ভারত ১৮৭-৮ (২৩ ওভারে)
ইংল্যান্ড ৭৫-১ (৭ ওভারে) |
অভিষেকেই নজর কেড়েছিলেন প্রথম ওয়ান ডে-তে, দ্বিতীয় ওয়ান ডে-তেও ভারতকে টানার ক্ষেত্রে বড় ভূমিকা নিলেন মুম্বইয়ের ওপেনার আজিঙ্ক রাহানে। যত সময় যাচ্ছে, ততই ওয়ান ডে টিমে নিজের দাবি জোরালো করছেন রাহানে। ইংল্যান্ডে যে ফর্মে ব্যাট করছেন, তা বাকি তিনটে ম্যাচেও অব্যাহত থাকলে ওয়ান ডে টিমের প্রথম এগারো থেকে তাঁকে বাদ দেওয়া কঠিন হবে। অহেতুক তাড়াহুড়ো নেই, স্বয়ং সুনীল গাওস্কর পর্যন্ত বলছেন, “ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বল। যা খেলে সবই ক্রিকেটীয় শট।” আর এক প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, “সুযোগের সদ্ব্যবহার কী ভাবে করতে হয়, তা এই সিরিজে দেখাচ্ছে রাহানে।” শেষ পর্যন্ত রাহানে ৪৭ বলে করেন ৫৪।
রাহানের নজরকানা ইনিংস যেমন থাকছে, ঠিক তেমনই থাকছে পার্থিব পটেলের বিতর্কিত আউট এবং হটস্পট নিয়ে নয়া বিতর্ক। অ্যান্ডারসনের বলে পার্থিব উইকেটকিপারের হাতে ধরা পড়েন। আম্পায়ার তাঁকে আউট দেন। পার্থিব কিছু সময় দাঁড়িয়ে নন স্ট্রাইকার রাহানের সঙ্গে কথা বলে বেরিয়ে যান। টিভি রিপ্লেতে আওয়াজ স্পষ্ট শোনা গিয়েছে ব্যাটে লাগার, কিন্তু ‘হটস্পট’ বল ব্যাটে লাগার কাঙ্খিত চিহ্ন দেখাতে পারেনি। তখনই রবি শাস্ত্রী প্রশ্ন তোলেন, পরিষ্কার আউট, কিন্তু হটস্পট দেখাতে পারল না। তা হলে প্রযুক্তি রাখার কী দরকার? অভিযোগ, হটস্পট ১০০ শতাংশ নির্ভুল নয়।
তিন নম্বরে নেমে ফর্মে থাকা দ্রাবিড় ৩১ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে দেন। কিন্তু সোয়ানের বলে তুলে মারতে গিয়ে শর্ট মিড উইকেটে অ্যান্ডারসেনর হাতে ধরা পড়েন দ্রাবিড়। দেশ থেকে ইংল্যান্ডে উড়ে গিয়েই প্রথম দলে মনোজ তিওয়ারি। কিন্তু মনোজের দুর্ভাগ্য, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেন মাত্র সোয়া দু’ওভার আগে। অবদান ৭ বলে ১১। চারে নামা বিরাট কোহলি (৯) রান পাননি। পাঁচ নম্বরে নেমে সুরেশ রায়না যথারীতি খুব দ্রুত চালিয়ে করেন ১৯ বলে ৪০। টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ হলে কী হবে, রায়না দেখাচ্ছেন, ওয়ান ডে-তে কেন তাঁকে টিমের দরকার। একেবারে শেষ দিকে নেমে প্রতি বলে চালানো ছাড়া ধোনির (৬) কিছু করার ছিল না। ২৩ ওভারে ভারতের স্কোর ১৮৭-৮ রানে পৌঁছনোর পিছনে রয়েছেন রাহানে-রায়না। জবাবে রান তাড়া করতে নেমে ৭ ওভারে ৭৫-১ করেছে ইংল্যান্ড। সাউদাম্পটনে সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। একটা সময় মনে হয়েছিল ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে হবে। শেষ পর্যন্ত ঠিক হয়, ম্যাচ হবে ২৩ ওভারের। এ দিকে, কাঁধের চোটের জন্য ইয়ন মর্গ্যান সিরিজ থেকেই বাইরে চলে গেলেন। |