কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে শুক্রবার জাতীয় স্তরের এক সেমিনার হল মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। ‘রবীন্দ্রনাথ: আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার’ শীর্ষক এই সেমিনারের উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করুণাসিন্ধু দাস। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সম্পাদক উৎপল ঝা, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়েক আলি খান, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উদয়চাঁদ পাল প্রমুখ। বাংলা আকাদেমি ও রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগেই ছিল এ দিনের আয়োজন। বিভিন্ন কলেজের অধ্যাপকেরাও আলোচনাসভায় যোগ দেন।
|
প্রয়াত হলেন রেলশহরের বিশিষ্ট ক্রীড়াবিদ হরবচন সিংহ (৮৮)। খড়্গপুর শহরের নিউ সেটলমেন্ট এলাকার বাসিন্দা হরবচন সিংহ হাওড়া ইউনিয়ন-সহ কলকাতার বিভিন্ন দলের হয়ে হকি খেলেছেন দীর্ঘ দিন। রাজ্যেরও প্রতিনিধিত্ব করেছেন। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১৭ অগস্ট খড়্গপুর রেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
|
মেদিনীপুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজে রবীন্দ্র-স্মরণ হল শুক্রবার। কলেজের গান, নাচ ও আবৃত্তিতে অংশ নেন ছাত্রছাত্রীরা। রবীন্দ্রনাথের জীবন ও কর্মধারা নিয়ে আলোচনা করেন শিক্ষকেরা। অধ্যক্ষ জ্যোতির্ময় নন্দী জানান, জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে বছরভরই রবীন্দ্রনাথকে ঘিরে নানা অনুষ্ঠান হয়েছে।
|
ফের একটি স্কুলে জিতল তৃণমূল। নেতাই জুনিয়ার হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৩টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। |