আঞ্চলিক পরিবহণ সহ-আধিকারিকের কার্যালয় চালু হচ্ছে কালনা মহকুমায়। গাড়ি পরীক্ষা, লাইসেন্স দেওয়া, লাইসেন্স নবীকরণ সংক্রান্ত এই দফতরটি বর্ধমান সদরে থাকায় এই মহকুমার বাসিন্দাদের অনেকটা পথ অতিক্রম করে সেখানে যেতে হত। এমনকী গাড়ি নিয়ে মহকুমায় কোনও অভিযান চালানো হলেও বর্ধমান সদর থেকে আধিকারিকদের পৌঁছতে হত। মঙ্গলবার কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “এই বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছেন জেলাশাসক। আপাতত কার্যালয়টি করা হবে কালনা শহর লাগোয়া আরএমসি মাঠে। মহকুমাশাসকের দাবি, “দফতরটি মহকুমা প্রশাসনের সঙ্গে জড়িত। এটি চালু হলে হয়রানি কমবে কালনা মহকুমার মানুষের।”
|
কয়লা বোঝাই দু’টি ট্রাক আটক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কয়লা বোঝাই দু’টি ট্রাক আটক করেন কয়েক জন ব্যক্তি। সোমবার রাতে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। তাঁদের দাবি ছিল, ওই দু’টি ট্রাকে অবৈধ কয়লা পাচার করা হচ্ছে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালকদের কাছে প্রয়োজনীয় কাগজ দেখতে চায়। কাগজপত্র দেখে পুলিশ জানতে পারে সেগুলি ইসিএলের বৈধ কয়লা। ঝাড়গ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। পরে ট্রাক দু’টি ছেড়ে দেওয়া হয়।
|
শিক্ষিকার অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক স্কুল শিক্ষিকার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সোনালী ধারা (২২)। বাড়ি রায়না থানার জামাদ গ্রামে। তিনি খণ্ডঘোষের শাঁকারী ভিট্টা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। পুলিশ ও তাঁর পারিবারিক সূত্রে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে তিনি মাথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। শেষে তা সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হয়েছেন।
|
টাকা ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ছিনতাইয়ের ঘটনা ঘটল দুর্গাপুরের মেনগেট এলাকায়। মঙ্গলবার জ্ঞানশঙ্কর তা নামে ডিএসপির এক কর্মী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে টাকা তুলে বেরোতেই মোটরবাইকে চেপে আসা কয়েক জন দুষ্কৃতী তাঁর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
|
স্কুলে আলোচনা
নিজস্ব সংবাদদাতা • কালনা |
শিক্ষক দিবস উপলক্ষে সোমবার কালনার অ্যাকমে অ্যাকাডেমি নামে একটি স্কুলে আলোচনাসভা হয়। বিষয় ছিল, ভগবানে অস্তিত্ব রয়েছে কি না। থাকলে মানব জীবনে তার প্রভাব কী? স্কুলের তরফে এ বিষয়ে বক্তব্য রাখেন সুশীল মিশ্র। |