বিশ্বের নানা প্রান্ত থেকে মাদ্রিদে হাজির হয়েছিলেন প্রায় ১৫ লাখ যুবক-যুবতী। বিশ্ব যুব দিবস উপলক্ষে ইতালি থেকে ফ্রান্স বা লাতিন আমেরিকার ব্রাজিল, আর্জেন্তিনা, পেরু, কলম্বিয়া সব দেশ থেকেই উপস্থিত তরুণ সম্প্রদায়। আর এই উৎসবেই মাদ্রিদে এসেছিলেন খোদ পোপ। তাঁকে বিমান বন্দরে অভ্যথর্না জানান স্পেনের রাজা উয়ান কার্লোস ও রানি সোফিয়া।
১৬ থেকে ২১ অগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসব নিয়ে যদিও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। কেননা এই মুহূর্তে স্পেনের আর্থিক পরিস্থিতির সঙ্গে ১০০ মিলিয়ন ইউরো খরচা করে এমন উদ্যোগ বেশ বেমানান। দেশ জুড়ে বিক্ষোভকারী মিছিল। নিরাপত্তার কারণে ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশকর্মী আনা হয়েছে ফ্রান্স থেকেও। গোটা ঘটনায় ৮ জন গ্রেফতার, দু’জন পুলিশকর্মী আহত। তবে বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, পোপের আগমনের সঙ্গে এই বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। পুরোটাই আর্থিক দুরবস্থায় অর্থ অপচয়ের বিরুদ্ধেই প্রতিবাদ। |
লস্কর-ই-তইবা কাশ্মীরের মাটিতে এখনও সক্রিয় রয়েছে এবং ভারতে ফের হামলা চালানোর ছক কষছে বলে রিপোর্ট দিল মার্কিন বিদেশ দফতর। এবং এই কাজে লস্কর-ই-তইবাকে সাহায্য করছে জইশ-ই-মহম্মদ এবং হরকত-উল-মুজাহিদিন। লস্কর-ই-তইবার আঞ্চলিক সুস্থিতি ‘নষ্ট করার ক্ষমতা রয়েছে’ বলেও রিপোটে সতর্ক করা হয়েছে। |