বৃহস্পতিবার বুনো হাতির একটি দল হামলা চালিয়ে পাঁচটি বাড়ি ভেঙে দিল। ডুয়ার্সের বক্সা ব্যাঘ্র প্রকল্পের কার্তিকা জঙ্গল সংলগ্ন রহিমাবাদ চা বাগানের কসুর লাইনে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা এবং বনকর্মীদের তিন ঘন্টার চেষ্টায় হাতির দলটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়। এ দিন রাত দশটা নাগাদ কার্তিকা জঙ্গল থেকে সাতটি বুনো হাতির দল রহিমাবাদ চা বাগানে ঢুকে স্থানীয় কৃষ্ণবাহাদুর প্রধান, বীরবাহাদুর মেজর, মহাবীর গোয়ালা সহ পাঁচ ব্যক্তির বাড়ি ভেঙে ধরে মজুত রাখা চাল ও আটা, লবণ খেয়ে নেয়। স্থানীয় দীনেশ ছেত্রী বলেন, “লাগাতার হাতির হামলায় অতিষ্ঠ। রাত জেগে হাতির হানা ঠেকাতে হচ্ছে। ক্ষতিপূরণও মিলছে না। সার্চলাইট, পটকাও নেই প্রয়োজন মতো।” নর্থ রায়ডাক রেঞ্জ অফিসার সুজিত পাল বলেন, “হাতি ঠেকাতে বন দফতর সবর্দা সচেষ্ট। প্রতি রাতে টহলের ব্যবস্থা হয়েছে।”
|
দুটি এলাকা থেকে দুটি ময়াল উদ্ধার করল ‘রাজগঞ্জ ইভ্যুলেশন সংস্থা’র সদস্যরা। শুক্রবার সকালে সারিয়াম ও কালিনগর এলাকায় থেকে ৮ ফুট লম্বা দুটি সাপ উদ্ধার হয়। সে দু’টিকে বন দফতরের হাতে দেওয়া হয়। |