বাগডোগরা বিমানবন্দরকে ‘গ্রেড-থ্রি’ থেকে ‘গ্রেড ফোর’ বিমানবন্দর স্তরে নামিয়ে আনার বিরোধিতা করে সিদ্ধান্ত বদলের জন্য কেন্দ্রের দ্বারস্থ হল ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন। বিমানবন্দরের পরিকাঠামো বাড়িয়ে তা আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা দাবি তোলা হয়েছে। চলতি সপ্তাহেই সংগঠনের তরফে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী ভায়লার রবিকে ফ্যাক্স করে দাবিটি জানানো হয়েছে। বিমানবন্দরের নামকরণ ‘গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক বিমানবন্দর’ করার দাবিও তোলা হয়েছে। সংগঠনের উপদেষ্টা রাজ বসু এবং সভাপতি সম্রাট সান্যাল জানান, নেপাল, ভুটান এবং বাংলাদেশ ৩টি সীমান্ত ঘেরা এই অঞ্চল। বিহার, সিকিম, অসম,পশ্চিমবঙ্গের একাংশ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল। উত্তর পূর্বাঞ্চলের একমাত্র লাভজনক বিমানবন্দর বাগডোগরা। সেখানে গত জুনে প্রথমে গ্রেড-থ্রি বিমানবন্দর বলে পরে গ্রেড-ফোর স্তরে নামানোর সিদ্ধান্ত হচ্ছে। এটা বদল করতে হবে। এখান থেকে ভুটান ও তাইল্যান্ডে বিমান যাতায়াত করছে। পাশাপাশি, নাইট ল্যান্ডিং ব্যবস্থা করা ছাড়াও নেপাল-বাংলাদেশে বিমান চালানোর দাবি কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়।
|
দাম্পত্য কলহে এক বধূ আত্মঘাতী হয়েছেন। বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের রানিনগরে ঘটনাটি ঘটে। মৃতার নাম প্রভাবতী ভদ্র (৩২)-র বাপের বাড়ি তরফে অভিযোগ পেয়ে বধূ নির্যাতনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
নদীতে তলিয়ে যাওয়া যাওয়ার চার দিন পরে চা শ্রমিকের দেহ উদ্ধার করল রাজগঞ্জ পুলিশ। শুক্রবার সকালে হাড়িয়ারবাড়ি থেকে দেহ উদ্ধার হয়। ১৬ অগস্ট মাঝিয়ালির খেরুপাড়ার বাসু ওঁরাও (৪৫) নামে ওই চা শ্রমিক করতোয়া পেরোতে গিয়ে জলের তোড়ে ভেসে যান।
|
বেলাকোবা পঞ্চায়েতের প্রধান ইস্তফা দেওয়ায় প্রধান হলেন কবিতা রায়। সন্ন্যাসীকাটা পঞ্চায়েতে প্রধান ইস্তফা দেওয়ায় নতুন প্রধান বুদ্ধদেব রায়।
|
রাস্তা বেহাল। যান চলাচল করছে ঘুরপথে। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ রাজগঞ্জের ভুটকিতে তাই ৩১ডি জাতীয় সড়কে অবরোধ করে ছাত্রছাত্রীরা। |