নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
‘বহিষ্কৃত’ তৃণমূলের এক নেতার বাড়িতে সোমবার রাতে কে বা কারা বোমাবাজি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত সাড়ে ১১টা নাগাদ বোমায় লাভপুরের বাকুল গ্রামের বাসিন্দা তথা তৃণমূলের ‘প্রাক্তন’ জেলা সম্পাদক দেবাশিস ওঝার বাড়ির বারান্দা, ধানের গোলা, গোয়ালঘরের টিনের চালের একাংশ উড়ে গিয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমনটা হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।
দল সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে লাভপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী পদের অন্যতম দাবিদার ছিলেন দেবাশিসবাবু। কিন্তু প্রার্থী হন ২০০৮ সালে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দেওয়া মণিরুল ইসলাম। এর পরেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হয়। |
বোমায় উড়ে গিয়েছে টিন। ছবি: সোমনাথ মুস্তাফি। |
আমোদপুরের একটি সমাবেশে দলবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে দেবাশিসবাবু-সহ কয়েক জনকে দল থেকে ‘বহিষ্কার’ বলে ঘোষণা করেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার পরে লাভপুরের ফুল্লরা মন্দির এলাকায় সমাবেশ হয় দেবাশিসবাবুর সমর্থনে। লাভপুর বাসস্ট্যান্ডে দলের মূল কার্যালয় দখল নেন ওই ‘বহিষ্কৃত’ নেতার অনুগামীরা।
যদিও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নয়। বিজেপির হয়ে ভোট করার জন্য দেবাশিস ওঝাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসলে প্রচার পাওয়ার জন্য দেবাশিসবাবু নিজেই বোমাবাজির নাটক করছেন।” অন্য দিকে, দেবাশিসবাবুর দাবি, “দল থেকে বহিষ্কারের কথা আমার জানা নেই। আমি বরাবরই নিষ্ঠাসহকারে দলের হয়ে কাজ করি। দলের ক্ষতি করতে দুষ্কৃতীরা আমার বাড়িতে বোমাবাজি করেছে।” পুলিশ জানায়, কে বা কারা কী কারণে বোমাবাজি করেছে তার তদন্ত চলছে। |