কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন যুবকেরা
র দুপুরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল টাকা। সেই টাকা তুলে নিয়ে গিয়েছিলেন বৈদ্যুতিন সরঞ্জামের এক মেকানিক। স্থানীয় হস্তশিল্পীরাও অল্পসল্প টাকা কুড়িয়ে পেয়েছিলেন। তাঁদের সততার জন্যই হারিয়ে যাওয়া মোট ১৪ হাজার টাকা ফিরে পেলেন শান্তিনিকেতনের শ্যামবাটির বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সত্যরঞ্জন চক্রবর্তী। শুক্রবার দুপুরে সাইকেল চালিয়ে শান্তিনিকেতনের শ্যামবাটিতে নিজের দোকানে যাচ্ছিলেন বৈদ্যুতিন সরঞ্জামের মেকানিক স্থানীয় বাঁধনবগ্রামের বাসিন্দা মিহির ঘোষ। তাঁর কথায়, “শান্তিনিকতনের স্টেটব্যাঙ্ক মোড়ে রাস্তার উপর ১০০০ ও ৫০০ টাকার কয়েকটা নোট পড়ে ছিল। প্রথমে বিশ্বাস হয়নি। তারপর টাকাগুলো তুলে নিই। ১২ হাজার টাকা ছিল। সঙ্গে সঙ্গে ঠিক করি, যার টাকা, তাঁকেই ফেরত দেব। তাই, টাকার মালিকের সন্ধান করার জন্য স্থানীয় চা বিক্রেতা বুবাই হাজরার কাছে টাকাগুলো জমা রাখি।” বুবাই বলেন, “টাকার মালিকের সন্ধান করতে পরিচিতজনদের ঘটনার কথা জানাই। এলাকার হস্তশিল্পী তপন বাগদি, প্রদীপ পাল, সুবীর হাজরা ও পথচারী শেখ সেলিমরা জানান, সেদিন ওই রাস্তায় তাঁরাও কিছু টাকা কুড়িয়ে পেয়েছেন। তাঁদের কাছ থেকে আরও ২০০০ টাকা পাই।”
এই ভাবে টাকা পাওয়ার খবর এলাকায় চাউর হয়। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় বুবাইয়ের দোকানে হাজির হন সত্যরঞ্জনবাবু। মিহির ঘোষ ও বাকি চার জন সেখানে এসে তাঁর হাতে কুড়িয়ে পাওয়া ১৪ হাজার টাকা তুলে দেন। সত্যরঞ্জনবাবু জানান, মায়ের বাৎসরিক কাজের জন্য বাজার করতে ওই টাকা নিয়ে বেরিয়েছিলেন। প্যান্টের পকেটে টাকা রেখেছিলেন। স্টেটব্যাঙ্ক মোড়ের কাছে তাঁর খেয়াল হয়, পকেট থেকে টাকা পড়ে গিয়েছে। হারিয়ে যাওয়া সেই টাকা ফেরত পেয়ে তাঁর প্রতিক্রিয়া, “আশাই ছিলনা টাকা ফেরত পাব। এখনও সমাজে এঁদের মতো কিছু ভালো মানুষ আছেন বলেনই- টাকা ফেরত পেলাম। প্রার্থনা করি ওঁদের ভালো হোক।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.