গত ৩১ অগস্ট করিমপুর পাবলিক লাইব্রেরী হলঘরে এক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংস্থা বর্ণপরিচয়। সুকান্ত ভট্টাচার্য, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্ত সেন স্মরণে এক আলোচনা সভার আয়োজন করে ওই সংস্থা। সেই সঙ্গে ছিল সঙ্গীত, আবৃত্তি ও কবিতা পাঠ।
|
১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বহরমপুরে আসেন সর্বপল্লি রাধাকৃষ্ণণ। সোমবার জিয়াগঞ্জ বাজার মোড়ে শিক্ষক দিবস উপলক্ষে ‘মুর্শিদাবাদ ও রাধাকৃষ্ণণ’ বিষয়ক আলোচনায় উঠে আসে ওই প্রসঙ্গ। এ ছাড়াও ওই অনুষ্ঠানে এলাকার ২৩ জন শিক্ষককে সংবর্দনা জানানো হয়। |
শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে লালবাগ সুভাষচন্দ্র সেন্টেনারী কলেজ কর্তৃপক্ষ। সোমবার কলেজের হলঘরে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। ওই অনুষ্ঠানে নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, কবিতা আবৃত্তির পাশাপাশি বর্তমান সমাজে শিক্ষা ব্যবস্থার উপরে রিয়েলিটি শোয়ের প্রভাব শিরোনামে বিতর্ক প্রতিযোগিতা হয়। এ ছাড়াও ছিল ক্যুইজ ও গজল প্রতিযোগিতা।
|
সম্প্রতি ১৬ তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে চিত্রাঙ্গদা একাডেমি অ্যান্ড মিউজিক স্কুল কর্তৃপক্ষ। দিশারী সংস্থার ব্যবস্থাপনায় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ওই অনুষ্ঠানে গণেশ বন্দনা, রবীন্দ্রনাথের বিভিন্ন গান-সহযোগে ধ্রুপদী নৃত্য পরিবেশন ছাড়াও ছিল নৃত্যনাট্য ‘আমাদের রাজা’। ওই নৃত্যনাট্যে অংশ নেয় শিক্ষার্থী কচিকাঁচা শিল্পীরা। এছাড়াও লোকসঙ্গীত ও লোকনৃত্য মঞ্চস্থ হয়।
|
বহরমপুর রবীন্দ্রসদনে গত রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করে কলামন্দির সঙ্গীত অ্যাকাডেমি। রবীন্দ্রনাথের সার্ধ-শতবর্ষকে সামনে রেখে চণ্ডালিকা, শ্যামা ও চিত্রাঙ্গদা নৃত্যনাট্যের অংশ বিশেষ মঞ্চস্থ করেন সংস্থার শিক্ষার্থী শিল্পীরা। |