চুরি-ছিনতাই বাড়ছে কোচবিহারে
শঙ্কিত ব্যবসায়ী ও বাসিন্দারা
দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় শঙ্কিত কোচবিহার শহর ও লাগোয়া এলাকার বাসিন্দারা। গত তিন মাসে শুধু কোচবিহার কোতোয়ালি থানা এলাকাতেই অন্তত ৩০ টি চুরি, ৩ টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তা ছাড়াও এক মহিলাকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে বেঁহুশ করে হোটেলের ঘরে গণধর্ষণের অভিযোগও রয়েছে। পাশাপাশি, ডাইনি সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ রুজু হয়েছে। বাসিন্দাদের উদ্বেগের কারণ হল, ওই সব ঘটনার মধ্যে রয়েছে সিদ্ধেশ্বরী মন্দিরে প্রাচীন বিগ্রহ চুরি, কোচবিহারে শহরে অলঙ্কার ব্যবসায়ী বাবা-ছেলেকে গুলি করে ও কুপিয়ে সোনার গয়নার ব্যাগ ছিনতাই সহ একাধিক বিষয়। এই পরিস্থিতিতে পুজোর মরসুমে পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহলে। কোচবিহারের পুলিশ সুপার কল্যাণ বন্দোপাধ্যায় অবশ্য বলেছেন, “কোচবিহারের কোতোয়ালি থানা জুড়েই পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন হোটেলও আচমকা তল্লাশি চালানো হবে। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার সহ বেশ কয়েকজন জড়িত সন্দেহে ধরাও পড়েছেন। বাসিন্দারা অবশ্য ওই আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না। তাদের অভিযোগ, ২ জুলাই সিদ্ধেশ্বরী মন্দিরে বিগ্রহ চুরির ঘটনার একমাস পেরেলেও তা উদ্ধার করতে পারেনি পুলিশ। ২ অগস্ট শহরের মদনমোহন বাড়ি লাগোয়া এলাকায় অখিল কর্মকারকে গুলি করে তার ছেলে ধনঞ্জয় কর্মকারকে কুপিয়ে ছিনতাই করা সোনার গহনা ভর্তি ব্যাগ উদ্ধার বা দুষ্কৃতীরা কেউ চিহ্নিত হয়নি। এমনকী শহরের একটি হোটেলে বেঁহুশ করে বাণেশ্বরের বাসিন্দা এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্তরা সকলে ধরা পড়েনি। জুলাই মাসেই খাগরাবাড়ির ৮টি দোকানে একরাতে চুরির ঘটনার কিনারা হয়নি। ওই মাসে রাজারহাট ডাকঘর, সোনার দোকানে ও চাকির মোড় এলাকায় মন্দিরে চুরির ঘটনারও জড়িতরা ধরা পড়েনি। সোমবার কোতোয়ালি থানার চাপাগুড়িতে কাকার মৃত্যুর ঘটনায় ডাইন সন্দেহে তারই ভাইপো সুবল দে (৬২) গণপিটুনিতে মৃত্যুর অভিযোগে সকলে ধরা পড়েননি। কোচবিহার নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সম্পাদক রাজু রায় বলেন, “শহরে হোটেলে গণধর্ষণ, গণ প্রহারে মৃত্যুর ঘটনা শুনে শিউরে উঠেছি। পাশাপাশি যেভাবে পরপর চুরি, ছিনতাই চলছে তাতে আমাদের উদ্বেগ আরও বেড়েছে। দ্রত প্রতিটি ঘটনায় জড়িতরা ধরা না পড়লে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেন দে বলেন, “অলঙ্কার ব্যবসায়ী বাবা-ছেলেকে হামলা করে গয়নার ব্যাগ ছিতাই, খাগরাবাড়ি ৮ দোকানের চুরির মতো বহু ঘটনার কিনারা হয়নি। সম্প্রতি মালদহে নর্থবেঙ্গল ন্যাশনাল চেম্বার অ্যান্ড কমার্সের বৈঠকেও বিষয়টি উঠেছিল। পুজোর সুখে কোচবিহারের ব্যবসায়ী ও বাসিন্দাদের নিরাপত্ত নিশ্চিত করতে আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব।” পুলিশ জানিয়েছে, বাণেশ্বরের বাসিন্দা এক মহিলা এলাকার এক ওষুধ বিক্রেতার থেকে পেটের ব্যথার ওষুধ নিতেন। ওই ব্যবসায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার শহরের একটি হোটেলে নিয়ে আসে। তাঁকে বেঁহুশ করে আরও দুই বন্ধুকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ জমা পড়েছে। তাতে তিন জনের নাম রয়েছে। তার মধ্যে জীবন পাল নামে এক জন ধরাও পড়েছেন। কোচবিহার কোতোয়ালি থানার আইসি দেবাশিস ঘোষ বলেছেন, “গণধর্ষণের অভিযোগে বাকি দু’জনের খোঁজেও তদন্ত হচ্ছ।” গণপিটুনিতে ডাইন সন্দেহে মৃত্যুর ঘটনাতেও ৪ জন ধরা পড়েছে।
First Page Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.