টুকরো খবর |
|
আন্দোলনে আইএনটিইউসি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
স্থায়ীকরণ সহ সরকারি সুযোগ-সুবিধার দাবিতে টানা আন্দোলনে নামার দিনক্ষণ ঘোষণা করল রায়গঞ্জ এসএসএবিএসএনএল শিল্প সহায়ক ইউনিয়নের উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ চত্বরে আইএনটিইউসি অনুমোদিত ওই সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করে ওই কথা ঘোষণা করা হয়। ইউনিয়নের তরফে জানানো হয়েছে, আগামী ১৬ অগস্ট থেকে ২০ আগস্ট টানা পাঁচ দিন সংগঠনের সদস্যরা দিনভর রায়গঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ চত্বরে কর্মবিরতির ডাক দিয়ে অবস্থান বিক্ষোভে বসবেন। এর পর ২২ ও ২৩ অগস্ট সংগঠনের সদস্যরা পরিবারের লোকজনদের নিয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় বিএসএনএলের দুই দিনাজপুরের জেনারেল ম্যানেজারের দফতরের সামনে দিনভর অবস্থান বিক্ষোভ করার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করবেন। ২৪ থেকে ২৬ অগস্ট ইউনিয়নের তরফে রায়গঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ চত্বরে রিলে অনশনের সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়নের অভিযোগ, বিএসএনএলের গাফিলতির জেরে দুই দিনাজপুরের ১৬২ জন অস্থায়ী কর্মীকে স্থায়ীকরণ করা হয়নি। প্রায় ১৩ বছর ধরে বিভিন্ন টেলিফোন এক্সচেঞ্জ সহ মোবাইল, টেকনিক্যাল, ল্যান্ডফোন ও অ্যাকাউন্ট বিভাগে কাজ করছেন। অথচ ওই সময়ের মধ্যে কাজে যোগ দিয়ে ১৪৪ জনের নাম কর্তৃপক্ষ নথিভু্ক্ত করে তাদের স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু করেছেন। নথিভুক্ত কর্মীদের মাসে ১০ হাজার টাকা ও ১৬২ জন অস্থায়ী কর্মীকে মাসে ২৯৭০ টাকা করে বেতন দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অথচ তাদের একই কাজ করতে হয়। ইউনিয়নের উপদেষ্টা তথা উত্তর দিনাজপুর জেলা আইএনটিইউসির সভাপতি শ্যামলেশ ঘোষ. বলেন, “বারবার কর্তৃপক্ষকে জানালেও ১৬২ জন কর্মীকে নথিভুক্ত করে স্থায়ীকরণ করা হয়নি। কর্মীদের পরিবারকে বাঁচাতে অগস্ট মাসের মধ্যে তাদের স্থায়ীকরণ করে সরকারি সুবিধা দেওয়া না হলে আমরা আমরন অনশনে বসব। কর্তৃপক্ষকে আমাদের আন্দোলনের কথা জানিয়ে দিয়েছি।” বিএসএনএলের দুই দিনাজপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার সন্দীপ ঘোষ বলেন, “ইউনিয়নের তরফে তাদের দাবি আমাদের জানানো হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন।”
|
এক রাতেই তিনটি চুরি, ফাঁড়ি ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • হরিশ্চন্দ্রপুর |
মোবাইলের শো-রুম-সহ ফাঁড়ির কাছে তিনটি দোকানে চুরির ঘটনায় ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান ব্যবসায়ী, বাসিন্দারা। মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুরের কুমেদপুর তালগ্রামহাট এলাকার পুলিশ ফাঁড়ি টানা ৮ ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ব্যবসায়ীদের দাবি, দেড় লক্ষাধিক টাকার জিনিসপত্র খোয়া গিয়েছে। একটি ইলেক্ট্রনিক্সের সামগ্রী মেরামতির দোকানের সাটার ভেঙে সরঞ্জাম চুরি গিয়েছে। লাগোয়া হার্ডওয়ারের দোকানেও চুরির চেষ্টা হয়। ফাঁড়ি থেকে বড়জোর ২০০ মিটার দূরে চুরির ঘটনায় পুলিশের নামে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। সকালে অভিযোগ জানাতে গেলে ফাঁড়ির বারান্দায় খালি মদের বোতল পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। পুলিশ সুপারের নির্দেশে চাঁচলের এসডিপিও সন্দীপ মণ্ডল এলাকায় গিয়ে তদন্ত শুরু করলে পরিস্থিতি শান্ত হয়। মালদহের পুলিশ সুপার ভূবন মণ্ডল বলেন, “এসডিপিও এলাকায় গিয়েছেন। তাঁকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। পুলিশ কর্মীদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
|
ছাত্রনেতার পদত্যাগ
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
বিতর্কে জড়িয়ে পদত্যাগ করলেন তুফানগঞ্জ কলেজের ছাত্র সংসদের সম্পাদক, তৃণমূল ছাত্র পরিষদ নেতা গোবিন্দ অধিকারী। মঙ্গলবার অধ্যক্ষের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ‘ব্যক্তিগত কারণে’ তিনি পদত্যাগ করেছেন বলে ওই তৃণমূল ছাত্র পরিষদ নেতা দাবি করলেও সংগঠনের জেলা সভাপতি সমীর চক্রবর্তীর বক্তব্য, “সংগঠনের নির্দেশে গোবিন্দ অধিকারী পদত্যাগ করেছেন।” সম্প্রতি ওই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী তুফানগঞ্জ থানায় ওতৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্তে নামার পরে ওই ছাত্র নেতা আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। ওই ছাত্র নেতার পরিবারের লোকেরা অভিযোগ করেন, দলের একাংশ ষড়যন্ত্র করছে। কলেজের অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায় জানান, ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র তিনি হাতে পেয়েছেন।
|
ফের লাইনে ধস মালদহে
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
ফের রেললাইনে ধস নামল মালদহে। ৩১ জুলাই কালিয়াচকের বাখরপুরের পরে এ বার দু’জায়গায় ধস নামল মঙ্গলবার সন্ধ্যায়। আহিরন সেতু ও মহীপালের কাছে নামা এই ধসের জেরে ফরাক্কা-আজিমগঞ্জ লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ট্রেনগুলি রামপুরহাট দিয়ে চালানো হচ্ছে। মালদহের ডিআরএম হর্ষ কুমার বলেন, “এ দিন সন্ধ্যায় ওই দুই জায়গায় ধস নজরে পড়ে রেলকর্মীদের। তার পরে ওই লাইন দিয়ে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। টানা দু’দিন বৃষ্টির জেরেই এমন ঘটেছে বলে মনে করা হচ্ছে। জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু হয়েছে।” রেল সূত্রে জানা গিয়েছে, যে দু’টি জায়গায় ধস নেমেছে তাদের মধ্যে দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। এর জেরে কলকাতা ও উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগকারী কিছু ট্রেন দেরিতে চলছে। বাতিল হয়েছে মালদহ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার।
|
ফের ফুঁসছে ফুলহার
নিজস্ব সংবাদদাতা• চাঁচল |
আপার ক্যাচমেন্ট থেকে জল নামতে শুরু করায় ফের জল বাড়ছে ফুলহারে। মঙ্গলবার ফুলহারের জলস্তর হলুদ সঙ্কেতের কাছে পৌঁছে যায়। গত কয়েকদিন সমানে জল বাড়ার পরে রবিবার জল নামতে শুরু করে। এদিন বিকেলে জল ফের হলুদ সঙ্কেতের কাছে পৌঁছে যায়। সেচ দফতরে নর্থ সেন্ট্রাল সার্কেলের সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়র সন্দীপ দে বলেন, “গঙ্গা-ফুলহারে জল বাড়ছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।”
|
নিখোঁজের সন্ধান
নিজস্ব প্রতিবেদন |
সোমবার রাতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাস স্ট্যান্ডে এক কিশোরকে খুঁজে পায় পুলিশ। তার নাম আকাশ সাহা। বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এফসিআই মোড় এলাকায়। সে রায়গঞ্জ বিদ্যাচক্রের সপ্তম শ্রেণিতে পড়ে। বাবা মিলনবাবু চাল ব্যবসায়ী। আকাশ সোমবার দুপুরে নিখোঁজ হয়। সন্ধ্যায় ৫০০০০ টাকা মুক্তিপণ চেয়ে মিলনবাবুর মোবাইলে ফোন আসে। ৮টা নাগাদ আকাশ জানায় সে বালুরঘাট বাসস্ট্যান্ডে আছে। |
|