|
|
|
|
র্যাম্প মাতালেন লাল-হলুদ তারকারা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভারতে আসার পর র্যাম্প-এ প্রথম হাঁটার সুযোগ পেয়ে উত্তেজনায় শেষ পর্যন্ত সুন্দরী মডেলের হাত টেনে নিয়ে চুম্বনই করে ফেললেন টোলগে ওজেবে।
ট্রেভর জেমস মর্গান, উগা ওপারা, নির্মল ছেত্রী, সঞ্জু প্রধান, বাসুম, পেনরাও অবশ্য চোখ ধাঁধানো আলোর নিচে রীতিমতো সপ্রতিভ। সুন্দরীদের হাত ধরে কেউ ঝুঁকে সেলাম জানালেন, কেউ হাতজোড় করে নমস্কার। পেন ওরজি বলেই দিলেন, “বিদেশে এ রকম হয়। আমি এ রকম হেঁটেছি। কিন্তু ভারতে হতে পারে ভাবিনি।”
অনুশীলন শুরু হয়ে গিয়েছে বেশ কিছু দিন। একটু দেরিতে হলেও নতুন মরসুমে কারা ইস্টবেঙ্গলে খেলবেন তা জানাতে সোমবার কলকাতার একটি অভিজাত ক্লাবে চোখ ধাঁধানো অনুষ্ঠান করল ইস্টবেঙ্গল। সাধারণত ক্রিকেট মাঠে যা দেখতে আমরা অভ্যস্ত সেটাই হল ইউ বি আয়োজিত ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানে। খোলামেলা পোশাকের এক সুন্দরী সঞ্চালিকা পরিচয় করালেন ফুটবলারদের। র্যাম্পে হাঁটলেন ফুটবলাররা। উপস্থিত ছিলেন অনেক মহিলা সদস্য। পরিচিত ব্যান্ডের গানের তালে তাঁরাও তাল মেলালেন কেউ কেউ। কলকাতার ফুটবলে যা এককথায় অভিনব। |
|
ভিন্ন মেজাজে লাল-হলুদে র সেরা স্ট্রাইকার। ইস্টবেঙ্গলের
অনুষ্ঠানে র্যাম্পে টোলগে। ছবি তুলেছেন উৎপল সরকার |
কিছুদিন আগে নিজেদের ফুটবলারদের পরিচিত করাতে ক্লাব গ্যালারির নিচে একটি সাদামাটা অনুষ্ঠান করেছিল মোহনবাগান। সেখানে কতার্রা কোচকে পাশে বসিয়ে ফুটবলারদের নতুন মরসুমের তালিকা তুলে দিয়েছিলেন সাংবাদিকদের হাতে। যাতে কোনও নতুনত্ব ছিল না। ইস্টবেঙ্গলের সঙ্গে ইউ বি-র যোগসূত্রের দায়িত্বে থাকা ইউ বি-র কর্তা অমিত সেন বললেন, “এটা আমাদের মার্কেটিং টিমের পরিকল্পনার অঙ্গ। অন্যরা কী করছে জানি না। কিন্তু পেশাদারিত্বের পথে ক্লাবকে নিয়ে যেতে আমাদের এই পরিকল্পনা। আমরা ইউ বি-কে অনুরোধ করেছিলাম। ওরাই করেছে এই অনুষ্ঠান।”
একই কোম্পানি স্পনসর হলেও ইস্টবেঙ্গলেরর মতো এরকম চোখ ধাঁধানো অনুষ্ঠান কেন করতে পারল না মোহনবাগান? তা হলে কি বিজয় মাল্য বেশি গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ জার্সিকেই? প্রশ্ন শুনে মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বেশ বিব্রত মনে হল। বললেন, “আমাদের নেতাজি ইন্ডোরের শতবার্ষিকী উৎসবে ইউ বি সাহায্য করেছিল। আমরা যা বলার বিজয় মাল্যকে বলব।” |
|
|
|
|
|