে এক মাস আগে। তৈরি হয়নি নতুন পরিচালন সমিতিও। এ মাসের প্রথম সপ্তাহ গড়ালেও গত মাসের বেতন পাননি শিক্ষক ও শিক্ষাকর্মীরা। মালদহের চাঁচল কলেজের ঘটনা। সামনেই পুজো। ফলে পরিচালন সমিতি তৈরির প্রস্তুতি শুরু না হওয়ায় পুজোর আগে বেতন মিলবে কি না তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। প্রশাসকের মেয়াদ শেষ হওয়ার পর যথাসময়ে বিষয়টি জানানো হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও পরিচালন সমিতি তৈরির নির্দেশ না মেলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে কলেজ সূত্রে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, ৭ অগস্ট প্রশাসকের মেয়াদ ফুরিয়েছে। পরদিনই কলেজ কর্তৃপক্ষের তরফে বিশ্ববিদ্যালয়কে বিষয়টি জানিয়ে সমস্যা মেটাতে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও লিখিত নির্দেশ না আসায় পরিচালন সমিতি তৈরির উদ্যোগ নেওয়া যায়নি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অপূর্ব চক্রবর্তী বলেন, ওই কলেজকে তো পরিচালন সমিতি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ কেন চিঠি পাননি বা কোথাও সমস্যা হয়েছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। তেমন হলে নির্দেশের চিঠি ফের কলেজে পাঠিয়ে দেওয়া হবে। এ মাসে মহালয়ার আগের দিন থেকেই কলেজে পুজোর ছুটি শুরু হবে। মাঝে আর মাত্র কয়েকটা দিন। ফলে ওই নির্দেশ আসলেও শিক্ষক প্রতিনিধি ও অশিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া সেরে এত অল্প সময়ে পরিচালন সমিতি গড়া সম্ভব কি না সংশয় দেখা দিয়েছে। ফলে পুজোর আগেও বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। ভারপ্রাপ্ত অধ্যক্ষা অনিতা চক্রবর্তী বলেছেন, “প্রশাসকের মেয়াদ ফুরানোর কথা যথাসময়ে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছি। কিন্তু পরিচালন সমিতি গঠন করার নির্দেশ পাইনি। পরিচালন সমিতি গঠনের আগে শিক্ষক, অশিক্ষক প্রতিনিধি নির্বাচন জরুরি। নির্দেশ ছাড়া তো সেটা করতে পারি না।” |