সেনসেক্স বাড়ল ১৪৯ পয়েন্ট |
সেনসেক্স বেড়েছে ১৪৯.৪৮ পয়েন্ট। কিন্তু সার্বিক ভাবে বাড়েনি বাজার। প্রধানত দুটি সংস্থার শেয়ার দর বাড়াতেই উঠেছে সূচক। মঙ্গলবার বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ১৬,৮৬২.৮১ অঙ্কে। এ দিকে ওএনজিসি এই পর্যায়ে তার ২৫০ কোটি ডলারের শেয়ার ইস্যুর জন্য বাজার নিয়ন্ত্রক সেবি-র কাছে প্রসপেক্টাস দাখিল করেছে। ২০ সেপ্টেম্বর ওই শেয়ার বাজারে আসার কথা।
যে দুটি সংস্থার শেয়ার দর বৃদ্ধি এ দিন সূচককে ঠেলে তুলেছে, সেগুলি হল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ এবং ইনফোসিস। পিটিআই জানাচ্ছে, এই দিন সেনসেক্সের যে ১৪৯.৮১ অঙ্ক উত্থান হয়েছে, তার মধ্যে শুধু রিলায়্যান্সের দাম বাড়ার ফলেই সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট। সেনসেক্সের অন্তর্গত ৩০টি শেয়ারের মধ্যে রিলায়্যান্স এবং ইনফোসিসের গুরুত্বই ২০ শতাংশ।
এ দিকে রিজার্ভ ব্যাঙ্কের কাছে বাণিজ্যিক ব্যাঙ্কের নগদ জমার অনুপাত বা সিআরআর এবং বন্ড জমার অনুপাত এসএলআর ধাপে ধাপে নামিয়ে আনার পক্ষপাতী রিজার্ভ ব্যঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও বলেছেন, দু’টি হারই এখন যথেষ্ট চড়া।
|
ফাঁস উইকিলিকসে: খনি বাঁচাতে মাওবাদীদের অর্থ দেয় এসার গোষ্ঠী |
ছত্তীসগঢ়ে খনি এবং ইস্পাত প্রকল্প সুরক্ষিত রাখতে নিয়মিত মাওবাদীদের টাকা দেয় এসার গোষ্ঠী। এমনই কথা প্রকাশ করা হয়েছে উইকিলিকস কেব্ল বার্তায়। সংস্থার এক প্রতিনিধি মুম্বইয়ে মার্কিন কনসাল জেনারেলের দফতরে ২০১০-এর ১১ জানুয়ারি তা কবুল করেন বলে উইকিলিকসের দাবি। সেই তথ্যই তারা ফাঁস করেছে। পুরো ঘটনাটাই অবশ্য ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রুইয়া পরিচালিত সংস্থা এসার। তাদের মতে, এর উত্তর দেওয়ারও কোনও প্রয়োজন নেই। এই বার্তা অনুযায়ী, ছত্তীসগঢ় এবং তার সংলগ্ন এলাকায় যাতে সংস্থার খনির কোনও ক্ষতি না-হয়, নিরাপত্তা অটুট থাকে, এবং মাওবাদীরা সংস্থার কাজে হস্তক্ষেপ না করে, তার জন্যই নিয়মিত তাদের এই টাকা দেয় এসার।
|