নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা রোড |
নিয়মিত স্কুলে আসেন না প্রধান শিক্ষক। মিড ডে মিল বন্ধ। রয়েছে আরও সমস্যা। এ সবের প্রতিবাদেই প্রধান শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডের আঁধারনয়ন হাইস্কুলে। দীর্ঘ ছ’ঘন্টা ‘আটক’ থাকার পরেও প্রধান শিক্ষক আলোচনায় বসতে রাজি হননি। ছাত্র-ছাত্রীরা তখন ঘাটাল-চন্দ্রকোনা সড়ক অবরোধ করে। পুলিশ পৌঁছলে তাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়। শেষে বিডিও এসে ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুর বলেন, “যদি কোনও অনিয়ম থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।” আর প্রধান শিক্ষক অনিলকুমার ঘোষের বক্তব্য, “আমি চক্রান্তের শিকার।” অভিযোগ, টাকা ও চাল এসে পড়ে থাকলেও দীর্ঘদিন ধরেই মিড ডে মিল বন্ধ। তা ছাড়া, মাঝেমধ্যেই স্কুলে আসেন না প্রধান শিক্ষক অনিলকুমার ঘোষ। অন্য কোনও শিক্ষককে দায়িত্বও দিয়ে যান না। এর ফলে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারা যে সুযোগ সুবিধা পেয়ে থাকে, প্রধান শিক্ষক না আসায় তারা সে সব পাচ্ছে না। প্রধান শিক্ষকের স্বাক্ষর ছাড়া ফর্ম জমা দেওয়াও সম্ভব হয়নি। এ ছাড়া, টাকা এসে পড়ে থাকলেও ছাত্রীদের শৌচাগার সংস্কার এবং নতুন শৌচাগার তৈরি হয়নি। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পুষ্টি ও দর্শন নতুন দুটি বিষয় চালু হলেও কোনও শিক্ষক নিয়োগের ব্যবস্থা হয়নি। শুধু ছাত্রছাত্রী নয়, ক্ষুব্ধ স্কুলের অন্য শিক্ষকরাও।
স্কুল সূত্রের খবর, দীর্ঘদিন পর এ দিন স্কুলে আসতেই ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে তাঁর ঘরে গিয়েছিল ছাত্রছাত্রীরা। অভিযোগ, প্রধান শিক্ষক ছাত্রদের সঙ্গে কোনও আলোচনায় রাজি হননি। তার পরই তুলকালাম শুরু হয়। নিজের ঘরেই বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ‘বন্দি’ হয়ে থাকেন প্রধান শিক্ষক। ক্ষুব্ধ ছাত্ররা তাঁকে নিগ্রহ করে বলেও অভিযোগ। |