জিপিএস প্রযুক্তি এ বার
সল্টলেকের পুলিশের হাতেও
চমকা বিপদে পড়া নাগরিকের দরজায় চটজলদি পৌঁছতে টহলদারি গাড়িতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) বসাচ্ছে সল্টলেকের পুলিশ। ১০০ ডায়াল-এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে গোটা ব্যবস্থাটি।
রাজ্য পুলিশের ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) সিদ্ধিনাথ গুপ্ত জানিয়েছেন, সল্টলেকের রাস্তায় রাতে টহল দেওয়া গাড়ি বা মোটরবাইক ঠিক কোথায় রয়েছে, এ বার বিধাননগর উত্তর থানার কন্ট্রোল রুমে বসে জিপিএস-এর সাহায্যে তা দেখা যাবে। কন্ট্রোল রুমের পর্দায় ফুটে উঠবে কোন টহলদারি গাড়ি কোথায় রয়েছে। সেই অবস্থান দেখে নির্দিষ্ট গাড়িকে পাঠিয়ে দেওয়া হবে নির্দিষ্ট ঠিকানায়। আপাতত ১৫টি জিপ এবং ৬টি মোটরবাইকে জিপিএস বসানো হচ্ছে।
কলকাতা পুলিশে অবশ্য মাস নয়েক আগেই টহলদারি গাড়িতে জিপিএস বসানো হয়েছে। ১০০ ডায়ালের সঙ্গে তা জোড়া রয়েছে। রেডিও ফ্লাইং স্কোয়াড (আরএফএস) এবং হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (এইচআরএফএস)-এর ৮০টি গাড়িতে এই ব্যবস্থা থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো যাচ্ছে বলে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) জাভেদ শমিম জানিয়েছেন। তিনি বলেন, “কন্ট্রোলে বসে আমরা জানতে পারছি, খবর পাওয়ার পরে নিকটবর্তী আরএফএস এবং এইচআরএফএস কত তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছচ্ছে।”
টহলদারি গাড়িতে জিপিএস বসানোর পাশাপাশি ১০০ ডায়াল-এর জন্য সল্টলেকে বসানো হচ্ছে নতুন কম্পিউটার ব্যবস্থাও। সল্টলেকের যে কোনও ল্যান্ড ফোন থেকে ১০০ ডায়াল করলেই সেই ফোন কোন বাড়ি থেকে আসছে, মালিকের নাম কী এ সব তথ্য ফুটে উঠবে পুলিশ কন্ট্রোল রুমের মনিটরে। বাড়ির ঠিকানা এবং তার ভৌগোলিক অবস্থান জানা গেলেই টহলদার গাড়ি পৌঁছে যাবে সেখানে। মোবাইল ফোনের ক্ষেত্রেও সেটির মালিকের নাম ও ঠিকানা জানা যাবে। তবে এ ক্ষেত্রে ওই ব্যক্তি নিজের অবস্থান না জানালে তা খুঁজে পেতে কিছুটা সময় লাগবে বলে পুলিশকর্তারা জানিয়েছেন।
১০০ ডায়ালের ছয়কাহন
• সল্টলেক কন্ট্রোলে নতুন কম্পিউটার ব্যবস্থা
• ১০০-য় ফোন এলে ফুটে উঠবে ঠিকানা
• সল্টলেকে টহলদারি গাড়িতে জিপিএস
• কন্ট্রোল বুঝতে পারবে কোন গাড়ি কোথায়
• গাড়ি পৌঁছবে নির্দিষ্ট ঠিকানায়
• গাড়ি না পৌঁছলেও ধরা যাবে
সিদ্ধিনাথবাবুর কথায়, “১০০ ডায়াল ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না তার উপরে এ বার থেকে বিশেষ নজরদারি চালানো হবে। যদি কোনও ফোন কেউ না তোলে, সে ক্ষেত্রে ওই তথ্যও রয়ে যাবে কম্পিউটারে। কন্ট্রোল রুম ফোন ধরলেই কথোপকথন রেকর্ড হয়ে যাবে। ফলে সংশ্লিষ্ট কর্মী কী ব্যবস্থা নিলেন তা-ও জানা যাবে। অনেক সময়ে এমন পরিস্থিতি হতে পারে, যেখানে ১০০ ডায়াল করেও কথা বলতে পারছেন না আক্রান্ত কেউ। তখন কম্পিউটারে ফুটে ওঠা তথ্য সাহায্য করবে পুলিশকে। ঠিকানা জানা যাবে।” এত দিন কন্ট্রোল রুমের দায়িত্বে থাকতেন সাব-ইন্সপেক্টর স্তরের অফিসার। সিদ্ধিনাথবাবু জানিয়েছেন, এ বার থেকে ইন্সপেক্টর বা ডিএসপি পদমর্যাদার কোনও অফিসারকে সল্টলেকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে কন্ট্রোল রুমে পুলিশকর্মীর সংখ্যাও। রাতের দিকে আচমকা কন্ট্রোল রুম পরিদর্শনে আসবেন অফিসারেরাও।
মাত্র দিন কয়েক আগেই সল্টলেক-লাগোয়া বিধান নিবাসে একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ৯২ বছরের এক বৃদ্ধার মুকে প্লাস্টিক গুঁজে তাঁর মুখ বেঁধে দিয়েছিল। শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান। সে দিনও বিধান নিবাস থেকে ১০০ ডায়াল করা হয়েছিল। সেই ফোন যাওয়ার কথা ছিল কলকাতা পুলিশের কাছে (কারণ, ওই এলাকা কলকাতা পুলিশের আওতায়)। অথচ তা গিয়েছিল সল্টলেক পুলিশের কন্ট্রোল রুমে। সেখানেও অবশ্য কেউ ফোন তোলেনি। সে দিনের ঘটনার পরে প্রশ্ন ওঠে, বিধান নিবাস থেকে ১০০ ডায়ালের যে ফোন কলকাতা পুলিশের কাছে যাওয়ার কথা ছিল, তা কী করে বিধাননগরে চলে গেল। আর যদি যায়ও, কেউ ফোন তুলল না কেন।
এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই ১০০ ডায়াল ব্যবস্থাকে ঢেলে সাজছে কলকাতা ও রাজ্য পুলিশ। টেলিকম দফতর কিন্তু বলছে, এমন অনেক এলাকা রয়েছে যা কলকাতা পুলিশের আওতায়, অথচ সেই এলাকার ফোন থেকে ১০০ ডায়াল করলেই চলে যাচ্ছে জেলা পুলিশের কাছে। উল্টো ঘটনাও ঘটছে। টেলিকম দফতরের এনফোর্সমেন্ট রিসোর্স অ্যান্ড মনিটরিং (টার্ম) সেল-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল অতনু ঘোষ বললেন, “একই সমস্যা রয়েছে জেলাগুলির মধ্যেও। উত্তর ২৪ পরগনার কিছু ফোন কল (১০০ ডায়াল) চলে যাচ্ছে নদিয়ায়। আবার দক্ষিণ ২৪ পরগনার ফোন চলে যাচ্ছে উত্তরে। সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা হচ্ছে।” সম্প্রতি ‘টার্ম’ সেলের সঙ্গে বৈঠক করে তাদের থানাভিত্তিক মানচিত্র দিয়েছেন কলকাতা পুলিশের কর্তারা। ১০০ ডায়াল করলে যাতে ঠিক কন্ট্রোল রুমে ফোন যায়, তা নিশ্চিত করতেই ওই থানাভিত্তিক মানচিত্র দেওয়া হয়েছে। টেলি-পরিষেবা সংস্থাগুলিকে বলা হয়েছে ওই মানচিত্র দেখে অবিলম্বে ত্রুটি শুধরে নিতে। মঙ্গলবার পাঁচ জেলার পুলিশকর্তারা টার্ম সেল-এর ডিরেক্টর মণীশ দাসের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন। তাঁদের কাছ থেকেও থানাভিত্তিক মানচিত্র চাওয়া হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.