টুকরো খবর

ব্যবসায়ীর বাড়িতে লুঠপাট রানাঘাটে
সোমবার গভীর রাতে নদিয়ার রানাঘাট পুরসভা এলাকার ফোর্টপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এক দল দুষ্কৃতী। অভিযোগ, নারায়ণ ঘোষ নামে ওই ব্যবসায়ীর ঘরে একটি গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা। গুলিটা নারায়ণবাবুর কপালের ধার ঘেঁসে চলে যায়। দুষ্কৃতীরা শেষ পর্যন্ত কয়েক হাজার টাকা নগদ, সোনার গয়না এবং মোবাইল নিয়ে চম্পট দিয়েছে বলে দাবি। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্র বলেন, “ওই বাড়িতে একটি ডাকাতি হয়েছে। কেউই সে ভাবে আহত হননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে গুলি চালানোর খবর পাইনি।”

ছাত্রের দেহ উদ্ধার
মঙ্গলবার সকালে নদিয়ার হরিণঘাটার মহাদেবপুরে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের নাম রঘু দেবনাথ (১৬)। সে নগরউখড়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। পুলিশের অনুমান, বাড়ির লোকের কাছে বকুনি খেয়ে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে। প্রসাদ খেয়ে অসুস্থ। ধানতলা থানার পানিখালি মাজদিয়া এলাকায় প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৮০ জন। ১২ জনকে আড়ংঘাটা ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

চাচণ্ড পঞ্চায়েত দখল তৃণমূলের
সামশেরগঞ্জে চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। মঙ্গলবার ১৩ সদস্যের ওই পঞ্চায়েতে ৭-৫ ব্যবধানে জয়ী হয়ে নতুন প্রধান নির্বাচিত হয়েছেন ছবি সিংহ। তিনি ওই পঞ্চায়েতেরই উপপ্রধান ছিলেন। সে পদে তিনি ইস্তফা দিয়েছেন। একটি ভোট বাতিল হয়ে গিয়েছে। বিডিও তাপস ঘোষ বলেন, “১৩ সদস্যের ওই পঞ্চায়েতে মঙ্গলবার সব সদস্যই হাজির ছিলেন। তাঁরা সকলেই ভোট দেন। শেষ পর্যন্তল ৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন ছবিদেবী। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের আব্দুল হাকিম পান ৫টি ভোট। ১টি ভোট বাতিল হয়ে গিয়েছে।” ওই পঞ্চায়েতে কংগ্রেসের ৩ জন, ফরওয়ার্ড ব্লকের ২ জন এবং আরএসপি এবং সিপিএমের ১ জন করে সদস্য মিলে গত ১৯ অগস্ট অপসারণ করেন কংগ্রেসের তৎকালীন প্রধান ফারুক হোসেনকে। এই সাত সদস্যই যোগ দেন তৃণমূলে। তাঁরাই এই দিন ছবিদেবীকে প্রধান নির্বাচন করলেন। তৃণমূলের ব্লক সভাপতি ফজল মামুদ বিশ্বাস বলেন, “এই দিন আরও এক কংগ্রেস সদস্যের সমর্থন পেয়েছি আমরা। তিনি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।” কংগ্রেসের ওই সদস্য অবশ্য সেই দাবি অস্বীকার করেছেন।

মন্ত্রীর অনুরোধ ফেরাল ছাত্রেরা
পূর্ত-প্রতিমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুব্রত সাহার হস্তক্ষেপেও কাটল না বহরমপুরের গভর্মেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি কলেজের জট। ছাত্র আন্দোলনের জেরে গত দশ দিন ধরে বন্ধ হয়ে রয়েছে ওই কলেজ। এই অবস্থায় অচলাবস্থা কাটাতে উদ্যোগী হন সুব্রতবাবু। গত সোমবার বহরমপুরের সার্কিট হাউসে কলেজ স্টুডেন্টস ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন। ওই বৈঠকে সুব্রতবাবু আগামী ১৫ দিন ছাত্র আন্দোলন ‘স্থগিত’ রাখার অনুরোধ করেন, যাতে ওই সময়ের মধ্যে ছাত্রদের দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু মন্ত্রীর ওই আবেদনে সাড়া দেননি আন্দোনকারীরা। সুব্রতবাবু বলেন, “আমার দফতরের বিষয় না হওয়া সত্ত্বেও কলেজের ঐতিহ্যের কথা ভেবে ছাত্রপ্রতিনিধিদের নিয়ে বৈঠকও করি। আমি চেয়েছিলাম উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে ছাত্রদের সমস্যার সমাধান করতে। কিন্তু ছাত্ররা সে আবেদনে সাড়া দেয়নি।”

আধিকারিককে ঘেরাও, ক্ষোভ
নির্দিষ্ট সময়ের মধ্যে শো-কজের উত্তর দেওয়ার আগেই চার সার বিক্রেতাকে সাসপেন্ড করার প্রতিবাদে মঙ্গলবার কৃষ্ণগঞ্জ ব্লক কৃষি আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ব্লকের সার বিক্রেতারা। রাত পর্যন্ত চলে বিক্ষোভ। বিক্ষোভকারী নদিয়া ডিস্ট্রিক্ট এগ্রিল ডিলার্স অ্যাসোসিয়েশনের কৃষ্ণগঞ্জ ব্লক শাখা কমিটির সম্পাদক সমীর বিশ্বাস বলেন, “বিভিন্ন কারণে ১৫ জনকে শোকজ করা হয়েছিল। বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যে উত্তর দিতে। কিন্তু উত্তর দেওয়ার আগেই চার জনকে সাসপেন্ড করা হয়েছে। এর প্রতিবাদেই আজ আমরা ঘেরাও করেছি।” তিনি বলেন, “আমরা সকলেই চাই চাষিদের নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে। কিন্তু আমরাই তো নির্ধারিত মূল্যে কিনতে পারছি না। সরকারের উচিত আগে সেই দিকে নজর দেওয়া।” কৃষ্ণনগর সদর মহকুমা কৃষি আধিকারিক অরুণাভ হাজরা বলেন, “সব নিয়ম মেনেই সাসপেন্ড করা হয়েছে। কী কারণে সাসপেন্ড করা হয়েছে তা নির্দিষ্ট করে জানিয়েও দেওয়া হয়েছে।”

সালিশিতে গণ্ডগোল
সালিশি সভায় গণ্ডগোলের জেরে আহত হলেন দু’পক্ষের দু’জন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার গাছা গ্রামে। পুলিশ জানায়, বিদ্যুতের হুকিংয়ের তার চুরি করা নিয়ে দুই পরিবারের মধ্যে রবিবার সন্ধ্যায় গণ্ডগোল হয়। তাই নিয়ে সোমবার রাতে গ্রামে সালিশি সভা বসে। তখনই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আহত এক জনকে ছুরি দিয়ে কোপানো হয়েছে। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য জন মাথায় আঘাত নিয়ে বেথুয়াডহরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

অস্বাভাবিক মৃত্যু
রাজ্য বিদ্যুৎ পর্ষদের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে ফরাক্কায়। তাঁর নাম বাবলু সরকার (৪৮)। ফরাক্কা ব্যারেজের আবাসনে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তাঁর স্ত্রী ও তিন ছেলেমেয়ে রয়েছে। তিনি ওই আবাসনেই অন্যত্র থাকতেন।

তাহেরপুরে অনাস্থা
নদিয়ার তাহেরপুর নোটিফায়েডের চেয়ারম্যান তৃণমূলের নিরঞ্জন মিস্ত্রির বিরুদ্ধে অনাস্থা আনলেন তাঁরই দলের ৫ কাউন্সিলর। সোমবার তাঁরা রানাঘাট মহকুমা শাসক সুমনকুমার ঘোষের কাছে লিখিত ভাবে সে কথা জানিয়েছেন। তবে সেই আবেদনে উমা দত্ত নামে এক কাউন্সিলরের স্বাক্ষর নেই। মহকুমাশাসক সুমনবাবু বলেন, “ওই কাউন্সিলরেরা বিষয়টি জানিয়েছেন। সরকারি নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে।”

চ্যাম্পিয়ন যমশেরপুর
করিমপুর স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত ২০১১-১২ মরসুমের ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা (অনুর্ধ্ব ১৯) শেষ হল মঙ্গলবার। নতিডাঙা অমিয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ধোড়াদহ রজনীকান্ত উচ্চ বিদ্যালয় ও যমশেরপুর বিএন উচ্চবিদ্যালয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ অমীমাংসিত থাকার পরে টাইব্রেকার-এ যমশেরপুর বিএন উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ১০ টি স্কুল অংশ নিয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.