টুকরো খবর |
জঙ্গলমহলে বাইশে শ্রাবণ
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সোমবার বর্ষণমুখর বাইশে শ্রাবণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী উদ্যাপিত হল জঙ্গলমহলে।
ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এ দিন সকালে ‘বাইশে শ্রাবণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ’ শীর্ষক এক অনুষ্ঠানে তথ্যকেন্দ্রের সভাঘরে রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে স্কুল-পড়ুয়ারা। মহকুমা তথ্যকেন্দ্রে এ দিন ‘ছোটদের রবিঠাকুর’ শীর্ষক এক পোস্টার প্রদর্শনীরও আয়োজন করা হয়। ঝাড়গ্রাম ব্লক যুব-কল্যাণ দফতরের উদ্যোগে মানিকপাড়ায় আয়োজিত বিশ্বকবি-স্মরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা। বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক কার্যালয়ে রবীন্দ্র-স্মরণে অংশ নেন কর্মী ও আধিকারিকদের পাশাপাশি স্থানীয় স্কুলের পড়ুয়ারা। একই ধরনের অনুষ্ঠান হয় ঝাড়গ্রাম, জামবনি, নয়াগ্রাম, সাঁকরাইল, বেলিয়াবেড়া, গোপীবল্লভপুর ও লালগড় ব্লক অফিসেও। পুলিশের উদ্যোগে লালগড় থানা প্রাঙ্গণে সারা দিন ধরে রবীন্দ্র-স্মরণে আলোচনাসভা, রবীন্দ্র রচনা পাঠ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গোপীবল্লভপুরের ত্রিবেণী যুব জনকল্যাণ সংস্থা আলোচনাসভার আয়োজন করেছিল। লালগড়ে ‘সুস্বন’ সাহিত্য পত্রিকার দফতরে হয় রবীন্দ্র-রচনা পাঠ। |
ঘাটালেও অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল
|
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘাটালে পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সোমবার, মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ঘাটাল মহকুমাশাসকের অফিসে তিরোধান দিবস উদ্যাপন করা হয়। ছিলেন মহকুমাশাসক অংশুমান অধিকারী, দাসপুরের বিধায়ক অজিত ভুঁইয়া, মহকুমা তথ্য আধিকারিক প্রদীপ্ত আচার্য। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল ও বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশ নেয়। দাসপুর ও চন্দ্রকোনার বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব, এমনকী থানাগুলিতেও দিনটি পালন করা হয়। |
এনসিসি প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • এগরা
|
জাতীয় স্বেচ্ছাসেবী বাহিনীর (এনসিসি) প্রশিক্ষণ শিবির চলছে এগরার পানিপারুল হাইস্কুলে। শিবিরের সঙ্গে যুক্ত এনসিসি অফিসার শ্যামশঙ্কর পাণ্ডা জানান, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার মোট ৫৩টি স্কুলের ৬০০ ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি মঙ্গলবার রক্তদান শিবির, বুধবার এড্স নিয়ে সচেতনতা শিবির, বৃহস্পতিবার স্থানীয় এক অনাথ আশ্রমে সাহায্য ও পানিপারুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে সাফাই অভিযান প্রভৃতি সমাজসেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। |
ট্রেলার চুরি, ধৃত
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া
|
চোরাই ট্রেলার-সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরল পুলিশ। রবিবার রাত ১১টা নাগাদ হলদিয়া বন্দরের ১ নম্বর জেনারেল কার্গো বার্থের কাছে ট্রেলার দাঁড় করিয়ে খেতে গিয়েছিলেন চালক-খালাসি। সেই সময় দশ চাকার ওই ট্রেলার চুরি করে পালায় দুষ্কৃতীরা। রাতেই থানায় অভিযোগ জানানো হলে সোমবার হলদিয়া থানার পুলিশ কোলাঘাট থানার সঙ্গে যৌথ ভাবে অভিযান চালিয়ে শরৎ সেতুর কাছ থেকে ট্রেলারটি উদ্ধার করে। ট্রেলারের ভিতর থেকেই গ্রেফতার করা হয় নন্দীগ্রামের শিমূলকুণ্ডুর বাসিন্দা গৌতম গিরিকে। তার সহযোগী অমিত সিংহ ওরফে আশরাফ পলাতক। |
পর্যটকের ঢল দিঘায়
নিজস্ব সংবাদদদাতা • কাঁথি |
টানা তিন দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে দিঘা, মন্দারমণিতে। শনিবার সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেন পূর্ব মেদিনীপুরের এই দুই সমুদ্র সৈকতে। হোটেল-লজগুলিতে ‘ঠাঁই নেই, ঠাঁই নেই’ রব। সমুদ্র-স্নানে নিরাপত্তার কথা ভেবে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম ভাবে নুলিয়ার ব্যবস্থা করেছে। |
|