স্কুলের গাছ কাটার প্রতিবাদে বন্ধ ক্লাস
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাটের বড় জিরাফপুরের একটি বেসরকারি নার্সারি স্কুলচত্বরের গাছ কেটে দেওয়া হয়েছে। তা ছাড়াও, চত্বরে কাচ ছড়ানো এবং দরজায় নোংরা লাগানো থাকায় প্রতিবাদে মঙ্গলবার কোনও ক্লাস নেওয়া হয়নি। স্কুল কর্তৃপক্ষের অনুমান, এলাকারই কিছু যুবকের চাহিদামতো দুর্গাপুজোর চাঁদা না দেওয়ায় এই ঘটনা। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা বুলবুল বৈদ্য বলেন, “কিছু ছেলে আমার কাছে ১০ হাজার টাকা চাঁদা চেয়েছিল। তা না দেওয়ায় ওরা হুমকি দিয়েছিল। প্রায়ই দেখা যাচ্ছে স্কুলের সামনে মদের বোতলের টুকরো ছড়িয়ে রয়েছে। গাছ কেটে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে ওই যুবকেরাই এ সব করছে।” পুলিশ জানিয়েছে, এর পিছনে যারা রয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে।
|
পঞ্চায়েত প্রধান ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • সন্দেশখালি |
আয়লায় ক্ষতিপূরণের টাকা মিলছে না, ১০০ দিনের প্রকল্পে কাজ হচ্ছে না, বিধবা ও বার্ধক্য ভাতা পাওয়া যাচ্ছে না, এমনই সব অভিযোগে সোমবার সন্দেশখালি-২ ব্লকের জেলিয়াখালি পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল তৃণমূল। প্রধানকে প্রায় ৬ ঘণ্টা ঘেরাও করা হয়। বিক্ষোভ চলাকালীন উত্তেজনা ছড়ালে পুলিশ আসে। অভিযোগগুলি খতিয়ে দেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধান সিপিএমের ভারতী আগুয়ান। এর পরেই বিক্ষোভ থামে।
|
বন্ধুকে ভোজালির কোপ, গ্রেফতার |
বন্ধুকে ভোজালির কোপ মারার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে বসিরহাটের চাঁপাপুকুর স্টেশন সংলগ্ন কলোনিপাড়ায়। ধৃতের নাম পলাশ দাস। তাঁর বন্ধু, আহত গোপালকৃষ্ণ সাহাকে বসিরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, দুই বন্ধুর বাড়ি ওই এলাকাতেই। নেশাগ্রস্ত অবস্থায় দু’জনের বচসার সময় কোমরে গাঁজা ভোজালি বের করে পলাশ গোপালকৃষ্ণের পেটে ঢুকিয়ে দেন বলে অভিযোগ।
|
গাঁজা-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে স্বরূপনগরের তেঁতুলিয়া সেতু থেকে মফিজুল মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের কাছ থেকে ৩ কেজি গাঁজা মিলেছে।
|
মন্দিরের তালা ভেঙে চুরি গেল প্রতিমার রুপোর গয়না ও দানের টাকা। পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ঘোলার দক্ষিণ নাটাগড়ে একটি ক্লাব সংলগ্ন ওই মন্দিরে ঢুকে বিগ্রহের গা থেকে গয়না ও নগদ টাকা নিয়ে পালায় চোরেরা। |