টুকরো খবর
|
‘সঙ্কটময় রাজত্ব’, বললেন অশোক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কেন্দ্রে কংগ্রেস এবং রাজ্যে তৃণমূল ‘সঙ্কটময় রাজত্ব’ তৈরি করেছে বলে মন্তব্য করলেন প্রবীণ বাম নেতা অশোক ঘোষ। রাজ্যে যে ভাবে ‘বাম রাজনীতিকে শেষ করার চক্রান্ত’ চলছে, তার বিরুদ্ধে তাঁরা প্রবল গণ-আন্দোলন গড়ে তুলবেন বলেও জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক। দুর্নীতির প্রতিবাদ এবং জল-জমি-জঙ্গলের অধিকার প্রতিষ্ঠা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারিকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষণার দাবিতে মঙ্গলবার কন্যাকুমারী থেকে ‘ভারত যাত্রা’র সূচনা করেছে ফব। নেতাজির অন্তর্ধান নিয়ে মুখার্জি কমিশনের রিপোর্ট যাতে কেন্দ্র গ্রহণ করে, সেই দাবিও অন্তর্ভুক্ত করা হয়েছে ‘ভারত যাত্রা’র মধ্যে। ‘অগস্ট ক্রান্তি দিবস’ এবং ‘ভারত যাত্রা’র সূচনা উপলক্ষে এ দিন মহাজাতি সদনে অশোকবাবু বলেন, “মনমোহন সিংহেরা কোথায় এনে দাঁড় করিয়েছেন দেশটাকে! দুর্নীতি চরমে। জিনিসপত্রের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে! মন্ত্রীরা কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন! ভারতবাসীর মুখে চুনকালি পড়ছে! কংগ্রেস, তৃণমূল বা বিজেপি-ই হোক, গোটা দেশ এবং রাজ্যগুলিকে সঙ্কটময় রাজত্ব গড়ে তুলেছে।”
|
মেঘালয়ে সংঘর্ষে নিহত চার গারো জঙ্গি |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কম্যান্ডোদের সঙ্গে সংঘর্ষে মেঘালয়ে চার গারো জঙ্গির মৃত্যু হল। এদের মধ্যে রয়েছেন ‘বিদ্রোহী’ পুলিশ কনস্টেবল তথা জিএনএলএ সংগঠনের উপ-সেনাধ্যক্ষ রোস্টার সাংমা। জখম হন এক পুলিশ অফিসারও। মেঘালয় পুলিশের ডিআইজি (পশ্চিম) জি এইচ পি রাজু জানান, পূূর্ব গারো জেলার উইলিয়ামনগরের কাছেই, বোলকিংগ্রের জঙ্গলে জিএনএলএ-এর গোপন ঘাঁটির সন্ধান পায় পুলিশ। গত কাল রাত দেড়টা নাগাদ মেঘালয় পুলিশের ‘স্পেশ্যাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিক্স’ (সোয়াট) বাহিনীর কম্যান্ডোরা জঙ্গলে হানা দেয়। পুলিশ ঘিরে ফেলেছে বুঝতে পেরেই জঙ্গিরা গুলি চালাতে থাকে। কম্যান্ডোরাও পাল্টা জবাব দেন। ঘণ্টাখানেকের উপর চলে গুলির লড়াই। ডারউইন শিরা ও বিএম সাংমা নামে দুই জঙ্গি পালিয়ে গেলেও রোস্টার, পিটার মোমিন, হেনিটসন সাংমা ও জেকিল মারাক ঘটনাস্থলেই মারা যায়। ‘সোয়াট’ বাহিনীর সাব ইনস্পেক্টর সেংগোরান মারাকের ডান হাতে গুলি লাগে। ঘটনাস্থল থেকে একটি একে-৮১ রাইফেল, একটি এম ১৬ রাইফেল, একটি পিস্তল, আটটি গ্রেনেড, একে ও ইনস্যাস রাইফেলের ৩০০ রাউন্ড কার্তুজ, একটি গ্রেনেড লঞ্চার, দুটি মোবাইল ও কয়েকটি সিমকার্ড মিলেছে। পুলিশের মতে, উপ সেনাধ্যক্ষ রোস্টার ছিলেন সেনাধ্যক্ষ সোহন ডি শিরার ডান হাত ও কেন্দ্রীয় এরিয়া কম্যান্ডার। তাঁর মৃত্যুতে জিএনএলএ বড় ধাক্কা খেল।
|
১০০ ঘণ্টার বন্ধে অচল ডিমা হাসাও |
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
১০০ ঘন্টার বন্ধে ডিমা হাসাও জেলার অ-ডিমাসা অধ্যুষিত এলাকাগুলিতে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। ডিমা হাসাওয়ের অ-ডিমাসা উপজাতিদের জন্য পৃথক জেলা এবং স্বশাসিত পরিষদ গঠনের দাবিতে এই বন্ধ ডেকেছে ইন্ডিজেনাস পিপলস ফোরাম। এতে হাফলং, মাহার, হারাঙ্গাজাও ও ডিটকছড়ায় দোকানপাট, সরকারি, আধা-সরকারি অফিস, শিক্ষপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে রবিবার রাত একটা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ডাকা এই বন্ধে ডিমাসা প্রধান অঞ্চলে কোনও প্রভাব পড়েনি। মাইবাং, উমরাংশু প্রভৃতি এলাকায় বন্ধের কোনও প্রভাব নেই।
উত্তর-পূর্ব সীমান্ত রেল অবশ্য পাঁচ দিনের জন্য ডিমা হাসাও জেলার উপর দিয়ে চলাচলকারী সমস্ত যাত্রিবাহী ট্রেন ও মালগাড়ির চলাচল বন্ধ করে দিয়েছে। পরিবহণ-মালিকরাও এই দিনগুলিতে তাঁদের গাড়ি রাস্তায় না নামানোর সিদ্ধাম্ত নিয়েছেন। পুলিশ জানিয়েছে, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। কাউকে গ্রেফতারের প্রয়োজন পড়েনি। বন্ধে ডিমা হাসাও ছাড়াও বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম ও মণিপুরের মানুষ ট্রেনের জন্য বিপাকে পড়েছেন। ডিএইচডি জুয়েল গোষ্ঠী-র দাবি মেনে উত্তর কাছাড় পার্বত্য জেলার নাম বদলে ডিমা হাসাও করার পর থেকেই অ-ডিমাসা উপজাতিরা জেলা বিভাজনের দাবি তোলেন।
|
কেরোসিন বিস্ফোরণ, অসমে গ্রেফতার পাঁচ |
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
কেরোসিন তেল থেকে বিস্ফোরণে মৃত্যু ও জখমের জেরে অসমের ধুবুরির বিভিন্ন তেল ডিপোর পাঁচ ম্যানেজারকে গ্রেফতার করা হল। সোমবার রাতে ধুবুরি, গৌরীপুর ও গোলকগঞ্জ থেকে ওই পাঁচজনকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম পবন শর্মা, বাচ্চু ধর, সুরজ জৈন, সুরজিৎ তরফদার ও চন্দ্রমোহন সিংহ। কেরোসিন বিস্ফোরণে মৃতদের পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতেই তাদের ধরা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ধৃতদের এদিন ধুবুরি জেলা আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত জুলাই মাস থেকে ধুবুরিতে কেরোসিন তেল থেকে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। জখম ৭০ জনের বেশি। ধুবুরি ছাড়াও অসমের কয়েকটি জেলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধুবুরিতেই পুলিশের তরফে এ পর্যন্ত মোট ৬০টি মামলা দায়ের করা হয়েছে। মৃতদের পরিবারের পক্ষ থেকেও আরও ১১টি মামলা দায়ের হয়েছে। ওই সমস্ত তেলের ডিপোয় তেল সরবরাহ করা হয় ইন্ডিয়ান অয়েলের তরফে। পুলিশ তেল ডিপোর পাঁচ ম্যানেজারকে ধরলেও ওই তেল সংস্থার বিরুদ্ধে এখনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
|
গিরিডিতে জঙ্গি বাঙ্কারে মিলল ১৭টি ল্যান্ডমাইন |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
গিরিডিতে চেচারিয়া জঙ্গলের মধ্যে সন্ধান মিলল মাওবাদীদের দু’টি গোপন বাঙ্কারের। মাটির তলায় গড়ে তোলা ওই বাঙ্কার থেকে ঝাড়খণ্ড পুলিশ উদ্ধার করেছে ১৭টি ল্যান্ডমাইন, ৩০ কিলোগ্রাম বিস্ফোরক এবং বেশ কিছু মাওবাদী পোস্টার পত্রপত্রিকা। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে জঙ্গলের মধ্যে সিআরপি ও রাজ্য পুলিশের যৌথ অভিযানের সময়ই নজরে আসে বাঙ্কার দু’টি। অস্ত্রশস্ত্র উদ্ধারের পর পুলিশ ওই বাঙ্কার দু’টি গুঁড়িয়ে দেয়।
অন্য দিকে আজই গিরিডির পুলিশ সুপার এ ভি হোমকারের সামনে অস্ত্র-সহ আত্মসমর্পণ করেছে বাবুমণি নামে এক মাওবাদী নেতা। পুলিশ সুপার জানান, ২০০২ সালে এই জঙ্গিই ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডির কনভয়ে হামলা চালিয়েছিল। মরান্ডি তখন গিরিডিরই গোটিয়া গ্রামে ‘জনতা দরবার’ করতে যাচ্ছিলেন। আক্রমণ প্রতিহত করে পুলিশ। মাওবাদী হিংসাত্মক কার্যে জড়িত থাকার একাধিক অভিযোগ আছে বাবুমণির নামে। এ দিন বাবুমণি আত্মসমর্পণের সময় এসপিকে একটি বন্দুক ও কিছু বুলেট দেয়।
|
ঝাড়খণ্ড জুড়ে চলছে রবীন্দ্র স্মরণ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
রবীন্দ্র-ভাবনার পথ ধরে কবির তিরোধান-দিবস জীবনেরই উৎসব হয়ে উঠল ঝাড়খণ্ডে। তুমুল বর্ষণের কারণে রাঁচিতে রবীন্দ্র-অগ্রজ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাস-ভবন টেগোর-হিলে খোলা আকাশের নীচে অনুষ্ঠান আয়োজন করা যায়নি। কিন্তু জামশেদপুরের টেগোর সোসাইটি প্রতি বারের মতই এই দিনটিতে বৃক্ষ-রোপণ উৎসবে সামিল হয়। সংস্থার সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলেন, “রবীন্দ্রনাথের কাছে মৃত্যু হল এক জীবন থেকে আর এক জীবনে উত্তরণ। সবুজ বাঁচাতে বৃক্ষ-রোপনেও তিনিই পথিকৃৎ। কবির তিরোধান-দিবস তাই এই কাজের মধ্যেই আমরা স্মরণ করি।” রাঁচির শতাব্দী-প্রাচীন ইউনিয়ন ক্লাব ও লাইব্রেরি-র অনুষ্ঠানেও কবির জীবন-দর্শনের ছাপ ফুটে উঠল। সংস্কৃতি-প্রেমী সুবীর লাহিড়ি, চিন্টু লাহিড়ি, প্রণতি লাহিড়ি, শুভাশিস মিত্রদের তত্ত্বাবধানে সঙ্গীত-আলেখ্য উপস্থাপনা করা হয়। টেগোর সোসাইটির সঙ্গীত-শিক্ষার্থী ও শিক্ষকেরাও সন্ধ্যায় গানে গানে কবিকে স্মরণ করেন। গিরিডি, দুমকা, সিংভূমের নানা স্থানেও পরম শ্রদ্ধায় পালিত হয়েছে কবির প্রয়াণ দিবস।
|
মহারাষ্ট্রে পুলিশের গুলিতে হত ৪ কৃষক |
সংবাদসংস্থা • পুণে |
মহারাষ্ট্রে কৃষক বিক্ষোভের সময়ে পুলিশের গুলিতে এক মহিলা সহ চার জন নিহত হয়েছেন। পাওনা বাঁধ থেকে পাইপলাইনের মাধ্যমে পিম্পরি চিঞ্চওয়াড় শহরে জল সরবরাহ করতে উদ্যোগী হয়েছে সরকার। স্থানীয় কৃষকদের দাবি, ওই প্রকল্প কার্যকর করা হলে নিজেদের জমি হারাবেন তাঁরা। আশপাশের গ্রামগুলিতে জলের তীব্র সঙ্কট দেখা দেবে। আজ মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে আটকে সভা করছিলেন কৃষকরা। পুণে পুলিশে গ্রামাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সুপার সন্দীপ কার্ণিক জানিয়েছেন, বার বার অনুরোধেও বিক্ষোভকারীরা সরতে রাজি হননি। এর পরে পুলিশের উপরে হামলা চালায় জনতা। কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। এর পরে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। গুলিতে নিহত হন চার জন। জনতার ছোড়া পাথরের ঘায়ে ২৫ জন পুলিশ আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। হিংসায় যুক্ত থাকার অভিযোগে ৩০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেদের দাবির সমর্থনে বন্ধও ডাকেন কৃষকরা।
|
মহারাষ্ট্রে পুলিশের গুলিতে হত ৪ কৃষক |
সংবাদসংস্থা • পুণে |
মহারাষ্ট্রে কৃষক বিক্ষোভে পুলিশের গুলিতে এক মহিলা সহ চার জন নিহত হয়েছেন। পাওনা বাঁধ থেকে পাইপলাইনের মাধ্যমে পিম্পরি চিঞ্চওয়াড় শহরে জল সরবরাহ করতে উদ্যোগী হয়েছে সরকার। স্থানীয় কৃষকদের দাবি, প্রকল্প কার্যকর হলে নিজেদের জমি হারাবেন তাঁরা। আশপাশের গ্রামগুলিতে জলের সঙ্কট দেখা দেবে। আজ মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে আটকে সভা করছিলেন কৃষকরা। পুণে পুলিশে গ্রামাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সুপার সন্দীপ কার্ণিক জানান, অনুরোধেও বিক্ষোভকারীরা সরেননি। পুলিশের উপরে হামলা চালায় জনতা। কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। এর পর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। গুলিতে নিহত হন ৪ জন। জনতার ছোড়া পাথরে ২৫ জন পুলিশ আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হিংসায় যুক্ত থাকার অভিযোগে ৩০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজেদের দাবির সমর্থনে বন্ধও ডাকেন কৃষকরা। এই ঘটনার জেরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।
|
ভর্তুকির টাকা দেওয়া হতে পারে ক্রেতাদের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
২০১২ সালের মধ্যে কেরোসিনে ভতুর্কির টাকা সরাসরি গরিব মানুষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে আজ এ কথা জানিয়েছেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী নমো নারায়ণ মিনা। তিনি জানিয়েছেন, এই বিষয়ে একটি অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে নন্দন নিলেকানির নেতৃত্বাধীন টাস্ক ফোর্স। রিপোর্টটি খতিয়ে দেখা হচ্ছে। ২০১২ সালের মার্চ মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করা যাবে বলে আশা কেন্দ্রের। বর্তমানে রেশন ব্যবস্থার মাধ্যমে গরিব মানুষকে কম দামে কেরোসিন বিক্রি করা হয়। সে ক্ষেত্রে ভর্তুকি দেয় কেন্দ্র। কিন্তু রেশন ব্যবস্থায় প্রচুর অপচয়ের ফলে ভর্তুকি দেওয়ার উদ্দেশ্য অনেক সময়ে ব্যর্থ হয়ে যায়। তাই সরাসরি ভর্তুকির টাকা ক্রেতাদের দেওয়ার কথা ভাবছে সরকার। মিনা জানান, রান্নার গ্যাস ও সারের ক্ষেত্রেও ভর্তুকির টাকাও ক্রেতাদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ধাপে ধাপে এই পরিকল্পনা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
|
পথ দুর্ঘটনায় মৃত ২ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
একটি ট্রাক এবং রিক্শা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুও রয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও চার জন। আজ সকালে ঘটনাটি ঘটেছে বিহারের দ্বারভাঙ্গায়। পুলিশ সূত্রে খবর, একটি বাঁকের মুখে ট্রাক এবং ওই রিক্শা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিক্শাভ্যানের দুই যাত্রীর।
|
বিচারপতির ইমপিচমেন্ট শুরুর আর্জি |
নিজস্ব প্রতিবেদন |
সংসদের চলতি অধিবেশনেই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনকে ইমপিচ করার প্রক্রিয়া শুরু করতে সক্রিয় হল বাম-বিজেপি। সৌমিত্র সেনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কমিটি গত বছরেই রিপোর্ট পেশ করেছে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে। বাম ও বিজেপির সাংসদরা আজ নোটিস দিয়ে বিষয়টি নিয়ে আলোচনা চান। সংসদে আলোচনার সময় বিচারপতি সৌমিত্র সেন নিজে বা তাঁর কৌঁসুলিকে দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেতে পারেন। তাঁর বক্তব্য শুনে ভোটাভুটিতে বিচারপতির ভাগ্য নির্ধারণ হতে পারে।
|
সিবিআইয়ের জবাব তলব |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টু-জি কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় চন্দ্র ও বিনোদ গোয়েন্কার জামিন নিয়ে সিবিআইয়ের জবাব চাইল সুপ্রিম কোর্ট। দু’সপ্তাহের মধ্যে সিবিআইকে এই বিষয়ে তাদের জবাব জানাতে হবে। টু-জি মামলায় সঞ্জয় ও বিনোদের জামিন বাতিল করেছে দিল্লি হাইকোর্ট। তার পরে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন তাঁরা। ইউনিটেক ওয়্যারলেসের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় তাঁর আবেদনে জানিয়েছেন, তিনি ১০৮ দিন ধরে জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ হয়ে গিয়েছে বলে বিশেষ আদালতকে জানিয়েছে সিবিআই। তদন্তে তিনি সিবিআইকে সব রকম সাহায্য করেন।
|
বিস্ফোরণে ধৃত এক |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মুম্বইয়ে বিস্ফোরণে সূত্রে এক জনকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। ধৃত ব্যক্তি বিস্ফোরণ ঘটানোর সময়ে জঙ্গিদের ব্যবহৃত একটি স্কুটার চুরি করেছিল বলে অভিযোগ।
|
বসপা’র ৩ নেতা বহিষ্কৃত |
সংবাদসংস্থা • লখনউ |
দলীয় দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তিন নেতাকে বহিষ্কার করল বসপা। এর মধ্যে সরোজিনী নগর আসনের প্রার্থীও রয়েছেন।
|
উত্তরপত্র দেখানোর রায় সুপ্রিম কোর্টেরও |
পরীক্ষার্থীরা চাইলে তথ্যের অধিকার আইন অনুযায়ী তাঁদের উত্তরপত্র দেখাতে হবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিচারপতি আর ভি রবীন্দ্রন এবং এ কে পট্টনায়কের বেঞ্চ জানিয়েছে, তথ্যের অধিকার আইন অনুযায়ী পরীক্ষার উত্তরপত্রও ‘তথ্য’ বলে গণ্য। কলকাতা হাইকোর্ট ২০০৯ এর ৫ ফেব্রুয়ারি একটি রায়ে জানিয়েছিল যে পরীক্ষার্থীরা চাইলে তাঁদের উত্তরপত্র দেখাতে হবে। সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, স্কুল সার্ভিস কমিশন ইত্যাদি প্রতিষ্ঠান। কিন্তু এ দিন কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।
|
দুষ্কৃতী হানায় জখম ৩ |
অরুণাচল সীমা পার করে একদল দুর্বৃত্ত ফের অসমের দিকে এসে তাণ্ডব চালাল। জখম হলেন এক মহিলা-সহ তিন জন। উজানি অসমের লখিমপুরে, অসম-অরুণাচল সীমানায় থাকা রাজগড় গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, গত কাল রাতে অরুণাচলের দিক থেকে আসা দুষ্কৃতীরা গ্রামের বাড়ি লক্ষ করে পাথর ছুড়তে থাকে। বাইরে বেরিয়ে আসেন রাজেশ তাঁতি, সুমি তাঁতি ও মানু হাঁসদা। তাঁদের লক্ষ করে দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনায় জড়িত সন্দেহে অরুণাচলের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। |
|