টুকরো খবর
স্কুল ছুটি হল না খুকুড়দহে
সোমবার, বাইশে শ্রাবণ রবীন্দ্র প্রয়াণ-দিবস পালন করেননি স্কুল কর্তৃপক্ষ। তাই, মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলে মঙ্গলবার বাড়তি ছুটি ঘোষণা হলেও দাসপুরের খুকুড়দহ স্কুল খোলা রাখারই নির্দেশ দিলেন স্কুল পরিচালন সমিতির সম্পাদক তথা শাসকদল তৃণমূলের স্থানীয় নেতা কার্তিক ভুঁইয়া। হাজির শিক্ষকদের বিকেল চারটে পর্যন্তই স্কুলেই থাকতে হল। ক্লাস হল অন্য দিনের মতোই। এবং হাজিরা খাতায় অনুপস্থিত শিক্ষকদের নামের পাশে পড়ল লাল কালির দাগ। খুকুড়দহ পঞ্চায়েতের উপপ্রধান কার্তিকবাবুর বক্তব্য, “সরকার বাইশে শ্রাবণ স্কুলে-স্কুলে রবীন্দ্র-স্মরণে অনুষ্ঠান করার নিদের্শ দিয়েছিল। অনেক স্কুলের ছোট ছোট পড়ুয়ারা প্রবল বৃষ্টির মধ্যে অনুষ্ঠানে অংশ নেয়। তাদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মঙ্গলবার বাড়তি ছুটির কথা বলেছিলেন। কিন্তু খুকুড়দহ স্কুলে সোমবার কোনও অনুষ্ঠান হয়নি। তাই মঙ্গলবার বাড়তি ছুটিরও কোনও প্রশ্ন ওঠে না।” সহকারী প্রধান শিক্ষক বিজয় সাহুয়ের বক্তব্য, “সোমবার রবীন্দ্র-মূর্তিতে মাল্যদানের কর্মসূচি নেওয়া হয়েছিল। মঙ্গল ও বুধবার অনুষ্ঠান করার কথা ছিল।” মঙ্গলবার অবশ্য অনুষ্ঠান হয়নি। বুধবার হবে বলে জানিয়েছেন বিজয়বাবু।

আদিবাসী দিবস
ছবি তুলেছেন দেবরাজ ঘোষ।
আদিবাসী ছাত্র সংগঠন ‘ভারত জাকাত সান্তাড় পাঠুয়া গাঁওতা’র উদ্যোগে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামের প্রিয়া মঞ্চে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উদ্যাপন এবং পঞ্চম বর্ষ আদিবাসী ছাত্র-যুব কনভেনশন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু, মহকুমা অনগ্রসর শ্রেণিকল্যাণ আধিকারিক শিবানীশঙ্কর দাস প্রমুখ।

সিপিএম নেতাদের শাস্তির দাবি মঞ্চের
সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দীপক সরকার, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুশান্ত ঘোষ, আগুইবনি লোকাল কমিটির সম্পাদক প্রশান্ত দাস-সহ সমস্ত ‘হার্মাদ’ নেতার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করল ‘সন্ত্রাস, দুর্নীতি ও সাম্রাজ্যবাদী আগ্রাসন-বিরোধী গণতান্ত্রিক মঞ্চ’। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামের গাডরো গ্রামের মাঠে আয়োজিত ওই সমাবেশে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। মঞ্চের সম্পাদক অশোকজীবন ও অন্য বক্তারা বলেন, “যৌথ বাহিনী প্রত্যাহারের পাশাপাশি জঙ্গলমহলে অশান্তির জন্য দায়ী দীপক সরকার ও তাঁর সঙ্গীদের গ্রেফতার করা না হলে শান্তি ফেরানো সম্ভব নয়।” ছত্রধর মাহাতো-সহ রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ইউএপিএ বাতিল-সহ অন্য নানা দাবিতেও সোচ্চার হন মঞ্চের নেতা-কর্মীরা।

দুর্ঘটনায় মৃত্যু
দিঘা মোহনায় যাওয়ার পথে সোমবার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। নিহত যুবকের নাম দেবব্রত বর (২৩)। বাড়ি কাঁথি-৩ ব্লকের লাউদা গ্রাম পঞ্চায়তের রঘুনন্দনপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির মধ্যে দিঘা মোহনায় নিজেদের মাছের আড়তে যাওয়ার পথে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে লরির সামনে পড়েন ওই যুবক। লরিটি পিষে চলে গেলে দুর্ঘটনাস্থলেই দেবব্রতর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অন্য দিকে সোমবার সন্ধ্যায় কাঁথি বাইপাসে একটি মিনি লরি ট্রেকারের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ৩ জন আহত হন। আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ মিনি লরি ও ট্রেকারটিকে আটক করেছে।

ছিনতাই ঝাড়গ্রামে
রাস্তায় মাথায় পিস্তল ঠেকিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে বেশ কিছু দামি মোবাইল ফোন ও নগদ মিলিয়ে কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চম্পট দিল মোটবাইক আরোহী দুই দুষ্কৃতী। সোমবার রাত পৌনে ৯টা নাগাদ ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের তেঁতুলতলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের সুভাষচক এলাকার একটি মোবাইল ফোনের দোকানের মালিক কিংশুক পণ্ডা দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন। কিংশুকবাবুর কাছে তিনটি ব্যাগে বেশ কিছু মোবাইল ফোন, রিচার্জ ভাউচার ও নগদ টাকা ছিল। রাতে দোকানে জিনিসপত্র রাখার ঝুঁকি নিতেন না কিংশুকবাবু। বাড়িতে নিয়ে যেতেন। ছিনতাইয়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কেউ অবশ্য ধরা পড়েনি।

জেলা সম্মেলন
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা জাতীয়তাবাদী শিক্ষাবন্ধু সমিতির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল কাঁথির রাখালচন্দ্র বিদ্যাপীঠে। ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী, জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন ও কাঁথির পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। সম্মেলনে ৬ দফা দাবি-দাওয়া নিয়ে আলোচনা ছাড়াও অশোককুমার গিরিকে সভাপতি ও দশরথ মান্নাকে সম্পাদক করে ১৩ জনের জেলা-কমিটি গঠন করা হয়।
Previous Story Next Story


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.