পলাতক বন্দি ধৃত খড়্গপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসে পালিয়ে গিয়েছিলেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের এক বিচারাধীন বন্দি। খড়্গপুর থেকে ধরা পড়লেন সেই রামু রায়। মোবাইল চুরির অভিযোগে মেদিনীপুর শহরের ঝর্নাডাঙার বাসিন্দা রামুকে গ্রেফতার করেছিল কোতোয়ালি থানার পুলিশ। জেল হেফাজত হয় তাঁর। অসুস্থতার জন্য তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখান থেকেই পালিয়ে যান। মঙ্গলবার দুপুরে খড়্গপুর জিআরপি খবর পায়, পলাতক এই বন্দি স্টেশন লাগোয়া বোগদায় ঘোরাফেরা করছেন। সাদা পোশাকের পুলিশ গিয়ে তাঁকে ধরে ফেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানিয়েছে, ক’দিন ধরেই স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন ওই বন্দি। সম্ভবত অন্যত্র পালানোর ছক কষছিলেন।
|
শিক্ষকদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিক্ষক দিবস উপলক্ষে স্বেচ্ছায় শ্রমদান করা শিক্ষকদের সম্মান জানাল বিদ্যাসাগর শিশু নিকেতন। বিদ্যাসাগর শিশু নিকেতনে একটি নিখরচায় কোচিংক্লাস শুরু হয়েছে। যেখানে অবসরপ্রাপ্ত সরকারী কর্মী, বধূ, পড়ুয়ারা নিখরচায় গরিব ও দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়ান। এই মহৎ কর্মকে শ্রদ্ধা জানাতেই ওই শিক্ষকদের উপহার দেওয়ার পাশাপাশি সম্মান জানানো হল মঙ্গলবার। শিক্ষকদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি এক অন্য মাত্রায় পৌঁছে যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা মেদিনীপুরের মহকুমাশাসক সুরজিৎ রায়, পরিচালন সমিতির সম্পাদক প্রবীর সরখেল, স্কুলের অধ্যক্ষা চন্দা মজুমদার। মহকুমাশাসক বলেন, “ইচ্ছে থাকলেই অবসরে অনেকেই ছাত্রছাত্রীদের সময় দিতে পারেন। তা প্রমাণ করে দিচ্ছেন কয়েক জন। তাতে গরিব ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তাই শিক্ষক দিবস উপলক্ষে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ওই শিক্ষকদের সম্মান জানানো হল।”
|
ব্যবসায়ী সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতা চেম্বার অব কমার্সের সাধারণ সভা হল মঙ্গলবার। এ দিন আমলাগোড়ার শ্যামভবনে এই সভা হয়। প্রায় ৭০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। সর্বসম্মতিতেই পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সুব্রত মহাপাত্র ও সম্পাদক তাপস চন্দ্র। সভায় স্থানীয় বিশিষ্টদের পাশাপাশি সংগঠনের জেলা নেতা রামগোপালন অগ্রবাল, আশিস চক্রবর্তীও উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন পুনর্নির্বাচিত সভাপতি সুব্রতবাবু। সেই সঙ্গে ধাদিকা ও খড়কুশমার ব্যবসায়ীরাও সংগঠনে যুক্ত হতে চেয়েছেন। সুব্রতবাবু বলেন, “ওই দু’টি এলাকার ব্যবসায়ীদেরও আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু করব।”
|
প্রতিবন্ধী পড়ুয়াদের সাহায্য |
প্রয়োজনীয় নানা সরঞ্জাম দিয়ে সাহায্য করা হল পিংলার সুরেন্দ্র প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। মোট ১৩১ জন পড়ুয়াকে হুইলচেয়ার, শ্রবণযন্ত্র ও থালা-বাটি-গ্লাস দেওয়া হয়। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকুমার মাইতি, বীরেন্দ্রনাথ মাইতি, বিবেকানন্দ প্রধান, দীপককুমার দাশগুপ্ত প্রমুখ। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। ‘জীবনবিমা সপ্তাহ’ পালন উপলক্ষে এলআইসি খড়্গপুর বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
|
‘অবিভক্ত মেদিনীপুরের লোকসংস্কৃতি ও ইতিহাস’ শীর্ষক একটি আলোচনাসভা আয়োজিত হল নারায়ণগড়ের বিদিশায়। রবিবার যৌথভাবে এর আয়োজন করেছিল বিদিশা সমাজসেবক সঙ্ঘ ও ইন্সটিটিউট অফ সোস্যাল রিসার্চ অ্যান্ড অ্যাপ্লায়েড অ্যানথ্রোপলজি। আলোচনাসভায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট গবেষক, অধ্যাপক ও ছাত্রছাত্রীরা যোগ দেন।
|
সোমবার শিক্ষক দিবস পালিত হয় খড়্গপুরের নিউ সেটেলমেন্টের আন্ধ্রা হাইস্কুলে। শিক্ষা সংসদের খড়্গপুর পশ্চিম চক্রের (প্রাথমিক) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চক্রের প্রায় ২০০ শিক্ষক-শিক্ষিকা। বক্তব্য রাখেন গৌতম সামন্ত, টি সন্নিবাবু প্রমুখ। |