টুকরো খবর

বাড়ল সুব্বারাওয়ের কাজের মেয়াদ
দু’বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর পদে ডি সুব্বারাওয়ের কাজের মেয়াদ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ২০১৩-এর ৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই পদে বহাল থাকবেন তিনি। বিশ্ব-মন্দার সময়ে ২০০৮-এ তিন বছরের জন্য দেশের শীর্ষ ব্যাঙ্কের গভর্নরের পদে যোগ দেন সুব্বারাও। তার আগে ছিলেন অর্থ সচিব। বিশেষজ্ঞদের মত, আমেরিকা-ইউরোপের এই আর্থিক টালমাটালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ভারতের শীর্ষ ব্যাঙ্কের কর্ণধার বদল করতে চায়নি কেন্দ্রও। লক্ষ্য অর্থনীতির হাল ধরার ক্ষেত্রে নীতির সামঞ্জস্য বজায় রাখা। তবে, চড়া মূল্যবৃদ্ধি রোধে ততটা সফল নন, এই সমালোচনাও শুনতে হচ্ছে তাঁকে। দেশের অর্থনীতিকে ফের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালনে তিনি কতটা সফল হন, সেটাই এখন দেখার বলে মত বিশেষজ্ঞদের।

রিলায়্যান্সের সঙ্গে দু’টি হোটেল গড়ছে ইআইএইচ
মুকেশ অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে হোটেল গড়বে ইস্ট ইন্ডিয়া হোটেল (ইআইএইচ)। প্রথম পর্যায়ে বেঙ্গালুরু এবং গোয়াতে দু’টি হোটেল গড়তে চান বলে জানান ইআইএইচের চেয়ারম্যান পিআরএস ওবেরয়। কারণ বেঙ্গালুরুতে ৮.২ ও গোয়ায় ৫৫ একর জমি আছে তাঁদের হাতে। তবে একই সঙ্গে গ্র্যান্ড হোটেল গোষ্ঠীর ওই কর্ণধার এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, ইআইএইচ-কে আইটিসি অধিগ্রহণ করতে পারে বলে যে গুজব রটেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে ইআইএইচের ১৪.৯% শেয়ার রিলায়্যান্সের হাতে। ওবেরয় বলেন, “রিলায়্যান্স গোষ্ঠী আমাদের বন্ধু শেয়ারহোল্ডার। তারা ইআইএইচের আরও বেশি শেয়ার কিনতে চাইলেও আপত্তি নেই।” তবে আইটিসি-র ক্ষেত্রেও একই মনোভাব কি না, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। আইটিসির ঝুলিতেও ইআইএইচের ১৪.৮% শেয়ার আছে। ৩৫% শেয়ার ওবেরয়দের। উল্লেখ্য, রিলায়্যান্সের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হোটেলগুলি পরিচালিত হবে ‘গ্র্যান্ড’ ব্র্যান্ড নামেই। বেঙ্গালুরুতে প্রকল্পের খরচ কমাতে ইআইএইচ হোটেল লাগোয়া আবাসন তৈরি করে বিক্রির পরিকল্পনাও নিয়েছে বলে জানান সংস্থাটির ভাইস চেয়ারম্যান এস এস মুখোপাধ্যায়।

রিলায়্যান্স-বিপি চুক্তিতে সায় কেন্দ্রের
ভারতে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের হাতে থাকা ২১টি তেল ও গ্যাস ব্লকের ৩০% অংশীদারি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)-কে বিক্রির চুক্তিতে সায় দিল কেন্দ্র। এর মধ্যে রয়েছে কেজি-ডি৬ ব্লকও। ফলে তেল ক্ষেত্রে দেশের বৃহত্তম বিদেশি লগ্নি আসার পথে আর কোনও বাধাই রইল না। এ বার চুক্তি সম্পূর্ণ করার বাকি প্রক্রিয়াগুলি সারবে দু’পক্ষ। চুক্তি মাফিক, এখন ৭২০ কোটি ও আগামী ক’বছরে আরও বেশ কয়েক কোটি লগ্নির হাত ধরে বিপি-র মোট বিনিয়োগ ছোঁবে ২,০০০ কোটি ডলার।

শপিং মলে এমটিএস
এমটিএস ব্র্যান্ডের মোবাইল ফোন, ডাটা কার্ড কিনতে উৎসাহীদের জন্য উত্তরবঙ্গে এই প্রথম শপিংমলে নিজেদের বিপণন কেন্দ্র চালু করল সংস্থাটি। মঙ্গলবার সেবকরোডে কসমস মলে ওই বিপণী চালু করেন কোম্পানির কলকাতা তথা রাজ্যের চিফ অপারেটিং অফিসার কেশব তেওয়ারি। ব্ল্যাকবেরি, এইচটিসি’র মতো এমটিএস মোবাইল ফোন, ওয়াইফাই রাইটার, ডাটা কার্ড মিলবে।

বাজারে থ্রি-জি ট্যাবলেট কম্পিউটার আনল রিলায়্যান্স কমিউনিকেশন্স। এটি অ্যান্ড্রয়েড প্রযুক্তি চালিত। আছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন। ওজন ৩৮৯ গ্রাম এবং মেমরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সংস্থার বিপণিতে এটি মিলবে ১২,৯৯৯ টাকায়।

নয়া গয়না বিপণি
সম্প্রতি বীরভূমের দুবরাজপুরে নতুন শোরুম খুলল গিনি এম্পোরিয়াম। সেটি উদ্বোধন করেন সংস্থার অংশীদার নীলিমা দে এবং দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.