ভারতের নেতৃত্বে হয়তো রেনেডি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীর্ঘ দিন পরে স্বপ্ন সফল হতে চলেছে রেনেডি সিংহের। ভাইচুং ভুটিয়া অবসর নিতে চলায় রেনেডিই হতে চলেছেন ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়ক। বন্ধু দীর্ঘদিন পদে থাকায় রেনেডি নেতৃত্ব দিতে পারেননি। জাতীয় শিবিরে গেলেও এ দিন ছুটি নিয়ে অনুশীলন করেননি ভাইচুং। তিনি খেলার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছেন। রেনেডিরা ইংল্যান্ড ও স্কটল্যান্ডে পাকিস্তানের সঙ্গে একটি করে ম্যাচ খেলবেন। বাকি ম্যাচ অনূর্ধ্ব ২৩ ইংল্যান্ড দলের সঙ্গে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুলের অনেক জুনিয়র তারকা খেলতে পারেন সেই ম্যাচে।
|
মোহন-ইস্টের সহজ জয়
নিজস্ব প্রতিবেদন |
দুই প্রধানই স্বচ্ছন্দে জিতে নিল নিজেদের প্রস্তুতি ম্যাচ। শুক্রবার সকালে সাইয়ের মাঠে টোলগে-ওপারার ইস্টবেঙ্গল ৪-০ হারাল এয়ারলাইন্স কাপ জয়ী কালিঘাট মিলন সঙ্ঘকে। সন্ধ্যায় সিসিএফসিকে ২-০ হারাল ব্যারেটো-ওডাফাহীন মোহনবাগানের দ্বিতীয় দল। সিসিএফসি গোলকিপারের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পেয়েছিলেন শাখতার সিংহ। পরে জানা যায় চোট গুরুতর নয়। সকালে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন টোলগে ওজবে, রবিন সিংহ (২) এবং পেন ওরজি। নজর কাড়লেন টোলগে-পেন। সবুজ-মেরুনের দলে কোনও প্রথাগত স্ট্রাইকার না থাকায় শাখতার এবং মনীশ মৈথানি ফরোয়ার্ডে খেলেন। ওই দুজনই গোল পেলেন, নজর কাড়লেন।
|
ডেভিস কাপে পুরো শক্তির ভারত
নিজস্ব প্রতিবেদন |
জাপানের বিরুদ্ধে আগামী মাসে টোকিওতে ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফ ম্যাচে ভারতীয় দলে নির্বাচিত হলেন সোমদেব দেববর্মন, রোহন বোপান্না, লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি। নন প্লেয়িং ক্যাপ্টেন: এস পি মিশ্র। রিজার্ভ: করণ রাস্তোগি, বিষ্ণু বর্ধন। |