একশো দিনের কাজে দুর্নীতির তদন্ত না হওয়ার অভিযোগে পাণ্ডবেশ্বরের জয়েন্ট বিডিও এবং ব্লক অফিসের এক কর্মীকে প্রায় ৩ ঘণ্টা আটকে রেখে পিসিসিসিপিআই (এমএল), কংগ্রেস ও তৃণমূলের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। শুক্রবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের কেন্দা পঞ্চায়েত কার্যালয়ে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এ দিন সকাল ১১টা নাগাদ পাণ্ডবেশ্বরের জয়েন্ট বিডিও এবং এক কর্মী কেন্দা গ্রাম পঞ্চায়েত অফিসে আসেন। বিক্ষোভকারীরা কাজের তালিকা ও খরচের নথিপত্র নিয়ে তাঁদের ঘিরে ধরেন। তদন্ত শেষ না হলে তাঁদের আটকে রাখার হুমকিও দেওয়া হয়। দুপুর ১টা নাগাদ বিডিও-র আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। নকশাল নেতা সাধন দাস ও তৃণমূল নেতা প্রদীপ গোস্বামীর অভিযোগ, একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে বিডিও থেকে জেলাশাসকের কাছে বহুবার তদন্তের দাবি জানান তাঁরা। প্রতিবারই ব্লক অফিস থেকে অধিকর্তারা পঞ্চায়েত কার্যালয়ে আসেন। তবে তদন্তের রিপোর্ট আর মেলেনা। সম্প্রতি জেলাশাসকের কাছে ১৮ জন সিপিএম নেতা ও সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ করে চিঠি পাঠান গণেশ দাস, লক্ষ্মণ রাম-সহ ২৫ জন দিনমজুর। অভিযোগ, ২০০৯ সালে সিপিএমের ১৮ জন তাঁদের কার্ড কেড়ে নেন। কর্তৃপক্ষকে জানিয়েও কার্ড মেলেনি। ফলে কাজের সুযোগও মেলেনি। তাঁদের অভিযোগ, যে সব কাজ ‘অ্যাকশন প্ল্যানে’ দেখানো হয়েছে তার বেশিরভাগই হয়নি। কয়েক জন সিপিএম নেতার নামে জব কার্ডে কাজ না করেই তাদের নামে টাকা তোলা হয়েছে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
|
দুর্গাপুর ইস্পাতের ওয়ার্কস কমিটি নির্বাচনের প্রচারে আইএনটিইউসি তাদের ফেস্টুনে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করায় ক্ষুব্ধ তৃণমূল ও তাদের শ্রমিক সংগঠন। নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। সাত বছর আগে শেষ নির্বাচনে সিপিএম প্রভাবিত সিটু ৪৯ শতাংশ এবং কংগ্রেস প্রভাবিত আইএনটিইউসি ৪৩ শতাংশ ভোট পেয়েছিল। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ভোটে লড়েনি। রাজ্যে সরকার বদলের সুবাদে বর্তমানে তারা শক্তিবৃদ্ধি করেছে, কিন্তু কংগ্রেসের লোকেরা তাদের দলনেত্রীর ছবি ‘হাইজ্যাক’ করায় নেতারা অখুশি। আইএনটিটিইউসি নেতা স্নেহাশিস ঘোষের কটাক্ষ, “ওদের রাজনৈতিক দেউলিয়াপনাই প্রকট হচ্ছে।” আইএনটিইউসি নেতা দেবাশিস চৌধুরীর কৈফিয়ত, “রাজ্যে যে জোট ক্ষমতায় এসেছে, তার জন্য কংগ্রেস কর্মী-সমর্থকদের প্রচেষ্টাও সমান গুরুত্বপূর্ণ। আমাদের ফেস্টুনে সেই জোটধর্মের কথাই তুলে ধরা হয়েছে।”
|
অণ্ণা হজারের সমর্থনে শুক্রবার কাঁকসার পানাগড়ে স্থানীয় বাসিন্দারা একটি সমাবেশ করেন। অণ্ণা হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনকে সমর্থন করে বক্তৃতাও করেন অনেকে। যোগ দেয় স্থানীয় স্কুলের পড়ুয়ারাও।
|
কৃষি সেচ প্রকল্পের পাম্প ও মোটর চুরি করে পালাল দুষ্কতীরা। ঘটনাটি ঘটেছে, রানিগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকুড়ি এলাকায়। সিপিএমের গ্রামপ্রধান প্রশান্ত ঘোষ জানান, শুক্রবার সকালে তারা দামোদর নদীর পাড়ের পাম্পঘরে গিয়ে দেখেন, ঘরের দেওয়ালে গর্ত এবং জানালা ভাঙা। খোয়া গিয়েছে মোটর ও পাম্প। রানিগঞ্জ থানায় তিনি বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
ওয়ারিয়ার কাছে শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ তার নাম পরিচয় জানাতে পারেনি। মৃতের বয়স আনুমানিক ২৩ বছর। |