এক সময়ে বোলপুর এলাকায় বেশ কয়েকটি নাট্যগোষ্ঠী গড়ে উঠেছিল। পাল্লা দিয়ে নাটকও মঞ্চস্থ হত। কিন্তু বর্তমানে তাতে ভাটা পড়েছে। এরই মধ্যে শান্তিনিকেতনের ‘সাহিত্যিকা’ ১৯৮৮ সাল থেকে নিয়মিত নাটক মঞ্চস্থ করে আসছে। সাহিত্যিকার বর্তমান সম্পাদক অসীম চট্টোরাজ জানিয়েছেন, আশ্রমিকদের সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে কেন্দ্র করে ১৯৩৮ সালে তৈরি হয়েছিল ‘সাহিত্যিকা’। নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চিহ্ন (লোগো) তৈরি করেছিলেন নন্দলাল বসু। সেই সময় নাটক-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হত। নিয়মিত প্রকাশিত হত সাহিত্য পত্রিকা। বর্তমানে মাঝে মধ্যে সাহিত্য পত্রিকা প্রকাশিত হলেও নাট্য চর্চার ক্ষেত্রে সাহিত্যিকা ধারাবাহিকতা বজায় রেখেছে। ১৯৮৮ সাল থেকে ৬টি পূর্ণাঙ্গ ও ২৫টি ছোট নাটক মঞ্চস্থ হয়েছে। এর মধ্যে বুদ্ধদেব বসুর লেখা ‘সংক্রান্তি’, ‘প্রথমপার্থ’, ‘অনামী অঙ্গনা সমন্বয়ে’ ‘ভারত কথা’ নাটক যথেষ্ট সমাদর পেয়েছে। ওই নাটকটি বুদ্ধদেব বসু শতবর্ষ কমিটির আহ্বানে কলকাতাতেও মঞ্চস্থ হয়েছে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশশ্রেণি ছাত্রছাত্রীদের নিয়ে ‘ফাল্গুনী’ নাটকটি মঞ্চস্থ করার প্রয়াস নিয়েছে সাহিত্যিকা।
|
অন্যান্য বছরের মতো এ বারও বিশ্বভারতীর নাট্যঘরে অনুষ্ঠিত হয়েছে বর্ষামঙ্গল উৎসব। সেখানে বিশ্বভারতীর বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনাথের বর্ষা বিষয়ক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত এ বারের ওই উৎসবে শ্রীলঙ্কার একটি কলেজের কয়েক জন ছাত্রীর রবীন্দ্র নৃত্য অন্য মাত্রা দিয়েছে। রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে যোগ দেওয়ার জন্য ওই কলেজ কর্তৃপক্ষ আবেদন জানিয়েছিলেন। সেই আবেদন মঞ্জুর হলে ওই ছাত্রীরা প্রায় ২ সপ্তাহ শান্তিনিকেতনে থেকে নৃত্যের মহড়া নিয়েছিলেন।
|
সিউড়ি রবীন্দ্র সদনে প্রয়াত সঙ্গীত শিল্পী কিশোর কুমার স্মরণে ১০ জন শিল্পী কিশোর কুমারের গাওয়া ২৪টি বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন। গত ১৪ অগস্ট অনুষ্ঠানটির আয়োজন করেছিল স্থানীয় ‘লুকোচুরি’ সংস্থা।
|
সংস্কার ভারতী
‘সংস্কার ভারতী’ সিউড়ি শাখার উদ্যোগে গত ১৩ অগস্ট রবীন্দ্র সঙ্গীত, নৃত্য ও কবিতা পাঠের মাধ্যমে রাখীবন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। উপলক্ষ রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদ্যাপন ও সংস্কার ভারতীর রজতজয়ন্তী বর্ষ পালন। ওই অনুষ্ঠানের আয়োজকরা সিউড়ি শহরের তিন জায়গায় মঞ্চ তৈরি করে রবীন্দ্র বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। এবং শহরজুড়ে রাখীবন্ধনও হয়েছে।
|
সাঁইথিয়া ‘বলাকা’ ক্লাবের মঠে গত ১১-১৪ অগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মানুষ ঝুলন হয়েছে। ৮-১৩ বছরের ২৩ জন ছেলে -মেয়েরা নানা সাজে সেজেছিল। |
l বাঘমুণ্ডি বিবেকানন্দ বিকাশ কেন্দ্রের উদ্যোগে ১৪ অগস্ট রবিবার পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজের প্রেক্ষাগৃহে রবীন্দ্রনাথের সার্ধশত জন্ম বার্ষিকী ও স্বামী বিবেকানন্দের আসন্ন ১৫০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হল। ওই কেন্দ্রের পড়ুয়ারা ব্রতচারী নৃত্য পরিবেশন করেন। এছাড়া লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠান হয়েছিল। নাটক পরিবেশন করে কলকাতার একটি নাট্য গোষ্ঠী। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে যুব সমাজকে ওই দুই মহামানবের আদর্শকে ভিত্তি করে সমাজ গঠনের কাজে ব্রতী হওয়ার বিষয়ে আলোচনা করেন বেলুড় মঠের সারদা পীঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দ।
|
l বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সার্ধশত জন্ম বার্ষিকী উপলক্ষে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা ও আলোচনা সভা বয়েছে। ১৪ অগস্ট রবিবার এই বিষয়ে দুটি অনুষ্ঠান হয়েছে আদ্রার বিদ্যাসাগর বিদ্যাপীঠ ও রঘুনাথপুর শহরের জি ডি ল্যাং হাইস্কুলে। পুরুলিয়া জেলা আচার্য প্রফুল্লচন্দ্র রায় সার্ধশত জন্ম বার্ষিকী উদযাপন কমিটির তরফে জানানো হয়েছে, প্রফুল্লচন্দ্র রায়ের জীবনের নানা দিক বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
|
l বড়জোড়ার গদারডিহি হাইস্কুলে সম্প্রতি সূবর্ণ জয়ন্তী উৎসব পালন হল। এই উপলক্ষে গত ১৪-১৬ অগস্ট স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকার বাসিন্দারা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। নাচ, গান, আবৃত্তি, নাটক ও যাত্রা হয়। ছিল আলোচনা সভাও। জেলার বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের গুণীজন সম্বর্ধনা দেওয়া হয়।
|
l পরিবেশ দূষণ বিষয়ে বসে আঁকা, প্রবন্ধ লেখা, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা, ক্যুইজ ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ গ্রহণ করেছিল। ছিল আলোচনাসভাও।
|
l পুরুলিয়ার বরাবাজার আঞ্চলিক ব্রতচারী সমিতির উদ্যোগে সম্প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। বরাবাজারের বাজারে ওই অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। মনসা পুজো উপলক্ষে মানবাজারের শ্যামপুর গ্রামে বৃহস্পতিবার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে চলা এই অনুষ্ঠানে কবিতা পাঠ, বাউল গান ও ঝুমুর গানের প্রতিযোগিতা হবে। এছাড়া, শঙ্খ ধ্বনি, মোমবাতি জ্বালানো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। |