|
|
|
|
টুকরো খবর |
|
চাল বিলি না হওয়ায় ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
খরা মোকাবিলার জন্য বরাদ্দ চাল কোথাও বিলি শেষ হয়েছে, কোথাও দেওয়ার কাজ চলছে। কিন্তু মানবাজার গ্রাম পঞ্চায়েতে এখনও পর্যন্ত চাল বিলি শুরু না হওয়ায় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। মানবাজার গ্রাম র্পী্চায়েতের প্রধান সিপিএমের অনুরূপা সেন বলেন, “সম্প্রতি দুই দলের বিবাদে চাল বিলি বন্ধ হয়ে গিয়েছিল। চাল বিলির জন্য বিডিও কমলচন্দ্র দে’র নির্দেশে তিন সদস্যের প্রতিনিধি দল প্রাপকদের নামের তালিকা তৈরি করেছেন।”
|
সারেঙ্গায় ভস্মীভূত দোকান
নিজস্ব সংবাদদাতা • সারেঙ্গা |
ভস্মীভূত হয়ে গেল বৈদ্যুতিন সরঞ্জামের একটি দোকান। রবিবার রাতে সারেঙ্গা বাজারের ঘটনা। দোকান মালিকের নাম মানিকচন্দ্র দত্ত। রাত সাড়ে ১২টা নাগাদ বাসিন্দারা পোড়া গন্ধ পেয়ে বেরিয়ে দেখেন দোকানটি জ্বলছে। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বাঁকুড়া থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। ততক্ষণে আসবাবপত্র পুড়ে গিয়েছে। মানিকবাবুর বাড়ি ওই এলাকাতেই। তিনি বলেন, “রাত আটটার পরে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। মধ্যরাতে পড়শিদের কাছে খবর পেয়ে গিয়ে দেখি দোকান জ্বলছে।” তাঁর দাবি, “দোকানে রঙিন ও সাদাকালো টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, শখানেক সিডি, ডিভিডি প্লেয়ার সহ নানা সামগ্রী ছিল। প্রায় সবই নষ্ট হয়ে গিয়েছে। কীভাবে এই ঘটনা হল বুঝতে পারছিনা।” এসডিপিও (খাতড়া) অলোক রাজোরিয়া বলেন, “কীভাবে ওই দোকানে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে আমাদের অনুমান। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” |
|
|
|
|
|