দরজা ভেঙে একটি জৈবসার প্রকল্পের অফিস এবং একটি বাড়িতে ডাকাতি করে পালাল সশস্ত্র দুষ্কৃতীরা। সোমবার রাতে ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার দ্বারিকা-গোঁসাইপুর অঞ্চলের গোপালপুর গ্রামে।
স্থানীয় সূত্রের খবর, ডাকাতেরা প্রথমে জৈবসার প্রকল্পের অফিসে দরজা ভেঙে ঢোকে। সেখানে ঘুমোচ্ছিলেন দুই কর্মী। এক জন বাধা দিতে গেলে তাঁর কাঁধে রিভলভারের বাঁট দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। পরে দু’জনকে একটি ঘরে বন্ধ করে রেখে লুঠপাট চালায়। সংস্থার ম্যানেজার আশিস মুখোপাধ্যায় বলেন, “ড্রয়ার ভেঙে নগদ কয়েক হাজার টাকা ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়েছে ডাকাতদল।” দুষ্কৃতীরা এর পরে হানা দেয় সত্য মুখোপাধ্যায়ের বাড়িতে। লোহার গেটের তালা ভেঙে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন সত্যবাবুর স্ত্রী। ছেলের হাত থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল। পরে তিন জনকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দিয়ে ঘণ্টাখানেক ধরে লুঠপাট চালায় দুষ্কৃতীদল। আলমারি ভাঙার পাশাপাশি আসবাবপত্র তছনছ করে। টাকা ও গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতেরা।
সত্যবাবুর ছেলে কার্তিক বলেন, “বাবা সামান্য চাষবাস করেন। আমি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারি কলেজের অল্প বেতনের কর্মী। ডাকাতদল আমাদের কার্যত সর্বস্বান্ত করে ছাড়ল। এমনকী বাবার প্যান্ট-শার্ট নিয়েও পালিয়েছে।” কার্তিকবাবুর কথায়, “ওরা দলে ছ-সাত জন ছিল। দু’জনের হাতে ছিল রিভলভার। বাকিদের হাতে ভোজালি বা ছুরি। বাংলায় কথা বললেও কেউই স্থানীয় নয়।” পুলিশ জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এ দিন সন্ধ্যা পর্যন্ত কেউ ধরা পড়েনি। |