টুকরো খবর |
|
শ্রীরামপুরে গোলমাল
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি করে খুনের হুমকি প্রোমোটারের এবং তার পরে পাল্টা ওই প্রোমোটারকে মারমুখী যুবকদের ঘিরে ধরা মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থূল বাধে শ্রীরামপুর স্টেশন সংলগ্ন বাজার চত্বরে। পুলিশ এসে পরিস্থিতি সামলায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের আরএমএস মাঠ লাগোয়া এন এস অ্যাভিনিউতে ওই প্রোমোটারের সাদা গাড়ি দাঁড় করানো ছিল। সেই গাড়িতে হাত দেন এক স্থানীয় ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ‘অপরাধে’ ওই প্রোমোটারের শাগরেদরা ওই ব্যবসায়ীকে চড়-লাথি মারেন। অভিযোগ, প্রোমোটার গুলি করে দেওয়ার হুমকি দেন ব্যবসায়ীকে। ওই ব্যবসায়ী ঘাবড়ে গিয়ে সরে যান। কিন্তু বিষয়টি জানাজানি হতেই শীলবাগান এলাকা থেকে বেশ কিছু যুবক এসে ওই বাজারে এসে প্রোমোটারকে দেখে তাড়া করেন। ভয়ে ছোটাছুটি আরম্ভ করে দেন পুজোর বাজার করতে আসা মানুষজন। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন তৃণমূল নেতা কোনওক্রমে মারধরের হাত থেকে বাঁচান ওই প্রমোটারকে। পুলিশ এসে লাঠি উঁচিয়ে যুবকদের সরিয়ে দেয়। |
বাড়ি ভেঙে জখম ৪ উলুবেড়িয়ার গ্রামে
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
মঙ্গলবার উলুবেড়িয়ার বাণীবন গ্রামে টালির ছাউনি দেওয়া একটি ছিটেবেড়ার বাড়ি ভেঙে চার ভাই-বোন চাপা পড়ে। তাদের মধ্যে এক জন আহত হয়। তাকে বাণীবন উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরজাহান বেগম নামে এক মহিলা তাঁর দুই মেয়ে এবং দুই ছেলেকে নিয়ে ছিটেবেড়ার বাড়িটিতে বাস করতেন। তাঁর স্বামী কর্মসূত্রে দিল্লিতে থাকেন। কয়েকদিন বৃষ্টি হওয়ায় বাড়িটি জীর্ণ হয়ে পড়ে। মঙ্গলবারেও সকাল থেকে এই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বেলা ১১টা নাগাদ হুড়মুড় করে বাড়িটি ভেঙে পড়ে। নুরজাহান বিবি সেই সময়ে বাড়ির উঠানে কাজ করছিলেন। কিন্তু তাঁর ছেলেমেয়েরা ছিল বাড়ির ভিতরে। তারা সকলে চাপা পড়ে। নুরজাহানের চিৎকার শুনে গ্রামবাসীরা এসে সকলকে উদ্ধার করেন। তিন জন সুস্থ থাকলেও রিঙ্কি খাতুন নামে নুরজাহানের এক মেয়েকে উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। উলুবেড়িয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুর রহমান বলেন, “পরিবারটি খুবই গরিব। বাড়ি ভেঙে পড়ায় তাঁরা বিপাকে পড়েছেন। বাড়ি তৈরির জন্য তাঁদের কোনওরকম সাহায্য করা যায় কি না তা বিবেচেনা করতে জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।”
|
আক্রান্ত সিপিএম নেতা-সহ ৭ জন
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
তিনটি বিচ্ছিন্ন ঘটনায় সোমবার রাতে গোঘাট এবং খানাকুলে আক্রান্ত হলেন সিপিএমের এক নেতা-সহ ৭ জন। প্রতিটি ক্ষেত্রেই হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাজারে ফেলে তৃণমূল কর্মী-সমর্থকেরা গোঘাটের ফলুই গ্রামের বাসিন্দা, সিপিএম নেতা তিনকড়ি হাদকে লাঠিপেটা করে বলে অভিযোগ। পুলিশ গেলে হামলাকারীরা পালায়। গ্রাম কমিটির সভাপতি তিনকড়িবাবুকে গুরুতর আহত অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনকড়িবাবুর অভিযোগ, “বাড়িতে আগ্নেয়াস্ত্র আছে কিনা, জানতে চায় তৃণমূলের ছেলেরা। না বলতেই মারধর শুরু করে। আমার বিরুদ্ধে নানা কাল্পনিক অভিযোগও তোলে। পুলিশকে জানালে খুনের হুমকি দেয়।” মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তিনি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূল অবশ্য হামলার অভিযোগ মানেনি। অন্য দিকে, খানাকুলের ঠাকুরানিচক অঞ্চলের বারাসত এবং দুয়াদণ্ড গ্রামে ৬ সিপিএম কর্মীর বাড়িতে ভাঙচুর এবং লুঠপাটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই সিপিএম কর্মীদের কিল-চড়ও মারা হয় বলে অভিযোগ। সিপিএমের খানাকুল জোনাল কমিটির সদস্য ভজহরি ভুঁইয়া বলেন, “তৃণমূল সীমাহীন সন্ত্রাস শুরু করেছে। এ সব বেশি দিন মানুষ সহ্য করবেন না।” হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের নেতা শৈলেন সিংহ বলেন, “হামলার ঘটনায় আমাদের কেউ জড়িত নন। সিপিএম যে সব সমাজবিরোধীদের প্রশ্রয় দিয়েছে, তারাই অশান্তি করছে।” এই ঘটনাগুলিরও তদন্ত শুরু করেছে পুলিশ।
|
বিদ্যুৎহীন খানাকুলের গ্রাম
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
টানা পাঁচ দিন বিদ্যুৎহীন অবস্থায় কাটাচ্ছে হুগলির খানাকুলের মইখণ্ড গ্রাম। ট্রান্সফর্মার সারাতে ‘দেরি’ হওয়ায় তৃণমূল সমর্থকদের হাতে মার খেয়ে কাজে আসছেন না বিদ্যুৎ বণ্টন কোম্পানির ঠিকাকর্মীরা। তার ফলেই এই অবস্থা। প্রশাসন সূত্রের খবর, গত ১ সেপ্টেম্বর রাতে ওই গ্রামের ট্রান্সফর্মার বিকল হয়ে যায়। কিন্তু সে দিন ঠিকাকর্মীরা তা সারাতে পারেননি। পরের দিন বিকেলে ঠিকাকর্মীরা সেখানে যেতেই তৃণমূলের লোকজন তাঁদের মারধর করে বলে অভিযোগ। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক। বিদ্যুৎ বণ্টন কোম্পানির আরামবাগের ডিভিশনাল ম্যানেজার চন্দন মণ্ডল বলেন, “ওই গ্রামে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না কর্মীরা। বুধবার পুলিশ নিয়ে গিয়ে বিকল ট্রান্সফর্মার সারানোর চেষ্টা হবে।”
|
ডাকাতির অভিযোগ চণ্ডীতলার গ্রামে
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
গেটের তালা ভেঙে ঘরে ঢুকে হাত বেঁধে দুষ্কৃতীরা সোনার গয়না এবং নগদ টাকা হাতিয়ে নিয়ে গিয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হুগলির চণ্ডীতলার জঙ্গলপাড়ায়। সন্ধ্যা বাগ নামে ওই বধূ জানান, সোমবার রাতে তিনি বাড়িতে বসে টিভি দেখছিলেন। স্বামী কার্তিকবাবু স্থানীয় বাজারে গিয়েছিলেন। সন্ধ্যাদেবীর অভিযোগ, রাত ৯টা নাগাদ ৪-৫ জন দুষ্কৃতী গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। দুষ্কৃতীরা মুখোশ পড়ে ছিল। তারা খাটের পায়ায় হাত বেধে দেয় সন্ধ্যাদেবীর। এর পরে একটি আলমারি থেকে কয়েক ভরি সোনার গয়না এবং অন্য একটি আলমারি থেকে নগদ বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এর পরে স্বামীকে ফোনে ঘটনার কথা জানান ওই বধূ। খবর দেওয়া হয় থানায়। রাতেই ঘটনার তদন্তে আসেন হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) অমিতাভ বর্মা, শ্রীরামপুরের এসডিপিও রাজনারায়ণ মুখোপাধ্যায়। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, দুষ্কৃতীরা তালা ভেঙে ঢুকেছে বলে সন্ধ্যাদেবী দাবি করলেও কোনও ভাঙা তালার অস্তিত্ব পাওয়া যায়নি। তা ছাড়া, অভিযোগকারীদের বক্তব্যেও অসঙ্গতি রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল) বলেন, “ওই বাড়িতে আদৌ ডাকাতি হয়েছে, না কি ঘটনাটি সাজানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ মনে করছে, ওই বাড়িতে ‘কিছু’ ঘটে থাকলেও এর পিছনে পরিচিতদেরই হাত রয়েছে।
|
স্কুলের দু’শো বছর
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
হুগলি কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উপলক্ষে সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিদ্যালয়ের সামনে থেকে ওই শোভাযাত্রা আরম্ভ হয়। ছাত্রদের পাশাপাশি অভিভাবকেরাও তাতে সামিল হন। চুঁচুড়া শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়। বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ২০০ বছর পূর্তিতে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চুঁচুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠান হবে।
|
শিক্ষক দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • আমতা |
সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে দু’দিন ধরে শিক্ষক দিবস পালন করল আমতার খোড়প উচ্চ বিদ্যালয়। ছাত্র-ছাত্রীরা বসে আঁকো, ক্যুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ ছাড়া ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। প্রকৃতি সচেতনতার লক্ষে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং গ্রামবাসীদের সমন্বয়ে শোভাযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করে। |
|