কলকাতার পরে ঢাকাতেও মাতিয়ে দিলেন লিও মেসি। নাইজিরিয়াকে ৩-১ গোলে হারানোর পথে মেসি দুটো গোল তৈরি করে দিলেন ইগুয়াইন ও দি’মারিয়াকে। এর মধ্যে দি’মারিয়ার গোলের পাসটি অসাধারণ। ডান দিক থেকে দৌড় শুরু করে চার-পাঁচ জনকে কাটিয়ে তিনি শট নিলে গোলকিপার আংশিক প্রতিহত করেন। দি’মারিয়া তার সদ্ব্যবহার করেন। প্রথমার্ধে মেসি দারুণ খেললেও বিরতির পরে তাঁকে কিছুটা ম্লান দেখাল। নাইজিরিয়া বিরতির শুরুতেই ১-২ করে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলল। গোলটি করেন ওবাসি। বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল পুরো ভর্তি। নাইজিরিয়ানরা প্রচণ্ড কড়া নজরে রাখেন মেসিকে। ফাউল করে আটকানোর চেষ্টা করেন। একবার নাকের নীচে ফেটে যায় মেসির। নাকের নীচে ব্যান্ডেজ লাগাতে হয়। তাতেও দমে যাননি মেসি। ১-২ করার পরে নাইজিরিয়া খুব ভাল চাপ রেখেছিল। কিন্তু প্রতিআক্রমণে রিয়াল মাদ্রিদের সতীর্থ দি’মারিয়ার পাস থেকে দ্বিতীয় গোল করে ম্যাচ শেষ করে দেন ইগুয়াইন।
|
রোনাল্ডিনহো ফিরলেন। এবং ব্রাজিলকে আবার কিছুটা চেনা লাগল। এমনিতে দশ জনের ঘানা দলকে হারাতে বেশ কষ্ট করতে হল ব্রাজিলকে। ১-০ জয়ে ব্রাজিলের বড় লাভ, রোনাল্ডিনহোর আবার ঝলসে ওঠা। ঘানাইয়ান কিপার না বাঁচালে দুটি দুর্দান্ত গোল করতে পারতেন রোনাল্ডিনহো। মাঝে মাঝেই পুরনো ঝলক দেখিয়েছেন তিনি। গোল না পেলেও রোনাল্ডিনহোর পারফরম্যান্সে খুব খুশি ব্রাজিলিয়ান কোচ মানো মেনেজেস। তিনি আর্জেন্তিনার বিরুদ্ধে ব্রাজিলের দুটি প্রদর্শনী ম্যাচে রোনাল্ডিনহোকে দলে ডেকেছেন। ফলে এ মাসে রিকেলমে এবং ভেরনের বিরুদ্ধে রোনাল্ডিনহোকে খেলতে দেখা যাবে। “ও খুব ভাল খেলেছে। ওকে আমাদের টিমে খুব দরকার। আন্তর্জাতিক ফুটবলের গতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েছে ও। কিন্তু বেশ ভাল লাগল।” বলেছেন মেনেজেস। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো। বিরতির ঠিক এক মিনিট আগে। তবে দিনের সেরা ছিলেন নেইমার। তাঁকে আটকাতে ঘানাইয়ানরা সমস্যায় পড়েছেন। ব্রাজিলের পক্ষে চিন্তার ব্যাপার, গান্সো দশ মিনিটেই চোট পেয়ে বেরিয়ে যান। তবে ঘানার স্টপার ওপারে লালকার্ড দেখে বেরিয়ে যাওয়ায় রোনাল্ডিনহোদের বাড়তি সুবিধে হয়ে গিয়েছিল।
|
আর্জেন্তিনা বনাম নাইজিরিয়া ম্যাচের আগে রিভলভার রাখার দায়ে গ্রেফতার হলেন নাইজিরিয়ান প্রাক্তন বিশ্বকাপার এমেকা এজুগো। এ নিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলল নাটক। পুলিশ তাঁকে রিভলভার সমেত ধরার পরে এমেকা বলেন, তিনি এই রিভলভার পেয়েছেন বাংলাদেশের প্রাক্তন তারকা কাইসার হামিদের কাছে। বাংলাদেশ ফেডারেশন দফতরে। এমেকাকে নিয়ে রাতেই কাইসারকে ধরে আনে পুলিশ। তার পরে কয়েক দফা জিজ্ঞাসাবাদ চলে। কাইসারের রিভলভারের লাইসেন্স ছিল। তবু কেন সেটা এমেকার কাছে রাখা হল, এই প্রশ্ন উঠেছে। তবে মঙ্গলবার দুপুরের পরে এমেকা ও কাইসারকে ছেড়ে দেওয়া হল মুচলেকা দিয়ে। এমেকা ঢাকায় কয়েক বছর খেলেছেন। কলকাতাতেও খেলেছেন বড় ক্লাবে। কাইসারও খেলেছিলেন কলকাতায়।
|
প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা সক্রেটিস আবার গুরুতর অসুস্থ। তাঁকে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ক’দিন আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।
|
• প্রয়াত ক্রিকেটার রথীন মিত্রের স্মরণ সভা আজ, বুধবার। ক্রীড়া সাংবাদিক তাঁবুতে, বিকেল ৫-০০টায়।
• অনূর্ধ্ব ১৯ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বীরভূম জেলা দল ও কোচবিহার জেলা দল মুখোমুখি হয়। জলপাইগুড়ি স্টেডিয়ামে খেলা হচ্ছে। জলপাইগুড়ি বিভাগে বীরভূম ছাড়া, নদিয়া, মালদহ, দার্জিলিং, বর্ধমান, উত্তরদিনাজপুর প্রভৃতি দল যোগ দিয়েছে। |