|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
মনন, কল্পনা ও দক্ষতায় |
মৃণাল ঘোষ |
তরুণ শিল্পী শঙ্কর চট্টোপাধ্যায়ের প্রথম একক প্রদর্শনী হল সম্প্রতি অ্যাকাডেমিতে। আজকে বিশ্বায়নের প্রেক্ষাপটে চিত্রকলার ভারতীয়তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এই শিল্পী টেম্পারায় আঁকা ১৬ টি ছবিতে ভারতীয় ও মিশরীয় প্রাচীন ও মধ্যযুগের ঐতিহ্যকে যেভাবে আধুনিক মূল্যবোধে অন্বিত করেছেন, তা দৃষ্টান্তমূলক। নব্য-ভারতীয় ঘরানায় ভারতীয় চিত্রশৈলী গড়ে তোলার যে প্রকল্প শুরু হয়েছিল, তা যে এখনও অবান্তর হয়ে যায়নি, যথেষ্ট অন্তর্দৃষ্টি থাকলে তাকে যে সঞ্জীবিত করা যায়, এই শিল্পীর ছবিগুলি আমাদের সেই বিশ্বাসে উদ্বুদ্ধ করে। তাঁর মনন, কল্পনা ও দক্ষতা খুবই উচ্চমানের। |
|
প্রদর্শনী
চলছে
সিমা: কিংশুক সরকার ২৭ পর্যন্ত।
গঞ্জেশ:
মৃণাল মণ্ডল ৩১ পর্যন্ত।
কনটেম্পোরারি:
আদিত্য বসাক, গণেশ হালুই, মনু পারেখ ২৩ পর্যন্ত।
চিত্রকূট: শুভেন্দু সরকার ২২ পর্যন্ত।
স্টুডিও ২১:
অরুণিমা সান্যাল, গীতি কর্মকার প্রমুখ ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।
ইমামি চিজেল:
তাপস কোনার, রিনি ধুমাল, শেখর রায় প্রমুখ ১৭ পর্যন্ত। |
|
|
|
|
|