|
|
|
|
কাবুলে বিস্ফোরণ, নিহত ১০ |
সংবাদসংস্থা • কাবুল |
ফের পরপর বিস্ফোরণের জেরে রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। আফগান পুলিশ জানাচ্ছে, আজকের হামলার প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ কাউন্সিলের দফতর। এই ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে বেশির ভাগই আফগান পুলিশকর্মী। আহত হয়েছেন চার জন। আহতদের মধ্যে দু’জন বিদেশিও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, তালিবান আজকের বিস্ফোরণগুলির দায় স্বীকার করেছে। |
|
বিস্ফোরণ বিধ্বস্ত ব্রিটিশ কাউন্সিলের দফতর। ধোঁয়ায় ঢেকেছে আকাশ। রয়টার্স |
একটি বিবৃতিতে তারা জানিয়েছে, ১৯১৯ সালে আজকের দিনে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল আফগানিস্তান। সেই দিনটি স্মরণীয় করে রাখতেই তাদের এই ধারাবাহিক হামলা। আজ ভোর পাঁচটা নাগাদ প্রথম বিস্ফোরণটি হয়। এর পর আরও চার বার কেঁপে উঠেছে ব্রিটিশ কাউন্সিল দফতর ও তার সংলগ্ন এলাকা। পুলিশ জানিয়েছে, পাঁচ ঘণ্টা ধরে চলা এই বিস্ফোরণগুলির মধ্যে দু’টি আত্মঘাতী হামলা। প্রথমে একটি গাড়ি নিয়ে একটি আত্মঘাতী জঙ্গি কাউন্সিলের দফতরের দেওয়ালে ধাক্কা মারে। তার পরই হুড়মুড়িয়ে জনা কয়েক জঙ্গি ঢুকে পড়ে দফতরের ভিতর। পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয় এর পর। পুলিশকে লক্ষ করে এলোপাথাড়ি গুলিও চালায় জঙ্গিরা। তবে আজকের ঘটনায় কোনও ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়নি। |
|
|
|
|
|