|
|
|
|
বাইশে শ্রাবণের বারি ধারায় দিনভর রবি-স্মরণ |
নিজস্ব প্রতিবেদন |
বুকের মাঝে পরম যতনে। বনগাঁয় পার্থসারথি নন্দীর তোলা ছবি।
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার রবীন্দ্রনাথের প্রয়াণ-দিবস পালন করা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ এবং ক্যানিং মহকুমার বিভিন্ন থানা ও পঞ্চায়েত সমিতির অফিসে অনুষ্ঠান হয়। ডায়মন্ড হারবার পুরসভার উদ্যোগে একটি প্রভাতফেরি বের করা হয়। পরে পুরসভার হলে কচিকাঁচাদের নিয়ে আবৃত্তি ও রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে ক্যানিংয়ে মাতলা সেতুর কাছে মোটরভ্যান স্ট্যান্ডে রবীন্দ্রনাথের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। |
|
বনগাঁয় প্রভাতফেরি।--নিজস্ব চিত্র। |
এ দিন মূর্তিটির আবরণ উন্মোচন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল। উপস্থিত ছিলেন জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম, অভিনেতা শরদ কপূর, প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, মহকুমাশাসক শেখর সেন, এসডিপিও চন্দন নিয়োগী প্রমুখ। গোসাবায় রবীন্দ্র স্মৃতি-বিজড়িত ‘বেকন বাংলো’তে কচিকাঁচাদের নাচ-গান, আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বের করা হয় প্রভাতফেরিও। মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকেও গোসাবার জয়গোপালপুরে আলাদা ভাবে অনুষ্ঠান হয়।
একই ভাবে রবীন্দ্র-স্মরণে মেতে ওঠে উত্তর ২৪ পরগনাও। বিভিন্ন পাড়ায় সকাল থেকেই মাইকে শোনা যায় রবীন্দ্রসঙ্গীত। বসিরহাট মহকুমার প্রায় সব ক’টি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ভবন, পুরসভা, পঞ্চায়েত অফিস, থানা এবং সংশোধনাগারে কবিকে শ্রদ্ধা জানানো হয়। বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় টাউন হল এবং রবীন্দ্রভবনে। |
|
|
গানেই প্রণাম। ডায়মন্ড হারবারে তোলা নিজস্ব চিত্র। |
বৃক্ষরোপণেই শ্রদ্ধা। বসিরহাটে। -নিজস্ব চিত্র। |
|
বসিরহাট থানা চত্বরে এই উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসিরহাট সংশোধনাগারে বন্দিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন জেলার তরুণকান্তি দাস। টাকি পুরসভার উদ্যোগে চারটি প্রভাতফেরি বের করা হয়। মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগেও আলাদা ভাবে অনুষ্ঠান করা হয়। বনগাঁ মহকুমা, হাবরা এবং অশোকনগরেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বনগাঁ শহরে যুব কল্যাণ দফতরের উদ্যোগে এবং পুরসভার সহযোগিতায় প্রভাতফেরি বের হয় ত্রিকোণ পার্ক থেকে। তাতে মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায়, পুরপ্রধান জ্যোৎস্না আঢ্য, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস এবং বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সামিল হয়। টাউন হলে ক্যুইজ, বসে আঁকো এবং আবৃত্তি প্রতিযোগিতা হয়। বৃষ্টির জন্য সান্ধ্য অনুষ্ঠান বাতিল হয়ে যায়। বনগাঁ পঞ্চায়েত সমিতি, ব্লক যুব কল্যাণ দফতর এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর আলাদা ভাবে অনুষ্ঠান করে। সাংস্কৃতিক সংস্থা ‘অমরা’ বনগাঁ হাইস্কুলে সন্ধ্যায় রবীন্দ্রনাথের ‘বিসর্জন’ নাটক মঞ্চস্থ করে। ছিল অন্যান্য অনুষ্ঠানও। |
|
|
|
|
|