টুকরো খবর |
|
আন্দোলনে লাঠি-চালনা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দুর্নীতি ও মূল্যবৃদ্ধি নিয়ে আইন অমান্য আন্দোলনে সামিল হওয়া আন্দোলনকারীদের উপর পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ তুলল সিপিআই(এমএল) লিবারেশন। মঙ্গলবার দুপুর ২টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরের সামনে। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, পুলিশের লাঠির আঘাতে দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার, রাজ্য কমিটির সদস্য বাসুদেব বসু, গৌরী দে, প্রিয়বালা বর্মন সহ বেশ কয়েকজন জখম হন। এদের মধ্যে প্রিয়বালা দেবীর মাথা ফেঁটে যায়। তাঁকে প্রাথমিক চিকিৎসা করাতে হয়। অভিজিৎবাবু বলেন, “দুর্নীতি ও মূল্যবৃদ্ধির সঙ্গে তরাই ও ডুয়ার্সের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শান্তিপূর্ণ ভাবে আইন অমান্য করা হয়। লাঠি চালানোর মতো কোনও পরিস্থিতি ছিল না। পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালিয়েছে। এর থেকেই পরিস্কার নতুন রাজ্য সরকারের চরিত্র ভবিষ্যতে কী হবে।” পুলিশের তরফে অবশ্য দাবি করা হয়েছে, জোর করে আন্দোলনকারীরা মহকুমাশাসকের দফতরে ঢোকার চেষ্টা করলে তাঁদের সরিয়ে দেওয়া হয়। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “আইন ভাঙার চেষ্টা করলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে।”
|
স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অতিরিক্ত কর, বিমার ধার্য টাকার পরিমাণ কমানো এবং ভাড়া বৃদ্ধির দাবিতে মহকুমাশাসকের হস্তক্ষেপ দাবি করল দার্জিলিং জেলা সিটি অটো ড্রাইভার্স অ্যান্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সমিতির চম্পাসারি শাখার তরফে শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। তাতে রুটে অটোর নম্বর চালু করা, ভুয়ো রুট পারমিট দেখিয়ে চলাচলকারী অটো বাজেয়াপ্ত করার দাবিও জানানো হয়। অন্য রুটের অটোগুলি ৮ জন যাত্রী নিয়ে চলাচল করলেও আশিঘর রুটের অটোয় বাড়তি যাত্রী বহন করা হচ্ছে বলে অভিযোগ। সংগঠনের কার্যালয় সম্পাদক উজ্জ্বলকান্তি ঘোষ বলেন, “চম্পাসারি রুটের অটো নিয়ে নানা অভিযোগ করা হচ্ছে। প্রশাসন সেদিকে নজরও দিচ্ছে। অটো চালক ও মালিকদের সমস্যার নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মহকুমাশাসকের দ্বারস্থ হয়েছি।”
সমর্থন। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আদিবাসী বিকাশ পরিষদের আন্দোলনকে সমর্থন করে বিজেপি। দলের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক নন্দন দাস বলেন, “আমরা বন্ধ বা হরতালের বিপক্ষে হলেও যে ভাবে চা শ্রমিকদের শোষণ করা হচ্ছে তা মানা যায় না।”
|
প্রবহমান শিক্ষা প্রকল্প বন্ধ, বিপাকে রাজগঞ্জের কর্মীরা
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
বৈধ বিজ্ঞপ্তি ছাড়াই প্রবহমান শিক্ষা কার্যক্রম প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় বহু কর্মী বিপাকে পড়েছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তারা আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। সম্প্রতি রাজগঞ্জের ফাটাপুকুরে ওই কর্মীদের সংগঠন ‘রাজগঞ্জ ব্লক জনশিক্ষা সংগ্রাম কমিটি’র একটি সভা হয়। সেখানেই তাঁরা বিষয়টি নিয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। সংগঠনের অভিযোগ, ২০০৫ সালে এপ্রিল মাস থেকে ওই কার্যক্রম প্রকল্প শুরু হয়। এর উদ্দেশ্য নিরক্ষর মানুষকে সাক্ষর করে তোলা। স্থানীয় বহু শিক্ষিত বেকার যুবক-যুবতীকে নিযুক্ত করা হয়। এত দিন ধরে প্রকল্পটি চলার পর সম্পূর্ণ অজ্ঞাত কারণে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তাদের। এই বন্ধের ব্যাপারে আগাম কোনও বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। সংগঠনের সম্পাদক সুজিত চক্রবর্তী বলেন, “এই ঘটনার পর থেকে আমরা সম্পূর্ণভাবে কর্মহীন হয়ে পড়ি। এই প্রকল্পে যুক্ত হয়ে পড়ায় আমরা আর কোনও সরকারি দফতরে চাকরির জন্য কোনও চেষ্টা করিনি। এখন আমাদের অনেকেরই চাকরির বয়স পার হয়ে গিয়েছে। এখন আমরা কী করব? কর্মচ্যুত হয়ে আমরা এখন হতাশাগ্রস্ত। প্রকল্পটি ফের চালু করে আমাদের স্থায়ীভাবে কাজে নিযোগ করার দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি।” সুজিতবাবু আরও অভিযোগ করেছেন, আমরা যাঁরা এই কাজে যুক্ত ছিলাম তার দীর্ঘদিনের বকেয়া সাম্মানিক ভাতাও মেটানো হয়নি। প্রতিশ্রুতি ও শর্ত অনুযায়ী কোনও শংসাপত্র দেওয়া হয়নি।
|
আন্দোলনে নামল সিটু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মাছ বাজার লাগোয়া এলাকায় অটো ভ্যান চালকদের স্ট্যান্ড গড়ার দাবিতে আন্দোলনে নামল সিটু। মঙ্গলবার সিটুর তরফে মহকুমাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখানোর পরে স্মারকলিপি দেওয়া হয়। সিটুর অভিযোগ, অটো ভ্যান চালকদের মাছ বাজার এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। চালকেরা বিপাকে পড়েছেন। তাঁদের শৌচাগারের ব্যবস্থাও নেই। একই রকমের সমস্যায় পড়েছেন আলু পিঁয়াজ বাজারের মহিলা কর্মীরা। সিটুর জেলা সম্পাদক অজিত সরকার বলেন, “অটো ভ্যান চালকেরা দুই দশক ধরে মাছ বাজার এলাকায় স্ট্যান্ড গড়ে জীবিকা চালাচ্ছেন। হঠাৎ করে তা সরিয়ে দেওয়া যায় না।” মহকুমাশাসক সৌরভ পাহাড়ি বলেন, “মাছ বাজার এলাকায় অটো স্ট্যান্ড তৈরির মতো জমি নেই। তবে চালকদের দাবি খতিয়ে দেখা হবে।”
|
পাশে এসজেডিএ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রয়োজনে বার অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিল এসজেডিএ। মঙ্গলবার শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের এক সভায় এ আশ্বাস দেন চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। ক্রেতা সুরক্ষা মন্ত্রী সুনীল তিরকি, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকারকে সংবর্ধনা জানানো হয়। সভায় শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্তও ছিলেন। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ রায় বলেন, “এসজেডিএ-র চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের যে কোনও উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার ৪ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানায়, মৃতার নাম, মিনতি চৌধুরী (১৯)। বছর দুয়েক আগে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজ চৌধুরীর সঙ্গে মিনতির বিয়ে হয়। মিনতির বাবা অমিত বর্মনের অভিযোগ, মিনতির উপর শ্বশুর বাড়ির লোকজন মিনতিকে খুন করেছে। পণের দাবিতে তাঁর উপর দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হত বলেও তিনি অভিযোগ করেছেন। অভিযোগের ভিতিত্তে মিনতির স্বামী মনোজ, শ্বশুর উমেশ চৌধুরী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
|
আন্দোলনে বামেরা |
চার হাজার টাকা কুইন্টাল দরে পাট কেনার দাবিতে কোচবিহারে আন্দোলনে নামছেন বামফ্রন্টের শরিক দলের কৃষক সংগঠনের নেতা-কর্মীরা। সিপিএমের পাশাপাশি সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মীরা ওই আন্দোলন করবেন। আগামী ১৬ অগস্ট জেলার সব কটি বিডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।
|
অভিযুক্ত তৃণমূল |
তৃণমূলের এক দল নেতা-কর্মীর বিরুদ্ধে কংগ্রেসের পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে। ডুয়ার্সের শামুকতলায় ঘটনাটি ঘটেছে। সোমবার তৃণমূলের তিন নেতার বিরুদ্ধে শামুকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। সোমবার আলিপুরদুয়ার ২ ব্লকে শামুকতলা থানায় সদ্য তৃণমূলে আসা দুই তৃণমূল নেতা সুকুমার ঘোষ, বিজু বৈদ্য এবং তৃণমূল ব্লক কমিটির সহ সম্পাদক মানবেন্দ্র চন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূল ছেড়ে সদ্য কংগ্রেস দলে আসা তথা শামুকতলা অঞ্চল কংগ্রেসের আহ্বায়ক রাজা চক্রবর্তী অভিযোগে দাবি করেছেন, “জবরদস্তি অফিস দখল নিয়ে কংগ্রেসের পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে।” শামুকতলা পঞ্চায়েতের সদস্য বিজু বৈদ্য বলেন, “আমরা নিজেদের টাকা খরচ করে ঘর করেছি। ওই ঘরের মালিক আমরা। কংগ্রেসের ওই ঘরের উপর অধিকার নেই।”
|
চুরি |
ভরদুপুরে চুরির ঘটনা ঘটেছে জলপাইগুড়ির শক্তিনগরে। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ মৌসুমী সাহা মেয়ে রাজশ্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান। ঘন্টা দেড়েক পরে ফিরে দেখেন সদর দরজা ভেতর থেকে আটকানো । মৌসুমী দেবী প্রতিবেশীদের খবর দেন। দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখা যায় আলমারি-সহ ঘরের আসবাবপত্র এলোমেলো। বাড়ির পেছন দরজার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।
|
বধূ আত্মঘাতী |
গলায় ফাঁস লাগিয়ে এক বধূ আত্মঘাতীয় হয়েছেন। মঙ্গলবার শামুকতলার শক্তিনগরে ঘটনাটি ঘটে। মৃতার নাম ঊষা দেবনাথ (৫০)। তিনি দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিলেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে।
|
বিচারক বদলি |
বদলি হলেন শিলিগুড়ির অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট কোর্ট) রবীন্দ্রনাথ সামন্ত। দু’বছর শিলিগুড়ি আদালতে ছিলেন তিনি। তাঁকে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে নিয়োগ করা হয়। মঙ্গলবার তিনি দায়িত্ব বুঝিয়ে দেন। |
|