|
|
|
|
হোয়াইটওয়াশের ভবিষ্যদ্বাণী ভনের |
এজবাস্টন পিচ যেন উইম্বলডনের সেন্টার কোর্ট |
সংবাদসংস্থা • বার্মিংহাম |
এক দিকে মহাসঙ্কটে টেস্টে বিশ্বসেরার মুকুট, অন্য দিকে সবুজ উইকেটের চোখরাঙানি। এ তো জানাই ছিল। বাড়তি সংযোজন প্রাক্তন ইংরেজ অধিনায়কদের ভবিষ্যদ্বাণী। ইয়ান বোথাম আগেই বলেছিলেন ভারত ০-৪ হোয়াইটওয়াশ হবে আর আজ টুইট করে একই ভবিষ্যদ্বাণী করলেন মাইকেল ভন। “ইংল্যান্ড সিরিজটা ৪-০ জিতবে। ভারতের একমাত্র আশা ছিল জাহির খান দলে ফিরলে। সেটা না হওয়ায় বড় ক্ষতি হয়ে গেল। আমার নতুন ভারতীয় ‘ফলোয়ার’দের জন্য দুঃখিত,” তৃতীয় টেস্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে লিখেছেন ভন। নেটওয়াকির্ং সাইটে কেউ কেউ এজবাস্টন উইকেটের সঙ্গে তুলনা করছেন উইম্বলডনের সেন্টার কোর্টের ঘাসের। “উইকেট যেন উইম্বলডনের সেন্টার কোর্ট। কী সবুজ!”
ক্রমাগত এ সব বাউন্সার ধেয়ে আসছে এবং এ দিন বার্মিংহামে মহেন্দ্র সিংহ ধোনির টিমের প্র্যাক্টিসে থাকল একটা থমথমে পরিবেশ। মাঠে ঢুকেই ভারতীয় কোচ ডানকান ফ্লেচার গম্ভীর মুখে এগিয়ে গেলেন সবুজ আভা ঠিকরে বেরনো এজবাস্টন উইকেটের দিকে। তাঁকে দেখে ততক্ষণে এগিয়ে এসেছেন পিচ কিউরেটর স্টিভ রাউস। ফ্লেচারের সঙ্গে সেই ইংল্যান্ডের কোচ থাকার সময় থেকে মধুর সম্পর্ক রয়েছে রাউসের। ফ্লেচারের পিঠে হাত রেখে তাঁকে হয়তো আশ্বস্তই করছিলেন রাউস। |
|
সহবাগ আছেন স্বমেজাজেই। সোমবার এজবাস্টন নেটে। ছবি রয়টার্স |
ততক্ষণে মাঠে রুটিনমাফিক ফুটবলে মেতে উঠেছে ধোনির টিম। এ দিন প্র্যাক্টিস থেকে ছুটি দেওয়া হয়েছিল ইশান্ত শর্মা ও প্রবীণ কুমারকে। কেন, তা বোঝা যায়নি। নেটে সহবাগ, গম্ভীর ও রাহুলকে বল করছিলেন বার্মিংহামের স্থানীয় দুই নেট বোলার। সচিন তেন্ডুলকরের অবশ্য তাতে কিছু এসে যায় না। সোমবার তিনি যথারীতি ‘থ্রো-ডাউন’-এর সামনে নকিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তাঁকে বল ছোড়ার দায়িত্ব পড়ল ভারতের ফিল্ডিং কোচ ট্রেভর পেনির উপর।
তৃতীয় টেস্টের উইকেট ঠিক কেমন? ইংল্যান্ডের নির্বাচক অ্যাসলে জাইলস বলছেন, “এজবাস্টনে বরাবরই বল সুইং করে। এ বছর হাওয়ার গতি সামান্য আলাদা, কারণ, নতুন স্ট্যান্ড মাঠে তৈরি হয়েছে। এর ফলে বল সুইং করবে, স্পিনও করবে অনেকটা।” অন্য দিকে, এজবাস্টনের আবহাওয়া নিয়েও বেশ চিন্তিত হওয়ার কারণ থেকে যাচ্ছে। গত কয়েক দিন বৃষ্টি হয়েছে এখানে। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস আছে। সঙ্গে কনকনে ঠান্ডা। ট্রেন্টব্রিজ টেস্টের ঠিক পরে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলেছিলেন, “পরের দশটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।” চোটের জন্য এর পর খোয়াতে হয়েছে যুবরাজ, হরভজন ও জাহিরকে। ধোনির টিমের মনোভাবে আদৌ খুশি হচ্ছেন না ওয়াসিম আক্রম। বলছেন, “এত দিশাহীন ভারতীয় দলকে আমি ইদানীং দেখিনি।” আক্রমের মতে, এজবাস্টনে ভারতের আর পি সিংহকে খেলানো উচিত। “প্রয়োজনে বসুক শ্রীসন্থ। জাহিরের বদলি হিসেবে আর পি-ই সবচেয়ে ভাল। ইংরেজ ব্যাটসম্যানদের ও ভোগাতে পারে।” আক্রমের আরও ধারণা, লক্ষ্মীপতি বালাজি ইংল্যান্ডে থাকলে টিমের উপকারে লাগতে পারতেন।
ও দিকে, ইংল্যান্ড ট্রেন্টব্রিজের টিমে বদল আনছে না বলেই খবর। ক্রিস ট্রেমলেটের এই টেস্টেও খেলা হচ্ছে না, রেখে দেওয়া হচ্ছে তাঁর জায়গায় টিমে ঢোকা টিম ব্রেসনানকে। ট্রেমলেট স্বীকারই করে নিয়েছেন, পিঠের ব্যথা এখন অনেকটা ভাল হলেও পুরো ভাল নয়। |
|
|
|
|
|