|
|
|
|
উপকূল বাঁচাতে হবে স্থানীয়দেরই, মত মন্ত্রীর |
সুব্রত গুহ • দিঘা |
উপকূল অঞ্চলের জীবন-জ়ীবিকা রক্ষা, পরিবেশ দূষণ রোধ, পরিবেশ বান্ধব পযর্টন পরিকাঠামো ও প্রকল্প রূপায়ণের জন্য দরকার জন-সচেতনতা। রাজ্যের সৈকত শহর দিঘা থেকেই শুরু হল সেই প্রয়াস। উপকূলবাসীর সচেতনতা বাড়াতে মঙ্গলবার একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হল সেখানে। জুওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সংহত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা প্রকল্প ও বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তাতেই এই কর্মশালার আয়োজন। দিঘার মেরিন অ্যাকোয়ারিয়াম ও রিসার্চ সেন্টারে ৭ দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। উদ্বোধন অনুষ্ঠানে দিঘাকে রক্ষা করতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আবেদন জানিয়ে মন্ত্রী বলেন, “দিঘা সারা রাজ্যের মানুষের হলেও তা রক্ষার দায়িত্ব দিঘার উপকূলবাসীদেরই নিতে হবে।” উপকূল এলাকার পরিবেশ রক্ষায় তাঁর দফতর ‘গ্রিন পুলিশ’ পুলিশ মোতায়েন করবে বলেও জানিয়েছেন মন্ত্রী। |
|
প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারের। নিজস্ব চিত্র। |
সেই সঙ্গে তাঁর সংযোজন, “রাজ্য সরকার রাজ্যের সব ধরনের জলাভূমি রক্ষায় সচেষ্ট। কোনও ভাবেই কোনও প্রকার জলাশয়ের পরিবতর্ন বা জলাশয় ভরাট রাজ্য সরকার বরদাস্ত করবে না।”
দিঘাকে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় করতে তুলতে তৎপর হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর ইচ্ছে দিঘা হবে এ রাজ্যের গোয়া। এ দিন মমতার সেই উদ্যোগের প্রশংসা করতে ভোলেননি পরিবেশমন্ত্রী। সেই সঙ্গে দুষেছেন প্রাক্তন শাসকদলকে। সুদর্শনবাবুর মতে, “দিঘার মতো একটি সম্পদকে বাম সরকার অবহেলা করেছে। অথচ রেলমন্ত্রী হয়েই দিঘাকে
রেল মানচিত্রে এনে প্রাপ্য মর্যাদা দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।”
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জুওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশক কৃষ্ণমূর্তি। তিনি বলেন, “এই প্রশিক্ষিণ শিবির বা কর্মশালার মূল উদ্দেশ্য সামুদ্রিক ও উপকূলীয় জৈব সম্পদ সম্পর্কে সম্যক ধারণা সৃষ্টি করা ও সামগ্রিক পরিবেশকে বজায় রেখে এবং ক্রমহ্রাসমান জৈব সম্পদের সংরক্ষণ ও সুষ্ঠ আহরণ বন্টনের মাধ্যমে সহনশীল ক্রমবিকাশকে নিশ্চিত করা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত নির্দেশক অশোককান্তি সান্যাল, প্রাক্তন নির্দেশক আশিস কুমার ঘোষ, ও সুসংহত উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা প্রকল্পের পরিকল্পনা নির্দেশক অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ধন্যবাদ জানান ‘দিঘা মেরিন অ্যাকোয়ারিয়াম ও রিসার্চ সেন্টার’-এর আধিকারিক প্রসন্ন ইয়েন্নাওয়ার। কর্মশালা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|