উইম্বলডনে হারের পর এ বছর ফের গ্র্যান্ডস্লামে রজার ফেডেরার মুখোমুখি জো উইলফ্রেড সঙ্গার। আর এর মাঝে টরন্টোয় রজার্স কাপ মাস্টার্স সিরিজেও এই ফরাসির হাতে বধ হয়েছেন ১৬ গ্র্যান্ডস্লাম খেতাবের বিশ্বরেকর্ডধারী ফেডেরার। সঙ্গার বিরুদ্ধে এ মরসুমে ০-২ পিছিয়ে থাকা ফেডেরার উইম্বলডনের মতোই যুক্তরাষ্ট্র ওপেন কোয়ার্টার ফাইনালে সামনে পড়ে গেলেন। চতুর্থ রাউন্ডে আজের্ন্তেনীয় য়ুয়ান মোনাকো-কে ৬-১, ৬-২, ৬-০ চুরমার করে। সঙ্গা বরং চতুর্থ রাউন্ডে প্রচুর লড়ে পাঁচ সেটে হারান স্থানীয় মার্কিন তারকা মার্ডি ফিশ-কে ৬-৪, ৬-৭ (৫-৭), ৩-৬, ৬-৪, ৬-২। অন্য কোয়ার্টার ফাইনালে সার্ব-যুদ্ধে মুখোমুখি নোভাক জকোভিচ ও তাঁর ডেভিসকাপার সতীর্থ জানকো টিপসারেভিচ। অবাছাই আলেকজান্দ্রা দোগোপোলোভকে বিশ্বের এক নম্বর জকোভিচ বেশ লড়েই হারালেন ৭-৬ (১৬-১৪), ৬-৪, ৬-২। এ মরসুমে ৬২ ম্যাচে জকোভিচের ৬০ নম্বর জয়। মেয়েদের এক নম্বর ওজনিয়াকি প্রি-কোয়ার্টারে এক সেট এবং দ্বিতীয় সেটেও ১-৪ পিছিয়ে থাকার পর অবিশ্বাস্য ভাবে ম্যাচে ফিরে ২০০৪ চ্যাম্পিয়ন কুজনেৎসোভাকে হারান ৬-৭ (৬-৮), ৭-৫, ৬-১। এ বার সামনে জার্মানির পেতকোভিচ। আর মার্কিনদের হৃদয়ের রানি সেরেনা উইলিয়ামস তাঁরই মতো আর এক প্রাক্তন বিশ্বসেরা আনা ইভানোভিচকে ৬-৩, ৬-৪ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বলেছেন, “এই জায়গা থেকে মনে হচ্ছে ট্রফিটা দেখতে পাচ্ছি।” সেরেনার পরের প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টে এখনও অবধি টিকে থাকা সর্বকনিষ্ঠা মেয়ে পাভলুচেঙ্কোভা। |
এ দিকে ডাবলসে শেষ আটে পৌঁছে গেলেন লিয়েন্ডার-মহেশ জুটি। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর দুর্বার গতির সামনে চাপা পড়লেন আর এক ভারতীয় সোমদেব দেববর্মন ও ফিলিপিন্সের কনরাড হুয়ে। ৪-৬, ৫-৭। লি-হেশের পরের লড়াই পোলিশ জুটি ফ্রিস্টেনবার্গ-মাটকোস্কি। তার আগেই অবশ্য মাটকোস্কি ও তাঁর সঙ্গিনী ওলগা গোভোর্তসোভাকে ৬-২, ৬-৪ হারিয়ে লিয়েন্ডার পেজ-এলিনা ভেসনিনা মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। সপ্তম বাছাই ইন্দো-রুশ জুটি শেষ চারে খেলবেন স্থানীয় মার্কিন জুটি জ্যাক সক-মেলানি ওডিনের সঙ্গে। লিয়েন্ডারের দু’টো ম্যাচই মঙ্গলবারই গভীর রাতে। |