আদিবাসী স্কুলে অনগ্রসর কল্যাণ দফতরের সচিব
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গলবার জঙ্গলমহলে এলেন অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের সচিব সঞ্জয়কুমার থাঢ়ে। প্রথমে আদিবাসী উন্নয়ন সমবায় নিগমের ঝাড়গ্রাম আঞ্চলিক দফতরে যান সচিব। সেখানে জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত এবং নিগমের ঝাড়গ্রামের রিজিওন্যাল ম্যানেজার তথা অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের জেলা প্রকল্প আধিকারিক জ্যোর্তিময় তাঁতির সঙ্গে বৈঠক করেন তিনি। এর পর ঝাড়গ্রাম ল্যাম্পস্ কার্যালয় পরিদর্শন করার পর ঝাড়গ্রাম শহরের সত্যবানপল্লি এলাকায় অনগ্রসর দফতর পরিচালিত আদিবাসী ছেলেমেয়েদের ‘একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়’ পরিদর্শন করেন। |
ঝাড়গ্রামে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব (মাঝে)। |
দুপুরে বেলপাহাড়ির ‘রাষ্ট্রীয় আদিবাসী আবাসিক উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে’ও যান তিনি। ছাত্রী ও অভিভাবকদের আন্দোলনের জেরে বেলপাহাড়ির এই স্কুলের প্রধান শিক্ষিকা তপর্ণা বিশ্বাসকে সম্প্রতি অনগ্রসর কল্যাণ দফতরের সচিবালয়ে বদলি করা হয়েছে। ‘শিক্ষা বাঁচাও অভিভাবক কমিটি’র সম্পাদক সুবল সোরেন এবং ছাত্রীরা অবিলম্বে একজন দক্ষ প্রধান শিক্ষিকাকে নিয়োগ করার দাবি জানান। এ ছাড়া প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে শিক্ষাদান, স্কুল ও ছাত্রী-নিবাসের পরিকাঠামো উন্নয়নের দাবি জানান ছাত্রী ও অভিভাবকেরা। একলব্য স্কুলটির পরিকাঠামো উন্নয়নের চিন্তাভাবনা চলছে বলেও জানান সচিব।
|
দরপত্র জমা নিয়ে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দরপত্র জমা দেওয়া নিয়ে সংঘর্ষে জড়াল দুই ঠিকাদার গোষ্ঠী। মঙ্গলবার এই ঘটনা ঘটে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ কার্যালয়ে। জেলায় রাস্তাঘাট নির্মাণ এবং মেরামতির কাজে ঠিকাদার নিয়োগের দরপত্র জমা দেওয়ার কথা ছিল এ দিন। সময় ছিল বেলা ১১টা থেকে ২টো। অভিযোগ, দুপুর ২টোর কিছু আগে কয়েকজন ঠিকাদার দরপত্র জমা দিতে এলে অন্য একটি ঠিকাদার গোষ্ঠী তাঁদের বাধা দেয়। এই নিয়ে গণ্ডগোল বাধলে পুলিশ আসে। বাধাদানকারীদের সরিয়ে দরপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয় ফের। কিন্তু নির্ধারিত সময়ের পরে ওই দরপত্র নেওয়া হয়েছে অভিযোগ তুলে পূর্বে বাধাদানকারীরা এ বার ভাঙচুর চালায় দরপত্র জমা নেওয়ার বাক্সে। পূর্ব মেদিনীপুর জেলা বিল্ডার্স অ্যাসোসিয়েশনের দাবি, অরূপ ধাড়া-সহ তাঁদের দুই সদস্য গণ্ডগোলে আহত হন। জেলা সভাধিপতি গান্ধী হাজরা জানান, গণ্ডগোলের জন্য এ দিন দরপত্রগুলি খোলা হয়নি। বুধবার খোলা হবে।
|
চাল-পাচার নিয়ে আসরে বিজেপি
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
ত্রাণের চাল পাচারের ঘটনায় ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গণেশ বড়দোলইকে গ্রেফতারের দাবিতে এ বার আন্দোলনে নামল বিজেপি। আগেই এই দাবিতে সরব হয়েছে সিপিএম। সোমবার বিজেপি নেতা দিলীপ ডাগুর এবং রামপদ দের নেতৃত্বে শহরে মিছিল হয়। চলতে থাকে মাইকে প্রচার। পরে দলের তরফে ঘাটাল থানায় ডেপুটেশন দেওয়া হয়। একই দাবিতে সিপিএমের আন্দোলনও চলছে। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টার। হচ্ছে মিছিল। তৃণমূলের তরফে অবশ্য গোটাটাই অপপ্রচার বলে দাবি করা হয়েছে। শহরে মিছিল, পথসভা করে পুরবাসীর কাছে তারা জানাচ্ছে, চাল পাচারের ঘটনায় দলের কেউ জড়িত নয়। প্রসঙ্গত উল্লেখ্য, পুর-নির্বাচনে সিপিএম সমর্থিত ঘাটাল উন্নয়ন কমিটি (জিইউসি)-র হয়েই লড়েছিলেন অভিযুক্ত গণেশবাবু। পরে তিনি তৃণমূলে যোগ দেন। পুলিশ জানিয়েছে, চাল পাচারের তদন্ত চলছে। তবে প্রধান অভিযুক্ত গণেশবাবুকে ন্যূনতম জিজ্ঞাসাবাদ পর্যন্ত না করায় আন্দোলনকারীরা
ক্ষুব্ধ।
|
মাইন উদ্ধার হল লালগড়ে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সন্দেহভাজন ‘মাওবাদী’কে জেরা করে দু’টি মাইনের হদিস পেল পুলিশ। সোমবার সন্ধ্যায় লালগড়ের ধরমপুর অঞ্চলের বৃন্দাবনপুরে পিচ রাস্তার ধারে পুঁতে রাখা একটি ক্যান-মাইন ও একটি চ্যালেঞ্জার মাইন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, কিছু দিন আগে ধরমপুরের ঢ্যাংবহড়া এলাকা থেকে তিনটি চ্যালেঞ্জার মাইন উদ্ধার করে যৌথ বাহিনী। ওই তিনটি মাইন উদ্ধারের সূত্র ধরে গত ৩০ অগস্ট লালগড়ের ঢ্যাংবহড়া থেকেই মানসিংহ টুডুকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মানসিংহকে জেরা করে বৃন্দাবনপুরের রাস্তায় পুঁতে রাখা মাইন দু’টির সন্ধান পাওয়া যায়। পথচলতি যৌথ বাহিনীর উপর হামলা চালানোর উদ্দেশ্যেই ওই দু’টি মাইন পোঁতা হয়েছিল বলে পুলিশের দাবি। মাইন দু’টি উদ্ধারের পরে সেগুলি আপাতত পুলিশের ‘হেফাজতে’ই রয়েছে। এ দিকে ৭ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষে মঙ্গলবার মানসিংহকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল-হাজতের নির্দেশ হয়।
|
বধূ খুনে ধৃত দেওর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের বৌদিকে কুপিয়ে খুন করার অভিযোগে দেওর ভুদেব দাসকে গ্রেফতার করল খেজুরি থানার পুলিশ। সোমবার ধৃতকে কাঁথি আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল-হাজত হয়। কাঁথির মহকুমা পুলিশ অফিসার ইন্দ্রজিৎ বসুর দাবি, খেজুরির বাহারগঞ্জের বাসিন্দা চিকনবালা দাস (৩৪)-কে রবিবার দুপুরে কামদেবনগর বাজারের কাছে কুপিয়ে খুন করে ভুদেব।
|
পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন তৃণমূলের অনুরাধা নন্দ গোস্বামী। মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুরাধাদেবী সভাপতি হিসাবে নির্বাচিত হন। এক সময়ে সিপিএমের দখলে থাকা (সিপিএম ১৫, সোশ্যালিস্ট পার্টি ১, তৃণমূল ১০) এই পঞ্চায়েত সমিতির ৪ বাম সদস্য তৃণমূলে যোগ দিলে ক্ষমতার ভারসাম্য বদলে যায়। পঞ্চায়েত সমিতির বাম সভাপতি দীপ্তি বর পদত্যাগ করেন। মঙ্গলবার সভাপতি নির্বাচনে তৃণমূলের ১০ জন সদস্য উপস্থিত থাকলেও বামফ্রন্টের কেউ ছিলেন না। |