|
|
|
|
কাল ফের কোচবিহার উড়ান চালানোর চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও কোচবিহার |
বিমান থেকে নামার পরে যাত্রীদের লাউঞ্জে নিয়ে যাওয়ার বাস নেই। সেই কারণে চলতি সপ্তাহে কোচবিহার-কলকাতা উড়ান চলাচলে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। যারা ওই উড়ান চালায়, সেই বেসরকারি সংস্থা নর্থ-ইস্ট শাটলের রিজার্ভেশন ম্যানেজার রোশন কুমার সোমবার রাতে কোচবিহারে সাংবাদিক বৈঠক ডেকে এ কথা জানান। কাল, বৃহস্পতিবার উড়ান চালানোর জন্য সব দিক থেকে চেষ্টা চালানো হচ্ছে।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, মঙ্গলবার যে উড়ান স্থগিত রাখা হবে, আগে থেকেই তা জানা ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ‘ছুটির দিন’। বৃহস্পতিবারের জন্য কোচবিহার-কলকাতা এবং কলকাতা-কোচবিহারের বেশ কয়েকটি টিকিট বিক্রি হয়েছে। ফলে বাস না-থাকলেও কাল, বৃহস্পতিবার ওই উড়ান যাতে চলে, সেই জন্য প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার ওই উড়ান আদৌ চলবে কি না, মঙ্গলবার মহাকরণ থেকেও বারবার ফোন করে তা জানতে চাওয়া হয়।
রোশন কুমার জানান, কলকাতা বিমানবন্দরে যাত্রীরা নামার পরে তাঁদের লাউঞ্জে পৌঁছে দেওয়ার বাস পেতে কয়েক দিন লাগবে। আগামী সোমবার থেকে সপ্তাহে পাঁচ দিন উড়ান চালু হবে। ৫ সেপ্টেম্বর অর্থাৎ গত সোমবার কলকাতা-কোচবিহার উড়ান চালু করেছে নর্থ-ইস্ট শাটল। আর সেই রাতেই চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে উড়ান অনিশ্চিত হয়ে পড়ায় কোচবিহারের বাসিন্দারা হতাশ।
বাসের সমস্যা হল কেন?
বিমানবন্দর-কর্তৃপক্ষের পূর্বাঞ্চলের অধিকর্তা গৌতম মুখোপাধ্যায় জানান, নর্থ-ইস্ট শাটল-কর্তাদের কাছে খোঁজ নিয়ে জানা গিয়েছে, চেন্নাই থেকে আনার পথে যাত্রী-বাস দুর্ঘটনায় পড়ে। নতুন বাস আনতে সময় লাগবে। তিনিও বলেন, “বৃহস্পতিবার যাতে উড়ান চলে, সেই চেষ্টা চলছে। আগামী সোমবার থেকে নিয়মিত উড়ান চলবে বলে আশা করছি।”
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, সোমবার কোচবিহার থেকে যাত্রী নিয়ে কলকাতায় পৌঁছনোর পরেই বাসের সমস্যাটি সকলের নজরে পড়ে। বিল্ডিং থেকে অনেকটা দূরে বিমান থেকে নামার পরে যাত্রীদের বেশ কিছু ক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হয়। পরে ছোট গাড়িতে তাঁদের পৌঁছে দেওয়া হয় লাউঞ্জে। তার পরে টিকিট বিক্রি না-হওয়ায় মঙ্গলবার উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিমান পরিবহণ সংস্থার টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত এজেন্সির কর্তা প্রসূন বর্মন বলেন, “পরিকাঠামো তৈরি থেকে বুকিং নিয়ে প্রচারের জন্যও কিছুটা সময় দরকার। সে-সব ভেবেই কর্তৃপক্ষ উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারেন। তবে আগামী সোমবার থেকে নিয়মিত উড়ান চালু হবে বলে আশা করছি।” |
|
|
|
|
|