টুকরো খবর

মাছ ধরার ট্রলারে লুঠপাট, মারধর
আগ্নেয়াস্ত্র নিয়ে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে লুঠপাঠ করে চম্পট দিল দুষ্কৃতীর দল। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এসাকার মৌসুনি দ্বীপের কাঁকড়ামারা চরের কাছে। সোমবার বিকেলে অন্য একটি ট্রলার পাঠিয়ে ওই ট্রলারটিকে মৎস্যজীবী-সহ নামখানায় ফিরিয়ে আনা হয়। মৎস্যজীবীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বারুই জানান, পুলিশকে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে বলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন তিনেক আগে কাকদ্বীপের মৎস্যবন্দর থেকে এফ বি বাবা মহাদেব নামে একটি ট্রলার এগারো জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। গভীর সুমদ্রে একদিন মাছ ধরার পরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তাঁরা মাছ ধরা বন্ধ করে কাছাকাছি মৌসুনি দ্বীপের কাছে কাঁকড়ামারা চরে রবিবার বিকেলে ট্রলারটি নোঙর করেন। ওইদিনই রাত ২টো নাগাদ একটি ভুটভুটিতে করে ১৭-১৮ জনের এক সশস্ত্র দুষ্কৃতীর দল ট্রলারটিতে হামলা চালায়। ট্রলারের সকল মৎস্যজীবীর হাত-পা গামছা, দড়ি দিয়ে বেঁধে দেয়। কয়েকজনকে মারধরও করে। এর পরে অবাধে লুঠপাট চালায় তারা। আক্রান্ত ট্রলারের মৎস্যজীবীরা জানান, দুষ্কৃতীদের সকলের মুখ গামছায় ঢাকা ছিল। প্রতোকের কাছে ছিল বন্দুক, ভোজালি ও লাঠি। দুষ্কৃতীরা ট্রলার থেকে সবার মোবাইল ফোন, ওয়ারলেস সেট, দু’টি ব্যাটারি, ১০০ লিটার ডিজেল এবং সাতশো কিলোগ্রাম ইলিশ মাছ-সহ ট্রলারের নানা যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়। ফলে ট্রলারটি বিকল হয়ে পড়ে। ট্রলারের মালিক ভবেশ পাঁজা জানান, দুষ্কৃতীরা প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

চোলাই উদ্ধার, গ্রেফতার ১
বিশেষ অভিযান চালিয়ে সোমবার বসিরহাটের নেহালপুরে একটি অটো থেকে প্রায় সাড়ে ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করল পুলিশ। তবে চালক বা অটোতে থাকা অন্যদের কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্কুল ছাত্রদের দিয়ে বিভিন্ন গ্রামীণ এলাকার ব্যবসায়ীরা স্কুল-কলেজের ছাত্রদের কাজে লাগিয়ে শহরের দোকান থেকে মদ কিনিয়ে এনে বিক্রি করছে। তা রুখতে অভিযান শুরু করেছে পুলিশ। অন্য দিকে, রবিবার রাতে সন্দেশখালির সরবেড়িয়ার খোলাচটি এলাকায় একটি মদ তৈরির ভাটি ভেঙে দেয় পুলিশ। কয়েকটি পাউচ-সহ ১০ লিটার মদ উদ্ধার করা হয়। মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় ওই গ্রামের বিশ্বনাথ মণ্ডল ওরফে নিকাশকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই এলাকায় চোলাইয়ের ব্যবসার রমরমা হয়েছে। এ নিয়ে প্রতিবাদে নেমেছেন মহিলারা।

বাস থেকে পড়ে মৃত্যু
চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামের চৌমাথা গ্রামে। মৃতের নাম হবিবুল্লা মল্লিক (২৪)। বাড়ি ওই গ্রামেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা নাগাদ তিনি বাসে করে হিঙ্গলগঞ্জের দিকে যাচ্ছিলেন। ভিড় থাকায় বাসের পাদানিতে দাঁড়িয়েছিলেন। আচমকা পড়ে গিয়ে বাসের পিছনের চাকায় পিষ্ট হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে সান্ডেলের বিল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বসিরহাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। পথেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

ফাঁকা ফ্ল্যাটে চুরি
একটি আবাসনের ফাঁকা ফ্ল্যাটে চুরি হল। সোমবার, সোদপুরের ঈশ্বর চ্যাটার্জি স্ট্রিটে। পুলিশ জানায়, আবাসনের তিনতলার বাসিন্দা স্কুল শিক্ষক অনির্বাণ ভৌমিক ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। পড়শিরা দেখেন ফ্ল্যাটের দরজা খোলা। লণ্ডভণ্ড ঘরে আলমারি ও দেরাজ ফাঁকা। খবর পেয়ে ফেরেন ভৌমিক দম্পতি। বাসিন্দারা জানান, আগের নিরাপত্তারক্ষী কাজ ছেড়ে দিয়েছেন। নতুন রক্ষীর খোঁজ চলছিল। পুলিশের অনুমান, রক্ষী না থাকার সুযোগেই আবাসনে ঢুকেছিল চোরেরা।
Previous Story Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.