এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে সবাইকে চমকে গ্রুপে ভারতের শীর্ষে উঠে আসার দিনই আন্তর্জাতিক হকি সংস্থা (এফ আই এইচ) ভারতের মাটি থেকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট সরিয়ে নিল। হকি ইন্ডিয়া এবং ভারতীয় হকি ফেডারেশনদু’টি জাতীয় হকি সংস্থা গোষ্ঠীর মধ্যে দীর্ঘ দিনের গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে আগামী ৩-১১ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করার ঝুঁকি নিচ্ছে না এফ আই এইচ। ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে তারা কোথায় দেবে সেটা আগামী সপ্তাহে জানা যাবে। উদ্যোক্তা হতে না পারায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলা হল না।
এহেন ধাক্কা অবশ্য ভারতীয় হকি কিছুটা হলেও সামলে নেয় কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের প্রথম ৮ মিনিটের মেধ্যে তিন গোল এবং প্রথম আধ ঘণ্টার মধ্যে ৪-০ এগিয়ে থেকে। কোরীয়রা প্রথমার্ধে ২-৪ করলেও দ্বিতীয়ার্ধে ভারতীয় গোলকিপার ভরত ছেত্রীর কয়েকটা দুর্দান্ত সেভের সৌজন্যে হার এড়াতে পারেনি। ভারতের গোলগুলি করেন রুপিন্দর সিংহ, গুরবিন্দর সিংহ চান্ডি, এস ভি সুনীল, রাজপাল সিংহ ও যুবরাজ বাল্মিকী। ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে ভারত এখন গ্রুপে সবার আগে। তাদের পরের ম্যাচ বুধবার মালয়েশিয়ার বিরুদ্ধে। জাপানও এ দিন চমকে দিয়েছে এশিয়াড চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে। ভারতীয় দলের নতুন অস্ট্রেলীয় কোচ মাইকেল নবস তাঁর তরুণ ছেলেদের অসাধারণ গতি ও স্কিলের প্রদর্শনে খুশি হলেও পাশাপাশি হতাশও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হাইপ্রোফাইল টুর্নামেন্টের আয়োজন ভারতের হাতছাড়া হওয়ায়। “যে গতি, শক্তি আর গোলের সুযোগ কাজে লাগানোর দক্ষতা দরকার এই মুহূর্তে বিশ্ব হকিতে নিজের রাজত্ব কায়েম করার জন্য, ভারতীয়রা এই ম্যাচে ঠিক সেটাই দেখিয়ে জিতেছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হারানোয় ভারতের পক্ষে অলিম্পিকের ঠিক আগে বিশ্বের সেরা দেশগুলোর বিরুদ্ধে খেলার সুযোগও চলে গেল। এটা ভারতীয় হকির পক্ষে ভাল নয়,” বলেছেন তিনি। |